Saturday, March 15, 2025
Magazine
HomeBusinessগার্মেন্টস এর Cost Of Making (CM) যেভাবে বের করবেন !!

গার্মেন্টস এর Cost Of Making (CM) যেভাবে বের করবেন !!

আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রভাব বিস্তারকারী একটি প্রভাবক হচ্ছে গার্মেন্টস এর “Cost Of Making (CM)”. Cost Of Making (CM) মানে হলো, কোনো একটি গার্মেন্টস আইটেম তৈরি করতে যে পরিমান অর্থ ব্যায় হয়, সেই ব্যায় টিই হচ্ছে অই গার্মেন্টস আইটেম এর “Cost Of Making (CM)”.

বর্তমান সময়ের কথা যদি চিন্তা করি, তাহলে দেখা যায় যে, অধিকাংশ নন-কমপ্ল্যায়েন্স ফ্যাক্টরী গুলোতে কোনো গার্মেন্টস আইটেম তৈরি করার ক্ষেত্রে গড়ে প্রতিটি সুইং মেশিনের খরচ বাবদ, দিন প্রতি ১২০০ টাকা থেকে শুরু করে ১৪০০ টাকা ধরা হয়। আবার, একটি কমপ্ল্যায়েন্স ফ্যাক্টরীর কথা বিবেচনা করলে, সেই সুইং মেশিনের খরচ, দিন প্রতি ১৮০০ টাকা থেকে শুরু করে ২১০০ টাকাও পর্যন্ত হয়ে থাকে।

এখন, এই Cost Of Making (CM) নির্ণয় করার জন্য আমরা যে সূত্র টি ইউজ করবো সেটি হলো;

Cost Of Making (CM) = {(গড়-প্রতি মেশিন খরচ X প্রয়োজনীয় মেশিনের সংখ্যা) ÷ (প্রোডাক্টের পরিমান)} X ১২

এখন, আরো ভালো করে বুঝতে আমরা একটি গাণিতিক উদাহরণ দেখি;

প্রশ্ন: কোনো একটি প্রডাকশন ফ্লোরে, দিন প্রতি ২৫ টি মেশিন ব্যাবহার করে, ১৬০০ পিস গার্মেন্টস আইটেম উৎপাদন করলে, Cost Of Making (CM) কত?

সমাধান:

দেওয়া আছে যে,

প্রয়োজনীয় মেশিনের সংখ্যা = ২৫ টি মেশিন
প্রোডাক্টের পরিমান = ১৬০০ পিস
গড়-প্রতি মেশিন খরচ = ১৮০০ টাকা

সুতরাং, Cost Of Making (CM);

= {(গড়-প্রতি মেশিন খরচ X প্রয়োজনীয় মেশিনের সংখ্যা) ÷ (প্রোডাক্টের পরিমান)} X ১২
= {(১৮০০ X ২৫) ÷ ১৬০০} X ১২
= ৩৩৭.৫ টাকা প্রতি ডজন
= (৩৩৭.৫ ÷ ৭৮) ডলার প্রতি ডজন
= ৪.৩৩ ডলার প্রতি ডজন।

তাহলে, আমার গার্মেন্টস আইটেম টির জন্য Cost Of Making (CM) হবে, ৪.৩৩ ডলার প্রতি ডজন।

এইটা তো গেল, সাধারন হিসেবের কথা। বাস্তবিকভাবে Cost Of Making (CM) হিসেব করার সময় আরো অনেক ধরনের প্যারামিটার যেমন; ফ্যাক্টরি ভাড়া, ব্যবসায়িক খরচ, ইলেক্ট্রিসিটি বিল, পানির বিল, মেশিন রিপেয়ার খরচ, একটি নির্দিষ্ট প্রডাকশন ফ্লোরের লে-আউটে ব্যবহ্রত মেশিনের সংখ্যা, ওয়ারকিং শিফট, প্রতি মাসের যতদিন কাজ হয়, প্রতি ঘন্টার প্রোডাকশন টার্গেট সমেত আরো নানা বিষয়াদি মাথার রাখতে হয়। এখন, এই প্যারামিটার গুলো বিবেচনায় রেখে আমরা আরো একটি গাণিতিক সমস্যা দেখবো যাতে করে আমাদের ধারনা আরো স্পষ্ট হয়ে যায় !!

প্রশ্ন: এমন একটি গার্মেন্টস এর প্রডাকশন ফ্লোরের কোনো একটি গার্মেন্টস আইটেম এর Cost Of Making (CM) নির্ণয় করতে হবে যেটির;

* ফ্যাক্টরি ভাড়া, ব্যবসায়িক খরচ, ইলেক্ট্রিসিটি বিল, পানির বিল, মেশিন রিপেয়ার খরচ সমেত টোটাল মাসিক খরচ, A = ৫০,০০,০০০ টাকা।

* প্রোডাকশনের জন্য ব্যবহ্রত টোটাল মেশিনের পরিমান, B = ১০০ টি।

* গার্মেন্টস আইটেম টি সম্পূর্ণরূপে তৈরি হতে প্রোডাকশন ফ্লোরে একটি নির্দিষ্ট লে-আউটের ব্যবহ্রত মেশিন সংখ্যা, C = ২৫ টি।

* প্রতি ঘন্টায় প্রোডাকশন টার্গেট, D = ২০০ পিস প্রতি ঘন্টা।

* মাসের যতগুলো দিন ফ্যাক্টরি তে কাজ হয়, E = ২৬ দিন।

* প্রতি শিফটে কাজ হয়, F = ৮ ঘন্টা করে।

সমাধান:

আমরা জানি, Cost Of Making (CM);

= {(গড়-প্রতি মেশিন খরচ X প্রয়োজনীয় মেশিনের সংখ্যা) ÷ (প্রোডাক্টের পরিমান)} X ১২

অথবা,

= [{কোনো ফ্যাক্টরির আনুসাঙ্গিক সকল ব্যায় এর পরিমান ÷ (মাসের যতগুলো দিন ফ্যাক্টরি তে কাজ হয় X প্রোডাকশনের জন্য ব্যবহ্রত টোটাল মেশিনের পরিমান X গার্মেন্টস আইটেম টি সম্পূর্ণরূপে তৈরি হতে প্রোডাকশন ফ্লোরে একটি নির্দিষ্ট লে-আউটের ব্যবহ্রত মেশিন সংখ্যা)} ÷ (প্রতি ঘন্টায় প্রোডাকশন টার্গেট X প্রতি শিফটে কাজের পরিমান)] X ১২

= [{A ÷ (E X B X C)} ÷ (D X F)] X ১২

= [{৫০,০০,০০০ ÷ (২৬ X ১০০ X ২৫)} ÷ (২০০ X ৮)] X ১২

= (৪৮,০৭৭ ÷ ১৬০০) X ১২

= ৩৬১ টাকা প্রতি ডজন

= (৩৬১ ÷ ৭৮) ডলার প্রতি ডজন

= ৫ ডলার প্রতি ডজন।

অর্থাৎ, প্রতি ১২ পিস আইটেম তৈরি করতে আমার ৫ ডলার ব্যায় হবে।

Writer Information:

Name: Badhon Saha 
Institute: Primeasia University
Batch: 181
E-mail: saha20496@gmail.com
Contact No: +880 1714-692688
Linkedin: https://www.linkedin.com/in/badhon-saha-435703164/



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related News

- Advertisment -

Most Viewed