Sunday, January 19, 2025
Magazine
More
    HomeCampus Newsকরোনায় থেমে নেই নিটারের শিক্ষাব্যবস্থা

    করোনায় থেমে নেই নিটারের শিক্ষাব্যবস্থা

    নিজস্ব প্রতিবেদক: ফৌজিয়া জাহান মিতা

    করোনায় থেমে নেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর শিক্ষা ব্যবস্থা। তারই ধারাবাহিকতায় নিটার কর্তৃপক্ষ প্রকাশ করলো ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বি.এসসি ইন ইন্জিনিয়ারিং এর ৫ টি ডিপার্টমেন্টের (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন এন্ড এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং,ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) ওরিয়েন্টেশন এবং নিয়মিত ক্লাস শুরুর সময়সূচি। পাঁচটি ডিপার্টমেন্টের ১ম বর্ষের ওরিয়েন্টেশন হবে ০১-০২-২০২২ইং তারিখ রোজ মঙ্গলবার “Zoom” অ্যাপ এর মাধ্যমে। ওরিয়েন্টেশন এর সময়সূচি এবং জুম লিংক শিক্ষার্থীদের প্রদত্ত নিজ নিজ ইমেইল এ প্রেরণ করা হইবে ওরিয়েন্টেশন এর পূর্বে।

    সেই সাথে,এম.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ ইন টেক্সটাইল এন্ড এ্যাপারেল ভ্যালুচেইন ২ টি ডিপার্টমেন্টে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের ওরিয়েন্টেশন হবে ০৪-০২-২০২২ইং তারিখ রোজ শুক্রবার “Zoom” অ্যাপ এর মাধ্যমে। সময়সূচি এবং জুম লিংক শিক্ষার্থীদের প্রদত্ত নিজ নিজ ইমেইল এ প্রেরণ করা হইবে।

    তাছাড়াও, বি.এসসি ইন ইন্জিনিয়ারিং এর প্রথম বর্ষের রুটিন অনুযায়ী ক্লাস শুরু হইবে ০২-০২-২০২২ ইং তারিখ রোজ বুধবার থেকে। ক্লাস লিংক শিক্ষার্থীদের ই-মেইলে প্রেরণ করবেন নিজ নিজ কোর্স কো-অর্ডিনেটর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed