ফিউজিং এর শর্তাবলী:
বিভিন্ন কৌশল অবলম্বন করে ফিউজিবল ইন্টারলাইনিংকে কাপড়ের সাথে সংযোজন করা যায়।যে পদ্ধতিতে ফিউজিবল ইন্টারলাইনিং কাপড়ের সাথে সংযোজন করা হোক না কেন,এর মান অবশ্যই ভালো হতে হবে।সঠিক গুণাগুণ ও ভালো চেহারার ফিউজিবল ইন্টারলাইনিং পেতে হলে এর কিছু শর্তাবলী পূরণ করা দরকার যা নিম্নে আলোচনা করা হলো:
১.সৌন্দর্য(appearance) :প্রথম শর্ত হলো ফিউজিবল ইন্টারলাইনিং ব্যবহার করে যে সমস্ত পোশাক প্রস্তুত করা হয় সেগুলো অবশ্যই সুন্দর হতে হবে।কোন প্রকার কাপড়ের জন্য কোন ধরনের ইন্টারলাইনিং ব্যবহার করতে হবে তা পূর্বেই নির্ধারণ করে নিতে হয়,এর ব্যতিক্রম ঘটলে আশানুরূপ সৌন্দর্য পাওয়া যাবে না।
২.শক্তি(strength):ফিউজিবল ইন্টারলাইনিং ও পোশাকের কাপড়ের মধ্যে রেজিন(আঠা জাতীয় বস্তু) বন্ডিং এর মাধ্যমে জোড়া লাগানো হয়।এ রেজিন বন্ডিং এর শক্তি এমন হতে হবে যেন পোশাক তৈরির সময়,ব্যবহারের সময় এবং পরিস্কার করার সময় পোশাকের কাপড় হতে ইন্টারলাইনিং যাতে খুলে না যায়।বন্ড খুলে গেলে সেসব স্থানে উঁচু নিচু দেখা যাবে।যার ফলে পোশাক দেখতে খারাপ লাগতে পারে।পর্যাপ্ত ফিউজ না হলে অথবা ইন্টারলাইনিং নির্ধারণে ভুল হলে এ সমস্যা দেখা দিতে পারে।
৩.সঠিক ফিউজিং(proper fusing):ফিউজিং এর সময় যাতে স্ট্রাইক ব্যাক বা স্ট্রাইক থ্রু না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।ফিউজিং করার সময় যদি তাপ বা চাপ বেশি হয় তবে গলিত রেজিন পোশাকের কাপড় ভেদ করে সামনে চলে আসে যাকে স্ট্রাইক থ্রু(strike through) বলে।রেজিন যদি ইন্টারলাইনিং এর কাপড় ভেদ করে নিচের দিকে চলে আসে,তাকে স্ট্রাইক ব্যাক(strike back) বলে।উভয়ই পোশাক ও ফিউজিং মেশিনের জন্য ক্ষতিকর বিধায় পরিহার করতে হবে।
৪.তাপে সংকোচন(thermal shrinkage):সাধারণত ১৫০-১৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফিউজিং করা হয় এবং কোনো কোনো কাপড় উক্ত তাপমাত্রায় সংকুচিত হতে পারে।ফিউজিং করার সময় তাপের কারনে কাপড় যাতে সংকুচিত না হয় সেটা খেয়াল রাখতে হবে।অন্যথায় পোশাক তৈরিতে সমস্যা সৃষ্টি হবে এবং পোশাকের কাঙ্ক্ষিত সাইজ ছোট হবে।
৫.কাপড়ের রং(fabric colour):ফিউজিং করার সময় তাপের কারণে যাতে রং এর পরিবর্তন না হয়ে যায় সেটি খেয়াল রাখতে হবে।যদি রং পরিবর্তন হয় তাহলে পরবর্তীতে শেড ম্যাচিং এর সমস্যার কারণে সেটি বাতিল হয়ে যায়।
এছাড়াও বাহ্যিক চেহারার সাদৃশ্য এনং বিশেষ গুণাবলির উপর লক্ষ রেখেও ফিউজিং করতে হবে।তা না হলে কাঙ্ক্ষিত পোশাকে বিভিন্ন তারতম্য দেখা দিতে পারে।
–তানভির আহামেদ ফাহাদ
বুটেক্স