বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের Store, Warehouse, Inventory, Logistics & Supply Chain-এর সর্ব বৃহৎ প্লাটফর্ম SWILS এর ২য় কনভেনশন অনুষ্ঠিত হয় গত ১৬ ডিসেম্বর, ২০২১ইং রোজ বৃহস্পতিবার, সাভারের আশুলিয়ায় অবস্থিত প্রিয়াংকা শুটিং জোনে।
SWILS- সুইলস একটি অমুনাফাভোগী সংস্থা,যা বাংলাদেশের মানুষের বেকারত্ব দূরীকরণের পাশাপাশি কর্মীর ব্যক্তিগত ও পেশাগত আত্মউন্নয়নের জন্যে কাজ করছে।
সুইলসের বার্ষিক এই মিলনমেলায় গতবারের মতো এবারের উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের সম্মানিত জিএম, ডিজিএম, এজিএম, ম্যানেজার ও সুইলসের উপদেষ্ঠামন্ডলী, এডমিন, মডারেটর এবং সকল সদস্যগণ।
SWILS এর ২য় কনভেনশনে উপদেষ্ঠামন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন- সম্মানিত ডিজিএম জনাব রাজীব মহাজন , হেড অফ ওয়্যারহাউজ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ,হেড অফ স্টোর জনাব জসিম উদ্দিন, ডিজিএম জনাব আরিফ শতদল চয়ন, এজিএম জনাব মোঃ সানোয়ার হোসাইন , ডিজিএম জনাব সৈয়দ মুস্তাফিজুর রহমান , সি. জিএম জনাব শহিদুজ্জামান ,জিএম জনাব শহিদুল ইসলাম পলাশ সহ আরো অনেকে উপদেষ্ঠামন্ডলী।
এডমিন ও মডারেটর প্যানেলে মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ ফেরদৌস রহমান, শিশির দাস, মোঃ সেলিম, মোঃ তোফাজ্জল হোসেন, অন্তর ভট্টাচার্য্য, জিয়াউল রহমান (জিয়া), মোঃ আমিনুল হক, মোঃ বাইজিদ আলম, আমিনুল ইসলাম, মোঃ জাহিদ হোসাইন সহ আরো অনেকেই।
এক দিনব্যাপী আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পরিচিতি পর্ব, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা শেয়ার, মতবিনিময় এবং বিভিন্ন উত্তেজনাপূর্ণ গেম (যেমন-বস্তা দৌড় প্রতিযোগিতা, বালিশ বদল, নাচ-গান ইত্যাদি ) এছাড়াও টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের স্টোর বিভাগকে কেন্দ্র করে কর্ম ক্ষেত্রের সমসাময়িক বিষয়ের উপর নাটক অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে সহযোগী প্রতিষ্ঠাগুলো হিসেবে সুইলসের পাশে ছিলেন বেস্টটেক মেশিনারীস লিঃ, মাস্টার ইঞ্জিনিয়ারিং, আইএম থ্রেড, তাইওয়ান টি আর এস লিঃ, মিনমেক্স ও সাইন ইন্টারন্যাশনাল। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার।