আমার ক্যাম্পাস। আমার স্বপ্ন। প্রতিটি শিক্ষার্থীই চায়, তার ক্যাম্পাসটি হোক সুন্দর। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে আন্তরিক সম্পর্ক। শিক্ষার পরিবেশ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শৈল্পিকতাময় হোক ক্যাম্পাস। ক্যাম্পাসের ভাজে ভাজে জমে উঠুক স্মৃতির মিনার। আমার ক্যাম্পাসটি হোক সব চেয়ে আধুনিক।
তাই দেশের সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল “TextileEngineers.org” সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে ‘ক্যাম্পাস প্রতিনিধি’ নিয়োগ করবে।
আপনিও হতে পারেন আপনার ক্যাম্পাসের প্রতিনিধি।
আগামীর পৃথিবীটা তরুণরাই গড়বে। আমরা বিশ্বাস করি তরুণরাই পারে বিশ্বটাকে পরিবর্তন করতে। সামনে এগিয়ে নিতে। তাই মানুষের জানার চাহিদা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব তরুণদেরই। আপনার ক্যাম্পাসের শিক্ষা, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, উন্নয়ন-অগ্রগতি, অনিয়ম, দুর্নীতিসহ যাবতীয় কর্মকাণ্ড তুলে ধরবেন “TextileEngineers.org ” এর ক্যাম্পাস নিউজ ক্যাটাগরিতে। টেক্সটাইল সম্পর্কিত বিভিন্ন তথ্য, গবেষণা, একাডেমীক, ইন্ডাস্ট্রির বাস্তব সমস্যা ও বস্ত্রখাতের আপডেট নিন। সাথে আপনার যেকোনো অভিজ্ঞতা ও সমস্যা ও শেয়ার করেন আমাদের সাথে, তবে দেরী কেন? এখনই যোগাযোগ করুন।
প্রার্থীর যোগ্যতা
- প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ।
- ইন্টারনেট ব্যাবহার দক্ষ হতে হবে ও Facebook আইডি থাকতে হবে।
রেস্পন্সিবিলিটিঃ
১. টেক্সটাইলের আপডেট তথ্যগুলো নিয়ে নিউজ করতে হবে।
২. নিয়মিত টেক্সটাইল বিষয়ক নিউজ গুলি দেয়া লাগবে I
৩. রিভিউ টাইপের তথ্যগুলো দিয়ে নিউজ করতে পারবেন I
৪. ইন্সটিটিউশন সকল প্রোগ্রামের আপডেট দিতে হবে I
৫. লেখার সাথে নিজের নাম ব্যবহার করতে পারবেন I
৬. সপ্তাহে কমপক্ষে একটি নিউজ পাঠাতে হবে,না হলে এডমিনশিপ থেকে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে।
যদি মনে করেন উপরের শর্তগুলো পালন করতে পারবেন তাহলে ৩০০ শব্দের মধ্যে একটি লেখা পাঠাবেন আবেদন করার সময়
আগ্রহীগণ তাদের সকল তথ্য সহ বায়োডাটা সহ ইমেইল করুন (mail : [email protected] ) এবং অবশ্যই সাথে আপনার ফেসবুক একাউন্টের লিঙ্কটি যোগ করবেন।
প্রতিনিধিদের আইডি কার্ড ও নিয়োগ পত্র প্রদান করা হবে।
প্রয়োজনে : ফোন- +8801852929771
ধন্যবাদান্তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারস কর্তৃপক্ষ