Thursday, December 26, 2024
Magazine
More
    HomeTechnical Textileসুই ছাড়াই সেলাই

    সুই ছাড়াই সেলাই

    শুনতে খুব অবাক লাগছে তাই না, কিন্তু প্রযুক্তির কল্যানে আজ তা ও সম্ভব হয়ে দাড়িয়েছে।

    প্রযুক্তি যেখানে এগিয়ে যাচ্ছে দিনের পর দিন,সেখানে পিছিয়ে নেই আমাদের টেক্সটাইল শিল্পটিও।

    প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের টেক্সটাইল শিল্প।

    সেই টেক্সটাইল শিল্পে প্রতিনিয়তই আমরা পরিচিত হচ্ছি নতুন নতুন প্রযুক্তির সাথে, আর নতুনভাবে দেখা দিয়েছে নতুন নতুন প্রযুক্তি।

    তেমনি আমাদের টেক্সটাইল শিল্পে Needle।জি,আপনারা ঠিক ই ধরেছেন আমি সুই এর কথা বলছি।সুই শব্দটি কমবেশি আমাদের সকলের ই পরিচিত, এটি আমাদের টেক্সটাইল শিল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ।

    যেকোনো কাপড় কে একসাথে যুক্ত করতে আামাদের প্রয়োজন সেলাই করা, আর সেলাই করতে প্রয়োজন সুই। কিন্তু কেমন হবে যদি আমরা কোন কাপড়কে যুক্ত করতে পারি সেই সুই ব্যবহার করা ছাড়াই।

    ন্যানো টেক্সটাইল নিয়ে এসেছে এমনই একটি প্রযুক্তি যেখানে আমরা সুই ছাড়াই করতে পারবো সেলাই।

    ন্যানো টেক্সটাইল হল রাসায়নিক ব্যবহার করার একটি টেকসই বিকল্প যা কাপড়ে ফিনিশ সংযুক্ত করতে পারে।

    এই উদ্ভাবনী উপাদানটি ‘ক্যাভিটেশন’ নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাব্রিক ফিনিসকে সরাসরি ফ্যাব্রিকের মধ্যে সংযুক্ত করে।

    ন্যানো টেক্সটাইল প্রযুক্তিটি ব্যাকটেরিয়ারোধী এবং গন্ধরোধকারী ফিনিশ, বা পানি প্রতিরোধের মতো বিস্তৃত পণ্যগুলিতে ব্যবহার করা যেতে পারে।

    এই প্রক্রিয়াটি ভোক্তাদের এবং পরিবেশকে বিপজ্জনক রাসায়নিক থেকে রক্ষা করে।

    এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা সুই ব্যতীত সেলাই সম্পন্ন করতে পারি।

    এর ফলে আমাদের টেক্সটাইল শিল্পে এবং, টেক্সটাইল কারখানাগুলোতে সুই ব্যবহারের ফলে শ্রমিকদের যে দূর্ঘটনা ঘটার আশংকা থাকে, সেটা দিন দিন কমে আসবে।
    যেটা আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।

    দিনশেষে বলা যায় এটি আমাদের টেক্সটাইল শিল্পের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার।।

    তথ্যসূত্র :
    www.thecreativefolk.com
    www.fibre2fashion.com
    www.thecreativefolk.com

    Written By
    Atiqur Rahman
    ID:202903003
    Batch: 202
    Green University of Bangladesh
    E-mail: [email protected]

    Mymuna Akter
    ID:202903002
    Batch: 202
    Green University of Bangladesh
    E-mail:[email protected]

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed