Friday, January 3, 2025
Magazine
More
    HomeDyeingসিনজিং কি? কেন করা হয়?

    সিনজিং কি? কেন করা হয়?





    যে পদ্ধতিতে কাপড়ের পৃষ্ঠে অবস্থিত প্রজেক্টিং ফাইবার, হেয়ারি ফাইবার, আলগা সুতা ইত্যাদি পুড়িয়ে ফেলে কাপড় কে মসৃণ করা হয়, তাকে সিনজিং বলে।


    কাপড় কে মসৃণ ও উজ্জ্বলতার জন্য সিনজিং করা অবশ্যই প্রয়োজন। এটা ছাড়াও কাপড়ের পরবর্তী প্রক্রিয়া সহজ ও ক্রুটিমুক্ত করার জন্য সিনজিং করা আবশ্যক। সুন্দর ও সুক্ষ্ম ছাপার জন্য কাপড় সিনজিং করা হয়। নতুবা ছাপাকৃত কাপড় নিখুঁত হয় না। প্রয়োজনে কাপড়ের একপাশে অথবা উভয়পাশে সিনজিং করা হয়। সিনজিং করার মূল উদ্দেশ্য হচ্ছে আঁশ পোড়ানো।

    কটন আঁশের দ্বারা তৈরী কাপড়ের আশঁসমূহ বিভিন্ন ভাবে কাপড় থেকে বাইরের দিকে বের হয়ে থাকে। কাপড় সিনজিং করার জন্য বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। সাধারণত আগুনের ফুলকি থেকে রক্ষার জন্য মেশিন এর মধ্য দিয়ে কাপড় অতি দ্রুত চালনা করা হয় নতুবা আশেঁর সাথে সাথে কাপড় পড়ে যাবার সম্ভাবনা থাকে।
    সিনজিং মেশিন ৩ প্রকার:
    ১. গ্যাস সিনজিং মেশিন।
    ২. প্লেট সিনজিং মেশিন।
    ৩. রোটারি সিনজিং মেশিন।

    লেখা:
    আলিফ রহমান বিজয়
    শিক্ষার্থী, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বগুড়া










    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed