Thursday, November 21, 2024
Magazine
More
    HomeCampus Newsইন্ড্রাস্ট্রিয়াল এক্সর্পাটদের নিয়ে নিটারের অন্যরকম আয়োজন

    ইন্ড্রাস্ট্রিয়াল এক্সর্পাটদের নিয়ে নিটারের অন্যরকম আয়োজন

    নিজস্ব প্রতিবেদক।। নিটার।

    আগামী ৪ জুন, ২০২২ তারিখে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির (TES) তত্ত্বাবধানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল ক্যাম্ভাসের ইন্ড্রাস্ট্রিয়াল এক্সপার্টদের মিলনমেলা “Sharp your knowledge with industrial expert seminar. “

    অ্যাক্যাডেমিক পড়াশোনার সাথে ইন্ডাস্ট্রির প্র্যাকটিক্যাল জ্ঞান সমন্বয় করে স্কিলফুল ইঞ্জিনিয়ার করে তোলার লক্ষ্য নিয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
    শুধু এইবারের সেমিনারেই নিটারে প্রথমবারের মতো দেশের প্রতিষ্ঠিত কোম্পানি যমুনা গ্রুপের CMO (Chief Maketing Officer) সেশনে অংশ গ্রহন করতে যাচ্ছেন।
    পাশাপাশি আমান গ্রুপের সিস্টার কনসার্ন ( ইউনিফিল গ্রুপ) এর মার্কেটিং ও মার্চেন্টাইজিং এর জিএম,মাল্টিন্যাশনলান কোম্পানি M&S গ্রুপের মার্কেটিং এর বিজনেস ইউনিট ম্যানেজার, ইউনিফিল ডাইং কম্পোজিট এর চিফ ডিজাইনারদের মতো ব্যাক্তিরা একই সেমিনারে অংশ নিতে যাচ্ছেন।

    এক নজরে অতিথিদের সংক্ষিপ্ত পরিচয়ঃ

    1. Abdul Hakim
      Cheif Marketing Officer, Hoorain Hi-Tech Fabrics Ltd. (Jamuna Group)
    2. Himel Mahmud
      General Manager (Marketing & Merchandising)
      Aman Graphics & Design Ltd. (Unifill Group)
    3. Abdullah Al Mamun
      Business Unit Manager, Marks & Spencer (M&S).
    4. Shawkat Hossain Sohel
      Chief Designer, Unifill Composite Dyeing Mills Ltd.
    5. Md. Rifatur Rahman Miazee
      Founder, Textile Engineers Society
      Executive-AOP, Apex Holdings Ltd.

    অনুষ্ঠানটি নিটারের কনফারেন্স রুমে নির্দিষ্ট দিনে দুপুর ২টা হতে শুরু হবে এবং চলবে বিকাল ৫ টা পর্যন্ত। নিটারের সকল বর্ষের শিক্ষার্থীরা এই অনুষ্ঠান নিয়ে খুব আগ্রহী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed