ক্যাম্পাস প্রতিনিধি:কে.এম.ওলিউল্লাহ মনির
“বস্ত্রখাতে বিশ্বায়ন টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৪ ই ডিসেম্বর শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে জাতীয় বস্ত্র দিবস উদযাপিত হল। বেলা ১২ ঘটিকায় উক্ত ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এরপর ক্যাম্পাসের শহীদ মিনারের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হয়। উক্ত র্যালী ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মহিবুল ইসলাম, নুরুল ইসলাম নাহিদ (সহকারী অধ্যাপক), ফাহাদ মাহমুদ(প্রভাষক), ইয়াসমিন নাহার শিলা (প্রভাষক)সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
শিক্ষার্থীদের মাঝে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ বস্ত্র দিবস কে নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন এবং তিনি এই শিল্পকে সামনে নিয়ে যেতে হলে কিভাবে সকলের সচেতনতা বৃদ্ধি করা যায় এই বিষয়ে আলোচনা করেন ।
শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ফটো সেশনের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হয়।