Sunday, December 22, 2024
Magazine
More
    HomeTechnical Textileসিরামিক যখন টেক্সটাইল ফাইবার রুপে।

    সিরামিক যখন টেক্সটাইল ফাইবার রুপে।

    সিরামিক বলতেই আমরা যা চিনি তা হল আমাদের নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র যেমনঃ ভাত খাওয়ার প্লেট,মগ,টি-সেট ইত্যাদি। আরও গভীর ভাবে ভাবলে মাথায় আসবে বাথরুমে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী যেমনঃ কমোড,বেসিন ইত্যাদির কথা বা আসবে ঘরের মেঝেতে ব্যবহৃত টাইলস এর কথা। কিন্তু আমরা হয়ত অনেকেই জানি না এই সিরামিক থেকে সিরামিক ফাইবারও উৎপাদন করা যায় যা একটি অত্যন্ত শক্তিশালী ফাইবার। শক্তিশালী হওয়ার পাশাপাশি এর আরো এমন কিছু গুনাগুন বিদ্যমান যা অনেক চমকপ্রদ।

    ইতিহাস:১৯৪২ সালে চার্লস ম্যাকমুলান নামক একজন বিজ্ঞানি অ্যালুমিনা-সিলিকা থেকে সিরামিক ফাইবার তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। সেই থেকেই সিরামিক ফাইবারের  পথ চলা শুরু। কিন্তু বাণিজ্যিক ভাবে সিরামিক ফাইবার ব্যবহার শুরু হয় ১৯৫০ সালের দিকে। তখন এগুলো ব্যবহৃত হত শুধু  শিল্পক্ষেত্রের  উচ্চ-তাপমাত্রাযুক্ত পণ্য ব্যবহারের জন্য। ১৯৯৯ সালে, মিঃ সান এবং তার ভাই প্রথম শ্রেণীর সিরামিক ফাইবার উৎপাদন কারখানা তৈরির লক্ষ্য নিয়ে জিবো মিন ইয়ে রিফ্র্যাক্টরি ফাইবার কোং লিমিটেড প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই পুরো বিশ্ব সিরামিক ফাইবার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে শুরু করে এবং এটি ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে।

    সিরামিক ফাইবার এর গাঠনিক বৈশিষ্ট্য:
    Fiber Diameter: ৩-৪.৫ মাইক্রনস 
    Young Modulas(Gpa):  ২০০
    Fiber Shrinkage (1800°F, 3h): <৩.৫%
    Working Temperature : ১৮০০-২৩০০ ডিগ্রী ফারেনহাইট
    Specific Heat (@2000°F): ০.২৭ Btu/lb °F
    pH Range: ২-১২
    সিরামিক ফাইবারে ব্যবহৃত রাসায়নিক উপাদান সমূহ:SiO2 : ৫০-৬০%
    Al2O3 : ৩০-৫০%
    Na2O-H2O : ০.১% 
    Fe2O3 : ০.০৪% 
    Leachable Chlorides : ১০ ppm 

    সিরামিক ফাইবার এর বৈশিষ্ট্য:
    ১/এই ফাইবার খুব শক্তিশালী।
    ২/ভর খুব কম। 
    ৩/নিম্ন তাপ পরিবাহি।
    ৪/নিম্ন তাপ সঞ্চয়ী।
    ৫/উচ্চ টেনসাইল শক্তি বিদ্যমান।
    ৬/তৈরিকৃত কাপড়ের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না।
    ৭/ফাইবার শুকানোর জন্য কোনো সময় প্রয়োজন হয় না।
    ৮/এর ফাইবার দ্বারা তৈরি কাপড় বৈদ্যুতিক শক প্রতিরোধী।
    ৯/শব্দ প্রতিরোধী ক্ষমতা বিদ্যমান।
    ১০/আগুনের সংস্পর্শে আসলে এই ফাইবারের কোনো ক্ষতি হয় না।
    ১১/এই ফাইবার থেকে কাপড় তৈরি করা খুবই সহজ।
    ১২/এই ফাইবারে কোনো অর্গানিক বাইন্ডার নেই।
    ১৩/কোনো অ্যাসবেস্টস নেই।
     ১৪/এই ফাইবার অনেকগুলো ক্ষয়কারী রাসায়নিক উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ।

    সিরামিক ফাইবার এর ব্যবহার:১/ অগ্নি নির্বাপনকারিদের ব্যবহারের জন্যে সিরামিক ফাইবার দ্বারা তৈরিকৃত কাপড় অত্যন্ত উপযোগি। 
    2/ এই সিরামিক ফাইবার দ্বারা খুবই উন্নত মানের কম্বল  তৈরি করা হয়।
    3/ এই ফাইবার অত্যন্ত শক্তিশালী হওয়ার ফলে এর দ্বারা  খুবই উন্নত মানের দড়ি উৎপাদন করা হয়।
    ৪/ তাছাড়া এই ফাইবার বৈদ্যুতিক শক প্রতিরোধী হওয়ার ফলে যারা বিভিন্ন বৈদ্যুতিক প্লান্টে কাজ করেন তাদের জন্যে এর দ্বারা তৈরিকৃত কাপড় খুবই উপযোগী। 
    ৫/এই ফাইবার দিয়ে খুবই উন্নত মানের কাগজ উৎপাদনে ব্যবহৃত হয়।
    ৬/ বুলেটপ্রুফ জ্যাকেট তৈরিতেও  এই সিরামিক ফাইবার ব্যবহৃত হয়।
    ৭/ সিরামিক ফাইবার বিভিন্ন স্থাপত্য কাঠামোর জন্য ব্যবহৃত হয়ে থাকে।
    ৮/ ঘর্ষণ প্রতিরোধী  প্যাকিং এর জন্যও সিরামিক ফাইবার দ্বারা তৈরিকৃত কাগজ ব্যবহার করা হয়।
    ৯/ স্পেসস্যুট তৈরির  জন্যও সিরামিক ফাইবার ব্যবহৃত হতে পারে।

    উৎপাদনকারি দেশসমূহ: ভৌগোলিকভাবে বিশ্বব্যাপী সিরামিক ফাইবার বাজারকে চারটি প্রধান অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
    ১/ উত্তর আমেরিকা: মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা ।
    ২/ইউরোপ: যুক্তরাজ্য , ফ্রান্স , জার্মানি , ইতালি এবং ইউরোপের বাকি দেশগুলো ।
    ৩/এশিয়া প্যাসিফিক :  চীন , জাপান , দক্ষিণ কোরিয়া , এবং এশিয়া প্যাসিফিকের বাকি দেশ গুলো। 
    ৪/বিশ্বের অন্যান্য দেশসমূহ।

     এশিয়া প্যাসিফিক অঞ্চল বর্তমানে এই বাজারের উপর আধিপত্য বিস্তার করে আছে। চীনের মতো দেশের উপস্থিতির কারণে ২০১৬ সালে সম্পূর্ণ পৃথিবীতে   উৎপাদিত সিরামিক ফাইবার থেকে আয়ের ৫৮.৪১% এই অঞ্চল থেকেই এসেছে। লুয়াং এনার্জি সেভিং মেটেরিয়ালস কোং লিমিটেড  নামক একটি চীনা কোম্পানি  এই অঞ্চলের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। চীন সরকারসহ জাপান এবং উত্তর কোরিয়া  সরকারের উৎসাহ এবং সহযোগিতার ফলে  এই কোম্পানিসহ আরো অনেক কোম্পানির যৌথ প্রচেষ্টায় এরা এশিয়া প্যাসিফিককে এই বাজারের নেতৃস্থানীয় করে তুলেছে ।

    সিরামিক ফাইবার উৎপাদনকারী কয়েকটি কোম্পানিঃ• 3M• Tianjin King gerul Business Company Ltd.• General Insulation Company.• Jibo Jucos Company Ltd.• Beijing North refractories Company Ltd.• Mineral Seal Corporation• Nutec Group SA de CV• IBIDEN• Hysealing Company Ltd.• Shengen Xiangu High Tech Company Ltd.

    সিরামিক ফাইবার একটি অত্যন্ত সম্ভাবনাময় ফাইবার। বিজ্ঞানিদের নিরলস প্রচেষ্টায় এটি দিন দিন আরও উন্নত হচ্ছে। এবং ধারণা করা যায় যত দিন যাবে এর ব্যবহার আরও বৃদ্ধি পাবে। তাছাড়া এটি একটি অত্যন্ত উন্নত মানের ফাইবার যার বিভিন্ন অবাক করা বৈশিষ্ট্য একে অন্যান্য কৃত্রিম ফাইবার থেকে  অনন্য করে তোলে।বাংলাদেশ সরকারের উচিত দেশে এই সিরামিক ফাইবারের বাজার সৃষ্টি  করে বিশ্ব-বাণিজ্যের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।

    Source:www.nutec.comwww.ceramicfiber.netwww.mordorintelligence.comwww.tandfonline.com
    Writer:Omar Saif
    Department of Textile Engineering(3rd Batch)
    Jashore University of Science and Technology

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed