Thursday, November 21, 2024
Magazine
More
    HomeTechnical Textileকফি গ্রাউন্ড ফাইবার । Coffee Ground Fiber

    কফি গ্রাউন্ড ফাইবার । Coffee Ground Fiber

    কখনো কি ভেবেছেন এই কফি থেকেও ফাইবার হয়?
    হ্যাঁ! কফি পান করে যেমন আমরা ক্লান্তি, ঘুম দূর করতে পারি তেমনই এই কফি থেকে ফাইবার ও তৈরী করতে পারি। কফি গ্রাউন্ড একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল যা ব্যবহার করে ফাইবার তৈরী করা হয়ে থাকে।


    টেক্সটাইল শিল্পে সব সময়ই নতুন উদ্ভাবনের মাধ্যমে নতুনত্বের ছোঁয়া থাকবে এটাই স্বাভাবিক।আদি কাল থেকেই এই শিল্পের বিকাশের লক্ষ্যে এবং নতুন সম্ভাবনার কথা মাথায় রেখেই কাজ করে যাচ্ছে বিশেষজ্ঞ ও বস্ত্র প্রকৌশলী দল।আবিষ্কার করে যাচ্ছে নতুন নতুন অনেক ফাইবার, এই ধারাবাহিকতা বজায় রাখতে তৈরি করা হচ্ছে পরিবেশবান্ধব অনেক ফাইবার।এমনি একটি ফাইবার হচ্ছে কফি গ্রাউন্ড ফাইবার, আজকে আমি আপনাদের কে এই কফি গ্রাউন্ড ফাইবার সম্পর্কেই কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব।


    কফি আমাদের জীবনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে গিয়েছে আমরা কফি এখন যেমন পান করছি তেমনি ভবিষ্যতেও করব।আর এই কফি পানের পর যে কফি গ্রাউন্ড আমরা ফেলে দেই সেই কফি গ্রাউন্ড কে কাচাঁমাল হিসেবে ব্যাবহার করে প্রস্তুত করা হচ্ছে পরিবেশবান্ধব ফাইবার।তাইওয়ানীয় টেক্সটাইল সংস্থা Singtex সর্বপ্রথম পোল-পেটেন্টযুক্ত কফি গ্রাউন্ডটিকে পলিমারের সাথে সংযুক্ত করে স্পিনিংয়ের মাধ্যমে সুতা তৈরির আগে মাস্টার ব্যাচ তৈরি করে।
    Starbucks এর মত নামি-দামি কফি বিক্রেতার কাছ থেকে ব্যবহৃত কফি গ্রাউন্ড সংগ্রহ করে সুতা তৈরি করা হয়।
    Signtex industry সর্বপ্রথম কফি গ্রাউন্ড ফাইবারগুলো দিয়ে কাপড় তৈরি শুরু করে।


    কফি গ্রাউন্ড ফাইবার এর প্রস্তুত প্রনালীঃ-
    ১). কফির অবশিষ্টাংশ বা কাঁচামাল পরিষ্কার:
    প্রথমত কফি বিন থেকে প্রাপ্ত বর্জ্য পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলা হয় এবং তারপরে শুকানো হয়, তখন গ্রাউন্ড পার্টিক্যাল এর সাইজ হয় ২০-১০০ মাইক্রন। তারপর গ্রাউন্ড মিক্সার গুলো ছাঁকা হয় এ থেকে আরো সুক্ষ্ম কণা পাওয়া যায়।
    ২). কফির ওয়েস্টেজ এবং প্রয়োজনীয় উপাদান থেকে জৈবিক উপাদান দূরীকরণ:
    কফি ওয়াস্টেজ থেকে জৈব উপাদান দূরীভূত করা একটি গুরত্বপূর্ণ ধাপ। এই ধাপে মিশ্রণ থেকে জৈব উপাদান দূর করতে ছাঁকাকৃত মিশ্রণ টি কিছু দ্রাবক এর মধ্যে দিয়ে চালিত করা হয়।
    উপরের ২ টি পদক্ষেপের মিশ্রণ কার্বনাইজেশন ব্যবহার করে সংগ্রহ এবং কার্বনযুক্ত করা হয়।
    ৩). পলিয়েস্টার চিপ এবং এই মিক্সারটির ব্লেন্ডিং করা হয় যাদের মিশ্রণ অনুপাত ১:৯. একটি মাস্টার ব্যাচ প্রস্তুত করতে এই মিশ্রণ টি করা হয়।
    এই মাস্টারব্যাচ তৈরির মাধ্যমেই সুতা প্রস্তুত করা হয়।


    কফি গ্রাউন্ড ফাইবার এর কিছু সুবিধা রয়েছে:
    • এই ফাইবার ১০০% বায়োডিগ্রেডেবল এবং পরিবেশবান্ধব।
    • ২০০% দ্রুত শুকানো ক্ষমতা।
    • UV প্রোটেক্টিভ
    • দুর্দান্ত প্রাকৃতিক Anti-odor গুন সম্পন্ন।
    কফি গ্রাউন্ড ফাইবারের ব্যবহারঃ-
    ইদানীং অনেক ক্ষেত্রে ফাইবারটি ব্যবহার করা হচ্ছে। যেমন:
    ★ শীতের পোশাক তৈরীতে।
    ★ টি-শার্ট তৈরীতে।
    ★ স্পোর্টস ওয়্যার তৈরীতে।
    ★ কার্পেট তৈরীতে।
    ★ চাদর তৈরীতে।
    ★ স্মোক ড্রেস তৈরীতে।
    ★ গৃহসজ্জার সামগ্রী হিসেবে।
    ★ দুর্গন্ধমুক্ত পোশাক তৈরীতে।
    এছাড়া কফি ফাইবার দিয়ে তৈরি ফ্যাব্রিক এ কোন রাসায়নিক ব্যবহার করা হয়না।
    উৎপাদন এবং পরিবহনের সময় অন্যান্য সুতায় যেমন ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হয় এটিতে হয়না।নতুন প্রোডাক্ট প্রস্তুতের সময় উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়না মূল কথা হচ্ছে বিভিন্ন প্রসেস এ কোন ক্ষতিকারক ক্যামিকেল ব্যবহার করা হয়না।

    New souce – Google.

    Adity Saha
    Ahsanullah University Of Science And Technology
    Batch:39

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed