Monday, January 20, 2025
Magazine
More
    HomeCareerইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে টিইএস এর সেমিনার

    ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে টিইএস এর সেমিনার

    জান্নাতুল ফেরদৌস পুতুল :

    দেশের স্বনামধন্য কয়েকজন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট ও ১২টি টেক্সটাইল কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থীদের অংশগ্রহনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটি কর্তৃক আয়োজিত Sharp Your Knowledge With Industrial Expert সেমিনারটি উত্তরার Apparels Institute of Fashion and Technology AIFT- Dhaka ক্যাম্পাসে গত ১ এপ্রিল ২০২২ শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে।

    অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটি এর ফাইন্ডার মোহাম্মদ রিফাতুর রহমান মিয়াজী এবং সিওও মোহাম্মদ মোর্শেদ আলী। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন চৈতি দেবনাথ

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শফিউর রহমান সাহেব কান্ট্রি ম্যানেজার, জি-স্টার র এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন কায়েস কাওসার, জিএম-অ্যাডমিন, এইচআর এবং কমপ্লায়েন্স জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড। এছাড়া ও উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির মেন্টর শওকত হোসেন সোহেল, চিফ ডিজাইনার ইউনিফিল কম্পোজিট ডাইং মিলস লিমিটেড।

    অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জি-স্টার র’ এর কান্ট্রি ম্যানেজার শফিউর রহমান বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল প্রেক্ষাপট এবং ডেনিম নিয়ে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যতের কথা তুলে ধরেন তার মূল্যবান বক্তব্যে।

    বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন কায়েস কাওসার স্যার জিএম-অ্যাডমিন, এইচআর এবং কমপ্লায়েন্স জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড। তিনি তার বক্তব্যের শুরুতেই সবার সাথে পরিচয় পর্ব শেষে তিনি বললেন আমাদের স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম । টেক্সটাইল ইন্ড্রাট্রিতে সফলতার সাথে কাজ করতে হলে দেশপ্রেম থাকতে হবে , দেশের প্রতি ভালোবাসা ও আবেগ থাকতে হবে । দেশের প্রতি ভালোবাসাই আমাদের টেক্সটাইল ইন্ড্রাট্রিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির উপদেষ্টা শওকত হোসেন সোহেল তার বক্তব্যে বলেন : টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির সাথে আমরা যেন সবসময় যুক্ত থাকি । টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটি এমন একটি প্লার্টফম যা আমাদের মধ্যে টেক্সটাইল বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে এবং টেক্সটাইল ইন্ড্রাট্রির বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা পেতে সাহায্য করবে।

    পর্যায়ক্রমে বক্তব্য দেন AIFT এর অধ্যক্ষ ইঞ্জি. মোঃ আরিফুল ইসলাম , ইপিলিয়ন গ্রুপের মার্কেটিং ও মার্চেন্ডাইজিং এর সহকারী ম্যানেজার বিশ্বাস জুবায়ের এনাম এবং পূর্বাণী গ্রুপের সিনিয়র মার্চেন্ডাইজার ফেরদৌস আহমেদ।

    বিশ্বাস জুবায়ের এনাম এবং ফারদৌস আহমেদ তাদের বক্তব্যে আলোচনা করেন যে মার্চেডাইজিং জব করার জন্য কি কি গুনাবলি থাকা দরকার , সিভি কিভাবে তৈরি করতে হবে , ইন্টারভিউতে কি কি প্রশ্ন থাকতে পারে ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ দিক -নির্দেশনা দেন।

    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটি এর বেস্ট পারফর্মারদের পুরস্কার ও অতিথিদের সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed