Monday, December 30, 2024
Magazine
More
    HomeMotivationalপ্যাশন যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

    প্যাশন যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

    প্যাশন ছিল engineering পড়ার………
    আই অ্যাম অন এ রাইট ট্র্যাক……….

    BUTex এ চান্স না পেয়ে AUST এ ভর্তি হলাম টেক্সটাইল সাবজেক্ট নিয়ে। অনেকেই হইত জানেনা টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের চাকরির ক্ষেত্র এবং চাকরির ক্ষেত্রে তাদের মূলত কি কাজ করতে হবে এবং টেক্সটাইল সেক্টরে চাকরির সুযোগ কেমন। যারা এরকম দ্বিধান্বিত
    তাদের জন্য আমার এই পোস্ট টি বিশেষত, এছাড়াও সবায় কে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং এর টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর কি কাজ সে সম্পর্কে একটু স্পষ্ট ধারনা দেওয়ার সামান্য প্রয়াস।

    প্রথমে আমাদের জানতে হবে Textile এ কয়টি সাবজেক্ট আছে এবং কি কি ??

    1. Wet processing engineering
    2. Fabric manufacturing engineering
    3. Apparel manufacturing engineering
    4. Yarn manufacturing engineering
    5. Industrial and production engineering
    6. Textile engineering management
    7. Textile fashion and designing
    8. Textile machine design and maintenance

    আমরা অনেকেই ডাক্তার হতে চায়, অনেকে ইঞ্জিনিয়ার হতে চায় কেউবা ব্যাবসায়ী। এখানে সব থেকে মূল্যবান আমাদের মতামত এবং নিজের প্রতি আস্থা। নিজের পছন্দের সাবজেক্ট যদি টপ চার্টের সাবজেক্ট ও না হয় তবুও আমরা অনেক উঁচুতে পৌছাতে
    সমর্থ হব কারণ ঐ বিষয়টাকে আমাদের ভালো লাগে, ঐ সম্পর্কে আমাদের আগ্রহ আছে, ভালোবাসা আছে, আমাদের জন্য ওটায় পারফেক্ট। একটা কথা মনে রাখবে, পদার্থবিজ্ঞানে, রসায়নবিজ্ঞানে যেমন নোবেল দেওয়া হয় ঠিক তেমনি সাহিত্য, শান্তিতেও নোবেল দেওয়া হয়। WP, FME, AME, YME, IPE, TM, FD কোনটার ডিমান্ড বেশি এটা বিষয় না, তোমার ইচ্ছা কোনটা এটায় বিষয়, তোমার জদি Fashion Designer হবার Aim থাকে তবে এটায় তোমার জন্য Best। এটা নিয়েয় তোমাকে এগিয়ে যেতে হবে। আর 75% পড়ালেখা একই টেক্সটাইল এর। এজন্য তুমি যেকোন সেক্টরের চাকরি করতে পারবে যোগ্যতা থাকলে।

    এবার আসা যাক সাবজেক্ট অনুযায়ী কাজের কথায়। একটা উধাহরণ দিয়ে শুরু করি। একটা মোববাইল এর কথা চিন্তা করো। একটা মোবাইলের কত গুলো অংশ থাকে যেমন ডিসপ্লে, আইসি, র্যাম, স্পিকার, সফটওয়্যার ইত্যাদি। প্রথম যখন মোবাইল আবিষ্কার
    হল তখন এটি দেখতে খারাপ ছিলো, আনেক বড় ছিলো, কোন ইমেজ ভিউয়িং সিস্টেম ছিলো না, শুধুমাত্র কথা বলা যেত এবং কিছু নাম্বার সেভ করা যেত। আর এখন একটা মোবাইল কতকিছু দিচ্ছে এটাতো তোমরা খুব ভালো করে জানো। অর্থাৎ এটার উন্নতি করা হয়েছে, নতুন কিছু প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। তোমার কাজটাও ঠিক এরকম, কোমার পার্থক্য তোমাকে সুতা, কাপড়, রং নিয়ে কাজ করতে হবে। এবার সাবজেক্ট অনুযায়ী বলা
    যাক।

    ১. Yarn Manufacturing Engineer দের কাজ সম্পর্কে বলি। Yearn অর্থ সুতা। বুঝতে পারছো তাহলে তোমার কাজ সুতা নিয়ে। তবে এটা মনে করো না যে শুধু সুতা তৈরের মেশিনের নাট বল্টু ঠিক করা। ওটা Mechanical Engineer এর কাজ এবং তোমারও
    কাজের একটা অংশ মাত্র। তোমার প্রধান কাজ সুতার মানউন্নয়ন। নতুন নতুন উন্নতমানের সুতা তৈরি করা। ফাইবার থেকে উন্নত মানের সুতা তৈরির ফর্মুলা দেওয়া। যাতে করে উন্নত মানের কাপড় তৈরি হয়। মজার কাজ অনেক। অর্থাৎ মোবাইলের পার্টস গুলোর উন্নতি সাধনের মত। LED, OLED, AMOLED etc display এর মত নতুন নতুন
    উদ্ভাবন।

    ২. Fabric Manufacturing এর কথায় আসা যাক। মোবাইলের এই পার্টস গুলো সঠিক জায়গায় বসিয়ে মোববাইলের গঠন দেওয়ায় তোমার কাজ অর্থাৎ সুতা থেকে কাপড় তৈরি। এখন তুমি যদি মোববাইল এর উন্নতি করতে যাও বেশি দাম পেতে চাও তবে
    তোমার মোবাইল ভালো হতে হবে, নতুন সফটওয়্যার দিতে হবে। তোমারও ঠিক তেমন সঠিক সুতার ব্যবহারে ভালো কাপড় তৈরি করতে হবে। সবাই বিভিন্ন কাপড়ের নাম জানো যেমন – জিনস, স্টিজ, গ্যাভার্ডিন, পলিস্টার ইত্যাদি। তোমার কাজও এরকম বিভিন্ন পদ্ধতিতে উন্নত মানের কাপড় এর সিস্টেম এর কাজ।যেরকম ওর্ডার আসবে তেমন কাপড় তৈরি করে দেওয়া।

    ৩. Apparel Manufacturing এর কাজ হল মোবাইল এর পারফমের্ন্স বর্ননা করে ক্রেতা বৃদ্ধি করার মত। নিজেদের ইন্ডাস্ট্রির কাপড়ের মান বায়ারদের বর্ননা করে ওয়ার্ডার আনা কাজের। বলে রাখি yarn & Fabric এর কাজ এই আনা বায়ারের ওর্ডার এর মান ওনুযায়ী সুতা ও পরে কাপড় তৈরি করাও।

    4. Wet Processing এর কাজ এর কথা বশির কিছু বলার নেয়, এক কথায় রং করা কাপড়ের। এই চার ডিপার্টমেন্ট এর কাজ একবারে মজা করে বলতে গেলে php_অ্যারাবিয়ান_হর্স_সুপার ঢেউটিনের Advertising এর মতো। Advertising টা দেখছো তো??

    FD (Fashion Designing) এর কাজ তো আর বলার কিছু নেয় তোমরা জানো সবায় এটা ভালো করে।

    এখন এতটুকু জানা যথেষ্ট কারণ ৪ বছর তোমাকে এটায় শেখানো হবে।

    Writer information:
    MD. Jannatul Naime
    Ahsanullah university of science & technology(AUST)
    Batch-34

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed