Thursday, December 26, 2024
Magazine
More
    HomeFabricভুট্টা ফাইবার-খাওয়া,পরা সবই হবে

    ভুট্টা ফাইবার-খাওয়া,পরা সবই হবে

    কখনও ভুট্টা খেতে খেতে চিন্তা করেছেন কি? যে কড়কড় মড়মড় করে যেই ভুট্টা খাচ্ছি সেই ভুট্টা দিয়ে কত অসাধারণ জিনিস বানানো যেতে পারে! হ্যাঁ খাওয়া পরাা সবই হবে এটা দিয়ে। চলুন জেনে নেওয়া যাক খাবারের বাইরেও এটি কি কি ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।

    কর্ন ফাইবার:

    কর্ন ফাইবার বা ভুট্টা ফাইবার টেক্সটাইল শিল্পে তুলনামূলক নতুন উদ্ভাবন। কর্ন ফাইবারে প্রচুর পরিমাণে Poly Lactic Acid রয়েছে। তাই একে PLO Fiber ও বলা হয়। তাছাড়া কর্ন বা ভূট্টা প্রচুর পরিমাণে স্টার্চ যুক্ত একটি কৃষিপণ্য। রাসায়নিক প্রক্রিয়া গুলো বাদ দিলে বাকি প্রক্রিয়াগুলো অনেকটা উল ফাইবারের মতই। এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি ফাইবার।

    কর্ন ফাইবার দিয়ে তৈরি জিনিসের সুবিধা:

    ক. এটি খুব পাতলা ও আরামদায়ক।
    খ. চকচকে ও উজ্জ্বল প্রকৃতির।
    গ. কর্ন ফাইবার যুক্ত গার্মেন্টস সহজে মাটিতে নিঃসরিত হয়।
    ঘ. এটি নবায়নযোগ্য একটি ফাইবার।
    ঙ. Moisture Regain Power বা ময়েশ্চার ধরে রাখার ক্ষমতা খুব বেশি।
    চ. এটি বায়ো-ডিগ্রেডেবল ফাইবার।
    ছ. সহজে ভাঁজ পড়ে না।
    জ. এর Dye Ability বা রং ধারণ করার ক্ষমতা খুব ভালো।
    ঝ. এটি দ্বারা গাঢ় ও হালকা সেট দিয়ে সুন্দর ও আকর্ষনীয় পোশাক তৈরি করা যায় ডিস্পার্স ডাইং এর মাধ্যমে।
    ঞ. ধোয়ার পর সুন্দর চেহারা প্রাপ্ত হয় এবং দ্রুত শুকিয়ে যায়।
    ট. Shrink Resistance অনেক ভালো হয়।

    কর্ন ফাইবার এর অসুবিধা বা বিপর্যয়:

    ১. এই টেক্সটাইল ফাইবারটি নমনীয় ও দুর্বল প্রকৃতির হয়।
    ২. এটি ঘষা লাগলে ছিড়ে যায় যেতে পারে এবং প্রতিরোধ ক্ষমতা কম।
    ৩. Abrasion Resistance বা ঘষা লেগে ছিড়ে যাওয়ার ক্ষমতা কম থাকায় দড়ি তৈরিতে এটি ব্যবহৃত হয় না।
    ৪. আরেকটি অসুবিধা হলো এটি কম তাপমাত্রায় গলে যায়।

    কর্ন ফেব্রিক্স এর ব্যবহার:

    • রেডিমেড পোশাক
    • ডুভেট জ্যাকেট
    • ডায়াপার
    • প্লাস্টিক আর প্যাকিং ইন্ডাস্ট্রিতে
    • বিছানাপত্র
    • গৃহসজ্জার সামগ্রী ইত্যাদি।

    কিছু দৃশ্যমান সাফল্য:

    কর্ন ফাইবারের যে পরিমাণ গুণাবলি আছে তার কমই প্রকাশ পেয়েছে। তাই উন্নত দেশগুলিতে জেনেটিক মডিফাইড কর্ন দিয়ে প্রচুর গবেষণা চলছে। প্লেইন ফেব্রিক,ওয়েফট ফেব্রিক,ওভেন ফেব্রিকে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে এই কর্ন ফাইবার। অনেক জনপ্রিয় ব্র্যান্ড Armani-এর অনেক পোশাক তৈরি হয় PLA fiber থেকে। তাছাড়া ইটালিয়ান ফ্যাশন ব্র্যান্ড Diesel, Versace, যুক্তরাষ্ট্রের Kei Kagami, Franco Francesca,REI-এরা কর্ণফাইবার ব্যবহার করে অনেক পোশাক তৈরি করছে।

    Information source:

    Textilelearner(.)net
    Textile Engineers Hub
    Textilelab(.)blogspot(.)com

    Writers Information:

    Md.Shahriar Sakib
    Department of Textile Engineering
    National Institute of Textile Engineering and Research-NITER

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed