Wednesday, December 25, 2024
Magazine
More
    HomeBusinessআজকে আমরা জানবো টেক্সটাইল সেক্টরের গুরুত্বপূর্ণ বিষয়

    আজকে আমরা জানবো টেক্সটাইল সেক্টরের গুরুত্বপূর্ণ বিষয়

    L/c সম্পর্কেেঃ
     আমরা আজকে জানবো.   🔰এলসি কি 
    🔰এলসির প্রকারভেদ 
     🔰এলসির কিছু গুরুত্বপূর্ণ বিষয়. । 

    এলসি কি (L/C):
     বিদেশ থেকে কোন পণ্য আমদানি রপ্তানি করতে চাইলে ব্যাংকের মাধ্যমে এলসি করতে হবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একমাত্র বৈধ  মাধ্যম এলসির(L/C) মাধ্যমে আমদানি কারীরা এক দেশ থেকে অন্য দেশে পণ্য আমদানি  করে থাকে 
     সাধারণত বিদেশ থেকে পণ্য আমদানি ও রপ্তানি করতে চাইলে ব্যাংকের  এলসি ব্যবহার করতে হয়।
     আমদানিকারক যখন বৈদেশিক পণ্য আমদানি করতে চায় তখন আমদানিকারককে পক্ষে তার ব্যাংক রপ্তানিকারকের পণ্যমূল্য পরিশোধের নিশ্চয়তার  ইস্তেহার করে থাকে। ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে এলসি খোলার সময় উক্ত এলসির  এর সম্পূর্ণ বা আংশিক অংশগ্রহণ করে পরবর্তীতে আমদানিকারক পন্য গ্রহনের সময় অবশিষ্ট  অংশ পরিশোধ করেন। ব্যাংক এরুপ এলসি খোলার সময় আমদানিকারক  থেকে কমিশন নিয়ে থাকে।
    L/C ( Letter  Of Credit) 
    যাকে ইতালিতে বলা হয়L/C ( Lettera di Credito).

     ✅✅ এলসি তে কিছু বিষয় উল্লেখ থাকে.(L/C) contain:

     যেমনঃ
    👉 পণ্যের বর্ণনা👉পরিমাণ👉 মূল্য 👉ডেলিভারি সময় ও 👉শর্তাবলী.

    ✅✅ এলসি এর প্রকারভেদঃ

    ⏩  Master L/C: 
     মাস্টার এলসি যাকে মৌল এলসি ও  বলা হয়। মাস্টার এলসি  মূলত বায়ার দিয়ে থাকে।  মূলত বায়ারের ব্যাংক আমাদের ব্যাংকে নিশ্চয়তা স্বরুপ  মাস্টার এলসি থাকে যেখানে বায়ারের সকল শর্ত গুলো উল্লেখ থাকে।
    ⏩  Back to Back L/C:(ব্যাক টু ব্যাক এলসি):  ব্যাক টু ব্যাক এলসিকে মাস্টার্স   এলসির শর্ট ফর্ম বলে থাকি ।  এটি আমাদের কাছে এটি ব্যাক-টু-ব্যাক এলসি কিন্তু সাপ্লাই এর কাছে এটি মাস্টার  এলসি।
    ⏩ At Sight L/C. ( এট সাইট এলসি):
     এটি আমাদের জন্য সবচেয়ে ভালো এবং সুবিধাজনক একটি কারণ আমরা গার্মেন্টস  শিপমেন্ট করার পর ডকুমেন্টস জমা দিলেই টাকা পেয়ে যাব।
    ⏩ Revocable L/C (রিভোকেবল এলসি):
     বাইয়ার ইচ্ছা করলে যেকোনো সময়ে কোন কিছু জিজ্ঞেস ছাড়াই টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ করতে পারবে এমনকি কিছু না জানিয়ে এলসি বাতিল করে দিতে পারবে। যা সাপ্লাইয়ারের জন্য মোটেও ভালো না এবং অনেক বেশি রিস্কি।
    ⏩ Irrevocable L/C(ইররিভোকেবল এলসিঃ)
      এই এলসিতে বাইয়ার কোন  কন্ডিশন চেঞ্জ করতে হলে উভয় পার্টির সম্মতি রাখবে এটাই এই এলসি এর মূল শর্ত।
     ⏩ Transferable (ট্রন্সফারএবল এলসিঃ)
    সম্পূর্ণ এলসি বা কিছু পরিমাণ অন্য কাউকে বা কারো কাছে ট্রান্সফার করা।
    ⏩ Confirmed L/C কনর্ফামড এলসিঃ এর মুল ত্বত্ত হল  দ্বিতীয় কোন পার্টি থেকে গ্যারান্টি পাওয়া যে ফাস্ট পার্টি যদি টাকা দিতে অপারগ হয় তবে অন্য পার্টি টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে। 
     ⏩ Unconfirmed L/C আন কনর্ফামড এলসিঃ
    এই এলসি হলো শুধুমাত্র  যে বাংক ওপেন করে সেই বাংক গ্রান্টেড হয় অন্য কোন ব্যাংক অথবা অন্য কেউ গ্রান্টেড হয় না।
    ⏩ Red clause L/C রেড ক্লোস এলসিঃ
     রুলস ও রেজুলেশনের বাইরে বায়র অনেক রকম সুযোগ সুবিধা দেয় সাধারণত রিলেশন ভালো হলেই এমন সুযোগ সুবিধা দিবে।
    ⏩ Deferred  L/C ডিফার্ড এলসিঃ
     এই এলসিতে বাইয়ার মালামাল বিক্রি করার পর টাকা পরিশোধ করবে পরবর্তীতে ডিসকাউন্ট দিতে পারে।

    ⏩ Restricted L/Cরেস্টিক্টেড এলসিঃ
     যেখানে নির্দিষ্ট  বাংক এর কথা বলা থাকবে আমরা চাইলেও অন্য কোন ব্যাংকে আমাদের এডভাইসরি বাংক হিসেবে ব্যবহার করতে পারব না।
    ⏩ Unrestricted L/C  আনরেস্টিক্টেড এলসিঃ
     যেকোনো ব্যাংকের মাধ্যমে আমরা ট্রাঞ্জেকশন  করতে পারবো।

    ⛳⛳
    🛡🛡 ইম্পরট্যান্ট ইনফরমেশনঃ
     এতক্ষণ আমরা বিভিন্ন প্রকার সাথে পরিচিত হয়েছি যার মধ্যে একটি ছিল (এট সাইট এলসি)( AT sight L/C)  : এটি মুলত  এলসি এর একটি  টার্মস।প্রোডাক্ট  শিপমেন্ট এর পর ইনভয়েস invoice+ প্যাকিং লিস্ট, বিল কপি ও  অন্যান্য ডকুমেন্ট বাংকে সাবমিট করার সাথে সাথে আমার অ্যাডভাইজিং ব্যাংকের পেমেন্ট দিয়ে দিবে, পরবর্তীতে আমার বাংক বাইয়ারের  ব্যাংকে ডকুমেন্টস পাঠাবে। ডডকুমেন্টস  এ কোন প্রব্লেম না থাকলে 5-6 দিনের মধ্যে টাকা আমাদের একাউন্টে জমা হবে। যদি কোন প্রবলেম থাকে তবে পেমেন্ট রিলিজ হতে সময় লাগবে।  আমার বাংক এক সপ্তাহ আমাকে সময় দিবে যে সময়ে কোন ইন্টারেস্ট নেবে না কিন্তু এক সপ্তাহ করলে ইন্টারেস্ট দিতে হবে। তাই মার্চেন্ডাইজারের উচিত একাউন্টে জমা না হবে ততক্ষণ বাইয়ার কে পুশ করা।
     আমাদের দেশে মূলত  At sight L/C এবং Back to back ব্যবহার সবচেয়ে বেশি প্রচলিত।

    📝Writer :  MD Sajal Hossain. 
    🏠From: Sheikh kamal Textile Engineering College. 
    🎖️Campus  ambassador  of TES.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed