Wednesday, January 15, 2025
Magazine
More
    HomeTechnical Textileসম্ভাবনাময়ী অ্যাগ্রো-টেক্সটাইল

    সম্ভাবনাময়ী অ্যাগ্রো-টেক্সটাইল

    ✍ শুরুতে জেনে নেওয়া যাক অ্যাগ্রো-টেক্সটাইল কি?

    ✅ অ্যাগ্রো-টেক্সটাইল বলতে ওভেন, নন-ওভেন এবং নিটেড ফেব্রিকের সে সকল কাপড়কে নির্দেশ করে যেগুলো প্রাণিসম্পদ সুরক্ষা, শেডিং, আগাছা ও পোকা নিয়ন্ত্রণ এবং ক্রমবর্মান মৌসুমের সম্প্রসারণসহ কৃষি প্রযুক্তি খাতের জন্য ব্যবহার করা হয়। ল্যান্ডস্কেপ গার্ডেনিং, অ্যানিমেল হাসবেন্ডারি, অ্যাকোয়াকালচার এবং অ্যাগ্রো-ইঞ্জিনিয়ারিং ইত্যাদির সমন্বয়ে গঠিত অ্যাগ্রোটেক সেক্টর। আর অ্যাগ্রোটেক সেক্টরে টেক্সটাইল উপকরণের প্রয়োগই অ্যাগ্রো-টেক্সটাইল।

    ✍ এবার জেনে নেওয়া যাক অ্যাগ্রো-টেক্সটাইলে যে সকল ফাইবার ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে –

    ✅ ম্যানমেড (সিন্থেটিক) ফাইবারগুলো তাদের উচ্চশক্তি, স্থায়িত্ব এবং কৃষি ক্ষেত্রের অন্যান্য উপযুক্ত বৈশিষ্ট্যের কারণে প্রাকৃতিক ফাইবারগুলোর তুলনায় কৃষি পণ্যের জন্য অধিক ব্যবহারযোগ্য হয়।

    কৃষি প্রযুক্তিতে ব্যবহারকৃত ফাইবারগুলো-

    🔹নাইলন
    🔹পলিএস্টার
    🔹পলিইথিলিন
    🔹পলিওলেফিন
    🔹পলিপ্রোপাইলিন
    🔹পাট
    🔹উল
    🔹নারিকেলের ছোবড়া
    🔹সিসাল
    🔹ফ্লাক্স
    🔹হেম্প

    ✍ অ্যাগ্রো-টেক্সটাইলের জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ-

    🔹প্রসারণ ক্ষমতা
    🔹সৌরবিকিরণ সহ্য ক্ষমতা
    🔹বায়োডিগ্রেডিবিলিটি
    🔹ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা
    🔹জল ধরে রাখার উচ্চক্ষমতা
    🔹সুরক্ষা বৈশিষ্ট্য
    🔹জীবাণু প্রতিরোধ ক্ষমতা
    🔹হালকা ওজন

    ✍ অ্যাগ্রো-টেক্সটাইলের সুবিধাসমূহ-

    🔹অ্যাগ্রো-টেক্সটাইল সার, জল, ক্ষতিকর কীটনাশক এবং ভেষজনাশকের প্রয়োজনীয়তা হ্রাস করে।
    🔹মাটি শুকিয়ে যাওয়া রোধ করে।
    🔹ফলন বৃদ্ধি করে।
    🔹তাপ সুরক্ষাকারী টেক্সটাইলগুলো অতিবেগুনীরশ্মি স্টাবলাইজার হিসাবে কাজ করে।
    🔹গ্রীনহাউসগুলো গরম করার জন্য ব্যবহৃত তাপশক্তির ৪০% পর্যন্ত শক্তি সঞ্চয় করতে পারে।
    🔹ফসলে দাগ রোধ করে এবং রঙের নির্দিষ্টতা রক্ষা করে।
    🔹জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করে।
    🔹গাছের শাখা ভাঙ্গা থেকে বিরত রাখে এবং ফসলের পরিষ্কার – পরিচ্ছন্নতা বাড়ায়।
    🔹ফসল তোলা সহজ করে এবং গুণগতমান নিশ্চিত করে।

    ✍ বিভিন্নক্ষেত্রে অ্যাগ্রো-টেক্সটাইলের প্রয়োগ –

    ️ফসল উৎপাদনের জন্য অ্যাগ্রো-টেক্সটাইলের প্রয়োগ –

    🔹সানস্ক্রিন নেট
    🔹বার্ড প্রটেকশন নেট
    🔹প্লান্ট নেট
    🔹গ্রাউন্ড প্রটেকশন নেট
    🔹রুটবল নেট
    🔹মালচ নেট
    🔹মনোফিল নেটস
    🔹কোল্ড অ্যান্ড ফ্রস্ট কন্ট্রোল ফেব্রিক্স
    🔹নেটস ফর কাভারিং প্যালেটস
    🔹ইনসেক্ট ম্যাশেস নেট
    🔹হারভেস্টিং নেট

    হর্টিকালচার ও ফ্লোরিকালচারে অ্যাগ্রো-টেক্সটাইলের প্রয়োগ –

    🔹হর্টিকালচার নেট
    🔹ফ্লোরিকালচার নেট
    🔹হেইল প্রটেকশন ফেব্রিক্স
    🔹মালচ নেট
    🔹রেইন প্রটেকশন ফেব্রিক্স
    🔹উইন্ড প্রটেকশন ফেব্রিক্স
    🔹ফিশিং নেট
    🔹অ্যাকোয়াকালচার নেট

    পরিশেষে বলা যায় যে, অ্যাগ্রোটেক সেক্টরে টেক্সটাইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা করা যায় একটি সম্ভাবনাময় খাত হিসাবে অদূর ভবিষ্যতে অ্যাগ্রো-টেক্সটাইল সেক্টরটি আরো উন্নতিসাধন করবে।

    তথ্যসূত্র- উইকিপিডিয়া, টেক্সটাইলমিডিয়া, ফাইবার2ফ্যাশান, টেকনিক্যালটেক্সটাইল ।

    লেখক:

    মোঃ মাহমুদুল ইসলাম
    ডিপার্টমেন্ট অব ফেব্রিক ইঞ্জিনিয়ারিং
    ১ম ব্যাচ
    ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed