Tuesday, January 21, 2025
Magazine
More
    HomeWashingগার্মেন্টস ওয়াশিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

    গার্মেন্টস ওয়াশিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

    রেডিমেট গার্মেন্টস সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের দক্ষতা প্রমাণের জন্য গার্মেন্টস ওয়াশিং নামক শাখাটি বিশাল সুযোগ হিসেবে স্থান করে আছে। গার্মেন্টস ওয়াশিং শাখাটি তে যারা নতুন হিসেবে কাজ করে তাদের প্রাথমিক অবস্থায় অনেক কিছু জানতে হয় যাতে করে তাদের চাকরির সুযোগ আরও দীর্ঘায়িত করতে সক্ষম হয়। তাহলে চলুন জেনে নেই গার্মেন্টস ওয়াশিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য!

    প্রথমে চলুন জেনে নেই গার্মেন্টস ওয়াশিং কী?

    সাধারণভাবে কোন কিছু ধৌতকরণকেই ওয়াশিং বুঝায়। টেক্সটাইলে ওয়াশিং বলতে যে প্রক্রিয়ার মাধ্যমে ফেব্রিক বা ইয়ার্ন থেকে যে অতিরিক্ত কেমিক্যালস এবং অপদ্রব্য দূর করা হয়, তাকে ওয়াশিং বলে। গার্মেন্টস ওয়াশিং সেক্টরে যারা নতুন হিসেবে যোগদান করেন তাদের কিছু বেসিক প্রশ্ন জানতে হয় , নিম্নে উওর সহ আলোচনা করা হলো।

    গার্মেন্টস ওয়াশিং এর ক্ষেত্রে ডি -সাইজ অথবা ডি -সাইজিং প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ কেন?

    ** ডি-সাইজ প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ কেন তুলে ধরা হলো:

    ১. সাইজিং ম্যাটেরিয়েলকে অপসারণ করা।
    ২. মাড় অপসারণ করা।
    ৩. পানি শোষন ক্ষমতা বৃদ্ধি করা।
    ৪. স্কাউরিং এবং ব্লিচিং এর সুবিধা।
    ৫. ফ্যাব্রিকের সাথে রাসায়নিক কেমিক্যাল এর আকর্ষণ বৃদ্ধি করা হয়।
    ৬. ডায়িং এবং প্রিন্টিং এর পর এর চাকচিক্য বৃদ্ধি।

    ** গার্মেন্টস ওয়াশিং এ এনজাইম প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ কেন তুলে ধরা হলো:

    ১. ফ্যাব্রিক থেকে অতিরিক্ত রঙ অপসারণ করা হয়।
    ২. কাঙ্ক্ষিত শেড অর্জন করা।
    ৩. কাঙ্ক্ষিত কালার গ্রেড অর্জন করা।
    ৪. গার্মেন্টস এর পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করা।

    ** এনজাইম প্রক্রিয়ায় যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় নিচে তুলে ধরা হলো:

    ১. যদি এনজাইম বেশি সময় ধরে কাজ করে তবে Seam বা সেলাইয়ের অংশ ক্ষতিগ্রস্থ হবে।
    ২. যদি এনজাইম এর পরিমান কম হয় তাহলে সময়ের প্রয়োজন হয় বেশি এবং পোশাক ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে।

    **ব্লিচিং প্রক্রিয়াটি গার্মেন্টস ওয়াশিং এ গুরুত্বপূর্ণ কেন; তা তুলে ধরা হলো:

    ১. গ্রে ফেব্রিকের যে ন্যাচারাল কালার থাকে সেটা অপসারণ করা।
    ২. পোশাক পরিষ্কার রাখা।
    ৩. পোশাক থেকে দাগ দূর করা।

    ** ব্লিচিং ধাপে যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় নিচে তুলে ধরা হলো:

    ১. ব্লিচিং এজেন্টের এর পরিমান বেশি হলে, গার্মেন্টস তার নিজের কাপড়ের রং দ্রুত হারায়।
    ২. ব্লিচ যুক্ত করার সময় যদি মেশিন রানিং ঠিক মত কাজ না করে তবে ফেব্রিকে ব্লিচ স্পট দেখা দেয়।
    ৩. যদি মেশিনে আরপিএম বেশি হয় তবে গার্মেন্টসের Color Shade অনেক বেশি হয়।

    ** গার্মেন্টস ওয়াশিং এ সাধারণত ড্রাই প্রসেসিং এ যে পদ্ধতি ব্যবহৃত হয় নিচে উল্লেখ করা হলো:

    1. Hand sand.
    2. Sand blasting.
    3. Whisker.
    4. Destroy.
    5. PP Spray.
    6. Tagging
    7. Grinding.
    8. Crinkle.
    9. 3D Crinkle.
    10. Heat pressing .
    11. PP rubbing.
    12. Resin Spray.
    13. Pocket marking.
    14. Seam marking.
    15. Centre crease.
    16. Pigment spray.
    17. Crimping.
    18. PP spot.
    19. Bleach spot.
    20. Resin spot etc.

    ** প্রধানত গার্মেন্টস ওয়াশিং এর ওয়েট প্রসেসিং এর যে পদ্ধতি প্রয়োগ করা হয় নিচে উল্লেখ করা হলো:

    1. Light wash.
    2. Rinse wash.
    3. Sand wash.
    4. Garments wash.
    5. Enzyme wash.
    6. Bleach wash.
    7. Enzyme bleach wash.
    8. Heavy enzyme+stone wash.
    9. Heavy enzyme+stone wash+bleach wash.
    10. Softner silicon wash.
    11. Acid wash.
    12. Tie wash.
    13. Towel wash.
    14. Crystal Wash.
    15. Rubber ball wash.

    **গার্মেন্টস ওয়াশিং এর সময় কিছু সমস্যার সম্মুখীন হতে হয় নিচে উল্লেখ করা হলো:

    ১. কাপড়ের স্ট্রেন্থ কখনও কমে যায়।
    ২.জিপার এর রঙ ক্ষারযুক্ত দ্রবণের কারণে পরিবর্তিত হয়ে যায়।
    ৩.ফ্যাব্রিকের ওজন কমে যায়।
    ৪. প্রসেসিং এর পর কাপড়ের ওজন বেশি হলে Crease Tendency পরিলক্ষিত হয়।

    ✒️ Writer information:

    Name: Aslam Ahmed
    Batch: 192
    Institution: Primeasia University
    Campus Core Team Member (TES)

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed