ফিউজিবল ইন্টারলাইনিং এর প্রয়োজনীয়তা:
কাপড় থেকে পোশাক তৈরির ক্ষেত্রে বিভিন্ন অংশে ইন্টারলাইনিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বিশেষ করে জামার কলার কিংবা কোটের সম্মুখে সেলাই করে ইন্টারলাইনিং করলে কুঁচকে যেতে পারে এবং সিম পাকারের সৃষ্টিও হতে পারে।এ সকল অসুবিধা দূর করার জন্য সিউন ইন্টারলাইনিং এর বিকল্প হিসেবে ফিউজিবল ইন্টারলাইনিং ব্যবহার করা হয়।কাপড়ের উপর থার্মোপ্লাস্টিক রেজিনের হালকা প্রলেপ দিয়ে ফিউজিবল ইন্টারলাইনিং তৈরি করা যায়।
ফিউজিবল ইন্টারলাইনিং এর সুবিধা :
১.এই টেকনিকে ইন্টারলাইনিংকে মূল কাপড়ের সাথে জোড়া লাগানো বেশ সহজ।এর জন্য বিশেষ দক্ষতার লোকের প্রয়োজন হয় না বা বিশেষ ট্রেইনিং এর দরকার নেই।
২.এতে সময় কম লাগে।ফলে অল্প সময়ে অধিক উৎপাদন পাওয়া যায়।
৩.তৈরিকৃত পোশাক গুলোর আকৃতি,বাহ্যিক গুণাবলি ও গুণগত মানের সামন্ঞ্জস্য পাওয়া যায়।
৪.পর্যাপ্ত পরিমাণে বাজারে কিনতে পাওয়া যায়।
৫.দীর্ঘদিন ব্যাবহার করলেও সৌন্দর্য নষ্ট হয় না।
ফিউজিবল ইন্টারলাইনিং এর গুণাবলি :
বিভিন্ন প্রকার ইন্টারলাইনিং এ বিভিন্ন গুণাগুণ বিদ্যমান।কি ধরনের ইন্টারলাইনিং ব্যবহার করতে হবে তা নির্ভর করে পোশাকের কাপড়ের উপর,ফিউজিং মেশিনের ধরন,পোশাকের ব্যবহার ও রেজিনের ধর্মের উপর।যে কোনো ধরনের ফিউজিবল ইন্টারলাইনিং এর মধ্যে যে সকল বৈশিষ্ট্য ৎাকা আবশ্যক তা নিচে দেওয়া হলো:
১.যে তাপমাত্রায় ফিউজিং করা হবে ঐ তাপমাত্রায় পোশাকের কাপড় বা রং যেন নষ্ট না হয়।এর সর্বোচ্চ তাপমাত্রা ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেড এর উপরে হওয়া উচিত নয়।
২.ফিউজিং করার সর্বনিম্ন তাপমাত্রা এমন হতে হবে যাতে ব্যাবহারের সময় এর জোড়া খুলে না যায়।সর্বনিম্ন তাপমাত্রা ১১০ ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে হওয়া উচিত নয়।
৩.এর বন্ড ধোঁয়ার সময় কিংবা ড্রাই ক্লিনিং এর সময় ও নষ্ট না হয়।
৪.ইন্টারলাইনিং ফিউজ করে লাগানোর পর কাঙ্ক্ষিত দৃঢ়তা যাতে বজায় থাকে।
৫.ইন্টারলাইনিং এর ফলে যেন পোশাকে রঙের তারতম্য দেখা না যায়।
৬.ইন্টারলাইনিং ফিউজ করার সময় যেন স্বাস্থ্যের ক্ষতি না হয়।
লেখক:তানভির আহামেদ ফাহাদ
বুটেক্স।