সাগরময় সেনগুপ্ত, শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিবেদক :
গত ২৫.০৭.১৯ তারিখে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত হল প্রথম কোনো সেমিনার।উক্ত দিনে পুরো প্রোগ্রাম দুটি ভাগে বিভক্ত ছিল।প্রথম অংশ জাতীয় সংগীত, কোরান তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।তারপর আয়োজিত হয় সেমিনার উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল। এর পর পূর্বেই হওয়া কুইজ, ফটোগ্রাফি কন্টেস্ট এর সাথে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়।
এর মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে নিজেদের বক্তৃতা রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যারিয়ার ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও বক্তব্য দেন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মহোদয়। তারপর ছিল লাঞ্চ ব্রেক।
দ্বিতীয় অংশে আয়োজিত হয় সেমিনার। যেখানে বক্তব্য রাখেন টেক্সকো টেক গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার মামুন উর রশিদ স্যার ও টেক্সটাইল ফোকাস ম্যাগাজিন এর এডিটর এম এ ইসলাম রিয়াদ স্যার।এছাড়া তারা ছাত্রদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।সবশেষে ফটো সেশন ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।