Wednesday, January 15, 2025
Magazine
More
    HomeTextile Manufacturingওয়ার্পিং নিয়ে খুটিনাটি

    ওয়ার্পিং নিয়ে খুটিনাটি

    🧵🧶🧵🧶🧥

    যে পদ্ধতিতে অনেকগুলো ছোট ছোট সুতার প্যাকেজ থেকে নির্দিষ্ট সংখ্যক  ওয়ার্প সুতাকে নির্দিষ্ট বহরে এবং নির্দিষ্ট দৈর্ঘ্য সমান্তরাল ভাবে সাজিয়ে ধারাবাহিক ভাবে খালি  বিমে সাজানো   হয় তাকে ওয়ার্পিং বলে।
    📌ওয়ার্পিং  রিকোয়ারমেন্টসঃ


     👉 সাপ্লাই প্যাকেজগুলোর ইউনিফর্ম হতে হবে।

      👉ওয়ার্পিং  সারফেস যেন সিলিন্ড্রিক্যাল হয়। এটা কোনোভাবেই রেক্টাঙ্গুলার বা অন্যান্য হলে কিন্তু ওয়ারপিং করা সম্ভব হবে না। 


    👉সবচেয়ে বেশি যে  বিষয়টা খেয়াল রাখতে  হবে ওয়ার্পিং  এর কারনে যেন ইয়ার্নে কোন ফিজিক্যাল কিংবা মেকানিক্যাল প্রপার্টিস এরকোন ধরনের পরিবর্তন না আসে।
    ওয়ার্পিং এর  প্রকারভেদঃ
    সাধারণত দুই ধরনের ওয়ারপিং হয়ে থাকেঃ,

    👉হাই স্পিড৷ ওয়ার্পিং,

     👉 সেকশনাল ওয়ারপিং


     এছাড়াও( বল ওয়ারপিং) ও (ক্রস ওয়ার্পিং)  রয়েছে।

    হাই স্পিড ওয়ার্পিংঃ
    🏷হাই স্পিড পর্টিং কমন সলিড ফেব্রিক বা একই কালারের ফেব্রিক তৈরিতে ব্যবহৃত হয়।
     🏷হাই স্পীড ওয়ারপিং এর শুধুমাত্র একই ধরনের ইয়ার্ন  ব্যবহার করা যায় ভিন্ন ভিন্ন ধরনের ইয়ার্ন  একসাথে হাইস্পিড ওয়ার্পিং  এ ব্যবহার করা যায় না।
    🏷এই ওয়ার্পিং  এ ওয়েভার্স বিম প্রস্তুত  করতে  বেশি পরিমান ইয়ার্ন প্রোয়জন হয়।
    🏷সাধারণত  ফ্লাজ বীম ব্যাবহার  করা হয়।
    🏷হাই স্পিড  ওয়ার্পিং  নামের সার্থকতা হলো প্রোডাকশনে হার খুবি বেশি।

    সেকশনাল ওয়ারপিংঃ
    🏷চেক বা স্ট্রাইপ ফেব্রিক তৈরিতে ব্যবহৃত হয়।  🏷প্রোডাকশন  রেট অনেক কম হয়ে। 
    🏷সেকশনাল ওয়ারপিং আমার সার্থকতা হলো এতে ওয়ার্পিং  করা হয় সেকশন  বাই সেকশন ।

    বল ওয়ারপিংঃ

     বল ওয়ার্পিং  এ কোন ওয়েভার্স বীম তৈরি করা হয়  না। এর মাধ্যমে ইয়ার্ন গুলোকে কোন একটা বড় বিমে জড়ানো হয়। যেন সে গুলোকে সহজে ড্রাই করা যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়।
      হাই স্পিড  ওয়ারপিং প্রসেস এর ফ্লোচার্টঃ


     ওয়ারপিং ইওয়ার্ন গুলো ক্রিল থেকে➡লিজিং সিস্টেম হয়ে এক্সপান্ডবল রীড ➡ এর মাধ্যমে ➡ বিমিং সেকশনে পৌঁছাই। অর্থাৎ ওয়ারপিং হতে থাকে। ওয়ারপিং পূর্বে মেজার করা হয়। 


    ➡   ক্রিল creel

    ⬇ 

     লিজিং Leasing system

      ⬇

      এক্সপান্ডএবল রীড  Expandable  reed.

     দৈর্ঘ্য মেজার Length   measuring  system 

    সেকশান  ওয়ারপিং প্রসেস এর ফ্লোচার্টঃ


     ওয়ারপিং ইওয়ার্ন গুলো ক্রিল থেকে➡লিজিং সিস্টেম হয়ে এক্সপান্ডবল রীড এর মাধ্যমে➡ একটি  ড্রামে জড়ো হয়  ➡ তারপর  বিমিং সেকশনে পৌঁছাই। অর্থাৎ ওয়ারপিং হতে থাকে। ওয়ারপিং পূর্বে মেজার করা হয়


    ➡   ক্রিল cree।

       লিজিং Leasing system  

      এক্সপান্ডএবল রীড  Expandable  reed.

     দৈর্ঘ্য মেজার Length   measuring  system 

    ড্রাম Drum

     বিমিং Beaming system.
    ⬇ 

    বিমিং Beaming system.

    ওয়ার্পিং  এর ত্রুটিগুলোঃ
    ক্রস ইন্ড

    স্নার্ল ফর্মেশন

     হার্ড বীম

    মিসিং ইন্ড

    আনইকুয়াল ওয়ার্প লেন্থ

    আনইভেন ওয়ার্প বীম

     পিসিং

    ইররেগুলার ইয়ার্ন টেনশন 

    বীমের  কনিকাল উইন্ডিং

    writer:  MD Sajal Hossain. 
    From: Sheikh kamal textile Engineering College.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed