Wednesday, January 22, 2025
Magazine
More
    HomeTechnical Textileএগ্রো টেক্সটাইল নিয়ে পর্যালোচনা ( পর্ব-১)

    এগ্রো টেক্সটাইল নিয়ে পর্যালোচনা ( পর্ব-১)

    এগ্রো টেক্সটাইল কি??

    এগ্রো টেক্সটাইল হচ্ছে বিশেষ ধরনের টেক্সটাইল যা কৃষিকাজের জন্য তৈরি হয়। একসাথে চারটি সেক্টরকে জনপ্রিয়ভাবে “অ্যাগ্রোটেক” খাত হিসাবে ডাকা হয়
    ১) কৃষি
    ২) উদ্যান (হর্টিকালচার)
    ৩) বনজ (ফরেস্ট)
    ৪)৷ফিশিং

    কি কি উপাদান/বৈশিষ্ট্য থাকলে আমরা একে এগ্রো টেক্সটাইল বলতে পারিঃ

    —সৌর-বিকিরণের প্রতিরোধ।
    —অতিবেগুনী বিকিরণের প্রতিরোধের।
    — বায়োডেগ্র্যাডিবিলিটি।
    — জল ধরে রাখার উচ্চ সম্ভাবনা।
    — সুরক্ষা সম্পত্তি।

    কোন কোন ফাইবার এগ্রো টেক্সটাইল হিসেবে বিবেচিতঃ

    — নাইলন
    — পলিএস্টার
    — পলি-ইথিলিন
    — পলিপ্রোপাইলিন
    — জূট
    — উল

    এগ্রো টেক্সটাইল এর শ্রেণীবিভাগঃ

    দুইভাবে ভাগ করা যায়।যথাঃ

    ১)ফেব্রিক প্রোডাকশন এর উপর ভিত্তি করে

    ক)ওভেন
    খ)নন ওভেন
    গ)নিটেড

    ২) ব্যবহারের পরিধির উপর ভিত্তি করে

    ক) শস্য উৎপাদনের জন্য
    খ) উদ্যানতত্ত্ব , ফুল চাষ ও বনায়নের জন্য
    গ) পশুপালনের জন্য
    ঘ) কৃষি প্যাকেজিং সম্পর্কিত অ্যাপ্লিকেশনগুলির জন্য

    এগ্রো টেক্সটাইল এ ব্যবহৃত কাচামালঃ

    • ম্যান মেড ফাইবার

    – পলি-ইথিলিন, পলিপ্রোপাইলিন, পলিএস্টার নাইলন, সিনথেটিক পলিমার , মনোফিলামেন্ট ফাইবার ,মাল্টি-ফিলামেন্ট ফাইবার

    • ন্যাচারাল ফাইবার

    – কটন,জুট,উল

    কৃষি কার্যক্রমকে প্রভাবিত করার কারণগুলি:

    — সূর্যালোক – প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ
    — পানি
    — বাতাস, শিলাবৃষ্টি
    — আর্দ্রতা
    — পাখি, পোকামাকড়, আগাছার মতো বাহ্যিক কারণগুলি।ইত্যাদি

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed