Wednesday, January 15, 2025
Magazine
More
    HomeCampus Newsনিটার ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২১ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

    নিটার ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২১ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

    নিজস্ব প্রতিনিধি, আব্দুল ওয়াহিদ।

    ২০১৯ সালের পর দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে “নিটার ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল-২০২১”। ২০ ডিসেম্বর বক্তৃতা প্রতিযোগিতার মাধ্যমে ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নবগঠিত নিটার ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত “নিটার ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২১” এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বক্তব্য প্রতিযোগিতায় নিটারে সকল বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। বক্তব্য প্রতিযোগিতার বিষয়গুলো পূর্ব নির্ধারিত ছিল। সেগুলো হল-

    ★ ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ ও এর প্রতিকার
    ★ নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলাম
    ★ বিজ্ঞানের উৎকৃষ্ট সাধনে মুসলিমদের অবদান
    ★ ইসলামি মিডিয়ার গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা

    এ ৪ টি বিষয়ের উপর শিক্ষার্থীরা কুরআন ও হাদীসের আলোকে তাদের বক্তব্য তুলে ধরেন। উক্ত বক্তব্য প্রতিযোগিতার বিচারকমণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন নিটারের সম্মানিত শিক্ষকবৃন্দ।

    ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং আলাদাভাবেই বিজয়ী নির্বাচন করা হবে।

    বক্তব্য প্রতিযোগিতার শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং প্রতিযোগিতায় দর্শক হিসেবে উপস্থিত সকল শিক্ষার্থী ই নিটার ইসলামিক সোসাইটির এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    পর্যায়ক্রমে কুরআন তেলাওয়াত, নাশিদ, দ্বীনে ফেরার গল্প, রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত লিখন এবং ওপেন বুক কুইজ প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য আগামী ১১ই জানুয়ারী নিটারে ” নিটার ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল – ২০২১ ” অনুষ্ঠিত হবে। উক্ত ফেস্টিভ্যাল এ উপস্থিত থাকবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, দেশবরেণ্য ইসলামিক স্কলার এবং ইসলামিক শিল্পীগোষ্ঠী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed