Friday, November 15, 2024
Magazine
More
    HomeTechnologyউন্নয়নশীল রাষ্ট্রের অন্তরালে যারা দাড়িয়ে

    উন্নয়নশীল রাষ্ট্রের অন্তরালে যারা দাড়িয়ে

    খালেদুর রহমান সিয়াম, ৯ম ব্যাচ,নিটার

    আমরা কোথায় দাড়িয়ে আছি?
    অনেকেই চোঁখ বন্ধ করে বলে দেবে আমাদের পায়ের নিচে মাটি নেই….
    কিন্তু মাটি বলতে বক্তা কি বুঝালেন সেটা স্পষ্ট নয়,এখানে কবি নিরব..

    হ্যা, আমরা উন্নয়নশীল রাস্ট্রে পরিণত হচ্ছি,কিন্তু এই উন্নয়নের গল্পগুলোর যাত্রা কোথা হতে শুরু হয়েছে সেটা ভেবেছেন কি? নাকি সেগুলো শুধু ফাকা বুলি?
    উন্নয়ন বলতে কি আমরা রাস্তা-ঘাটের সংস্কার কিংবা বড় বড় ফ্লাইওভারকেই বুঝে থাকি? নাকি এগুলোর অন্তরালেও আরো কিছু আছে যেগুলো আমাদের উন্নয়নের অন্তরালে প্রধান ভূমিকা পালন করছে?

    মূল প্রসঙ্গে আসা যাক, সদ্য প্রকাশিত হয়েছে USGBC এর LEED সনদপ্রাপ্ত বিশ্বের সেরা দশটি কারখানার নাম।
    বিষয় দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশের ৬ টি প্রতিষ্ঠান সেরা দশের মধ্যে অবস্থান করছে। আচ্ছা, দুঃখজনক বলার কারন কি? প্রথমত বিষয়গুলোকে আমরা হরহামেশাই তুচ্ছতাচ্ছিল্য করেই যাচ্ছি।যেন কারোর নজরেই আসছেনা এগুলো। অথচ উন্নত সারির অধিকাংশ দেশের নামই পাওয়া যাচ্ছে না এই কাতারে। তাহলে আমাদের স্বার্থকতা কোথায়?
    উন্নয়নশীল দেশ হয়েও আমরা এই কাতারে জায়গা করে নিতে পেরেছি এটাই বড় কথা এবং বড় প্রাপ্তি। যাই হোক চলুন দেখে নেয়ে যাক বাংলাদেশের কোন কোন প্রতিষ্ঠান আছে এবং কত পয়েন্ট অর্জন করলো:

    বাংলাদেশের হয়ে প্রথম অবস্থানে আছেঃ

    #Rimi Holding Ltd, Points Achieve: 97
    #Plummy Fashion , Points Achieve:92
    #Mithela Textile Industries Ltd, Points Achieve:91
    #Vintage Denim Studio , Points Achieve:90
    #AR Jeans Producer Ltd, Points Achieve:90
    #Designer Fashion Ltd, Points Achieve: 89

    এবার ভেবে দেখুন, উন্নয়নশীল দেশের উন্নয়নের অন্তরালে ঢাকা পড়ে আছে কোন প্রতিষ্ঠানগুলো? আমাদের উচিৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা।



    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed