Friday, December 27, 2024
Magazine
More
    HomeCampus Newsনিটার নবম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত।

    নিটার নবম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত।

    মোঃতানভীর হোসেন সরকার। নিজস্ব প্রতিবেদক,নিটার,

    ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করার লক্ষ্যে নিটার অষ্টম ব্যাচ কর্তৃক নবম ব্যাচকে বরণ করে নেওয়া হয়।গত ২১ডিসেম্বর ২০১৯ইং রোজ শনিবার নিটার কেন্দ্রীয় খেলার মাধে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়।
    অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে ছিলেন, ড.মিজানুর রহমান,অধ্যক্ষ নিটার।

    পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মধ্যো দিয়ে অনুষ্ঠান শুরু হয়।কোরআন থেকে তেলোয়াত করেন,নবম ব্যাচের মোঃ নুরুল আমিন।
    প্রধান অতিথীর অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু হয়। এ পর্যায়ে নবীনদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেয় অষ্টম ব্যাচের শিক্ষার্থীরা।

    শুভেচ্ছা ব্যক্তব্যে প্রধান অতিথী, শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।পরবর্তীতে একে একে গান, নাচ,কবিতা, রেম্প শো নাটক,মঞ্চস্থ হয়।

    দুপুরে নামাজ, এবং খাবারের বিরতী দেওয়া হয়।নবম বাচের সকল কে দেওয়া হয় টি-শার্ট।যার ব্যাকপার্টে লিখা ছিল,”Allied by BROTHERHOOD UNITED by Soul “..

    অনুষ্ঠানের মূল আর্কষন ছিল ভাইকিংস ব্যান্ড। ব্যান্ডের গানের তালে তালে সবাই একসাথে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করে।অনুষ্ঠান সম্পর্কে জানতে চাওয়া হলে,নিটার নবম ব্যাচের শিক্ষার্থী মোঃ রোমান হোসেন বলে যে,”আমি মনে করি এরকম অনুষ্ঠানের মধ্যো দিয়ে আমাদের মধ্যো বড় ভাই-ছোট ভাই এর সম্পর্ক আরো দৃঢ় এবং মজবুত হবে।
    সর্বশেষ ডিজে পার্টির মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed