Wednesday, January 15, 2025
Magazine
More
    HomeMotivationalটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে কেন ক্লথিং এন্ড টেক্সটাইল সাবজেক্টটি আলাদা

    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে কেন ক্লথিং এন্ড টেক্সটাইল সাবজেক্টটি আলাদা

    টেক্সটাইল ইন্জিনিয়ারিং সাবজেক্টটি থেকে ক্লথিং এন্ড টেক্সটাইল সাবজেক্টটি কেন আলাদা বা ক্লথিং এন্ড টেক্সটাইল সাবজেক্টটি কেন ইন্জিনিয়ারিং নয় তার বিস্তারিত বর্ননা নিম্নে উল্লেখ করা হলোঃ

    ১. হোম ইকোনমিক্স কলেজ গুলোতে টেক্সটাইল এর যে সাবজেক্টটি পড়ানো হয় তা বি.এসসি(সম্মান) সমমানের কোর্স। কিন্তু অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে টেক্সটাইল এর যে বিষয়টি পড়ানো হয় তা হলো বি.এসসি ইন্জিনিয়ারিং ইন টেক্সটাইল।

    ২.হোম ইকোনমিক্স কলেজ গুলোতে টেক্সটাইল এর কিছু সিকুয়েন্স ছাড়া বেশির ভাগ টার্মই বাংলায় পড়ানো হয়।(যদিও বাংলা ও ইংরেজি দুটি ভার্সনই রয়েছে কিন্তু বাংলাই বেশি গ্রহনযোগ্য)। কিন্তু টেক্সটাইল ইন্জিনিয়ারিং এর সব টার্মই ইংরেজিতে পড়ানো হয়।

    ৩. যারা টেক্সটাইল ইন্জিনিয়ারিং পড়ছেন, তাদের প্রতিটি সিকুয়েন্স পড়ানোর পাশাপাশি ল্যাব এ প্রতিটি অংশের বিভিন্ন ধরনের পরীক্ষা বা ল্যাব টেস্ট করানো হয়।যা হোম ইকোনমিক্স কলেজগুলোতে হয়না।

    ৪.যারা টেক্সটাইল ইন্জিনিয়ারিং পড়ছেন তারা টেক্সটাইল এর ৪টি পার্ট যেমনঃ
    ক.ওয়েট প্রসেস খ.ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং গ.ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ও ঘ.এপেয়ারেল ম্যানুফ্যাকচারিং এর যে কোন একটি পার্ট নিয়ে ৪বছর মেয়াদের কোর্সটি সম্পন্ন করে। কিন্তু হোম ইকোনমিক্স কলেজগুলোতে এধরনের আলাদা কোনো পার্ট নেই। এখানে সব অংশ থেকেই কিছু কিছু করে ৪বছর পড়ানো হয়ে থাকে।

    ৫. টেক্সটাইল ইন্জিনিয়ারিং এ এক্সট্রা ডিপার্টমেন্টাল সাবজেক্ট হিসেবে Physics, Chemistry এর পাশাপাশি Mathematics ও পড়ানো হয়। যা ইন্জিনিয়ারিং এর ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল।

    কিন্তু হোম ইকোনমিক্স কলেজ গুলোতে Mathematics পড়ানো হয় না।
    ৬. এছাড়া টেক্সটাইল ইন্জিনিয়ারিং এ Fundamental of Electrical & Electronics Engineering, Electrical & Electronics Engineering Lab, Fundamentals of Mechanical Engineering, Mechanical Engineering Lab, Solid Mechanics & Machine Design, Engineering Materials, Engineering workshop practice ইত্যাদি কোর্সের অন্তর্ভুক্ত।

    কিন্তু হোম ইকোনমিক্স কলেজ গুলোতে এই বিষয় গুলো নেই। এখানে পারিবারিক পোশাক পরিচ্ছদের মূলনীতি, ওয়াড্রোর পরিকল্পনা, টেক্সটাইল ‘র’ ম্যাটারিয়ালস্ এগুলো পড়ানো হয়।

    তবে মিল ভিজিট ও ইন্টার্নশীপের বিষয়টি অন্যান্য প্রতিষ্ঠানের মতো হোম ইকোনমিক্স এও রয়েছে।

    উপরিউক্ত বিষয়গুলো বর্ননার প্ররিপেক্ষিতে বলা যায় যে, ক্লথিং এন্ড টেক্সটাইল সাবজেক্টটি টেক্সটাইল ইন্জিনিয়ারিং নয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed