Friday, November 22, 2024
Magazine
More
    HomeCottonজুট ও কটন ফাইবারের ত্রুটিসমূহ

    জুট ও কটন ফাইবারের ত্রুটিসমূহ

    আজকে এই আর্টিকেলটি পড়ে আমরা যা যা শিখতে পারবো।
    ¤ জুট ও কটন ফাইবারের ত্রুটিসমূহ
    ¤ ত্রুটিসমূহের কারণ।
    ¤ ত্রুটিসমূহের প্রতিকার।

    জুট ফাইবারের ত্রুটিসমূহ :

    ● গোরাময় পাট
    ● দাগি পাট
    ● আগাশুদ্ধ পাট
    ● কাস্টময় পাট
    ● মরা পাট
    ● কমজোর পাট
    ● শ্যাওলা যুক্ত পাট

    ¤ গোড়াময় পাট :
    কারণ : পচনের স্বল্পতা ।
    প্রতিকার : পাট আশঁ ভালোভাবে পচাতে হবে ।

    ¤ দাগী পাট :
    কারণ : ঠিকমতো পাট আশঁ জাক না দেওয়ার ফলে
    প্রতিকার : ভালোভাবে পাট আশঁ জাক দিতে হবে।

    ¤ আগাশুদ্ধ পাঠ :
    কারণ : জাকের সময় মাথা উপরে থাকলে। প্রতিকার : জাকের সময় সকল পাট যেন পানির নিচে থাকে সে ব্যবস্থা করতে হবে।

    ¤ কাস্টময় পাট :
    কারণ : পাট আশঁ পাটকাঠি থেকে আলাদা করার সময় ।
    প্রতিকার : পাট আশঁ যখন ছড়ানো হয় তখন সাবধান থাকতে হবে যেন পাটকাঠি না থেকে যায়।

    ¤ গেরোময় পাট
    কারণ : পোকামাকড়ের আক্রমণ এর ফলে। প্রতিকার : পোকামাকড় দ্বারা যেন আক্রান্ত না হয় তার ব্যবস্থা করতে হবে ।

    ¤ মরা পাট :
    কারণ : পচনের এর পরিমাণ বেশি হলে। প্রতিকার : সঠিক পরিমাণে পচাতে হবে।

    ¤ কমজোর পাট
    কারণ : ভেজা অবস্থায় গাইড বাধলে
    প্রতিকার : ভেজা অবস্থায় গাইড বাধা যাবে না

    ¤ শেওলা যুক্ত পাট :
    কারণ : জাক দেওয়ার সময় শেওলা যুক্ত হলে।
    প্রতিকার : পরিষ্কার পানিতে পাট আশঁ জাক দিতে হবে।

    কটন ফাইবারের দোষ-ত্রুটি সমূহ:
    ● ড্যাম্প কটন
    ● অপরিপক্ক আঁশ
    ● ডেড ফাইবার
    ● কেক ফর্মেশন
    ● ফলস মিলডিউ
    ● তুলার মরিচা দাগ
    ● পাউডারী
    ● লিন্ট রট
    ● সেলুলোজ ডিগ্রেডেশন

    ড্যাম্প কটন:
    কারণ : স্যাঁতসেতে, ভেজা বা ঠান্ডা আবহাওয়া। প্রতিকার : সাবধানতার সাথে বীজতুলা সংগ্রহ করতে হবে। অপরিপক্ক বীজ আলাদা করতে হবে।

    অপরিপক্ক আশঁ :
    কারণ : অনুর্বর মাটি, পোকামাকড়ের আক্রমণে।
    প্রতিকার : ভালো মাটি নির্বাচন করতে হবে, পোকামাকড় দমন করতে হবে।

    ডেড ফাইবার :
    কারণ : অপরিপক্ক গাছ ,পোকামাকড়ের আক্রমণে।
    প্রতিকার : গাছ যেন ভালো হয় তার ব্যবস্থা করতে হবে, পোকামাকড় দমন করতে হবে।

    কেক ফর্মেশন :
    কারণ : পোকামাকড়ের আক্রমণের জন্য তুলা আঁশের গুচ্ছ শক্ত হয়ে যাওয়া ।
    প্রতিকার : গাছ থেকে কটন বল আলাদা করার সময় ত্রুটি যুক্ত কটন বল আলাদা করে ফেলতে হবে।

    পেস্ট ফর্মেশন:
    কারণ : তুলা আঁশের মধ্যে গলিত সাদা অংশ পেস্ট আকারে পাওয়া যায় ।
    প্রতিকার : গাছ থেকে তুলা বীজ সংগ্রহের সময় আলাদা করতে হবে ।

    ফলস মিলডিউ :
    কারণ : এটি ফাংগাস আক্রমণের ফলে হয়ে থাকে।
    প্রতিকার : আবহাওয়া ভালো থাকলে ফলস মিলডিউ প্রতিরোধ করা যায়।

    তুলার মরিচা দাগ :
    কারণ : অত্যাধিক শুকনো আবহাওয়ায় অথবা বৃষ্টির পরে এই দাগ দেখা দেয়।
    প্রতিকার : আবহাওয়া ভালো থাকলে তুলার মরিচার দাগ প্রতিরোধ করা যায় ।

    পাউডারী :
    কারণ : নির্দিষ্ট সময়ের পর তুলা চাষ করলে। প্রতিকার: সঠিক সময়ে তুলা চাষ করতে হবে।

    লিন্ট রট:
    কারণ: আশঁ হলুদ বা বাদামী রং ধারণ করলে লিন্ট রট ত্রুটি দেখা দেয় ।
    প্রতিকার : ভেজা তুলা ফেলে রাখা যাবে না।

    সেলুলোজ ডিগ্রডেশন :
    কারণ : পোকামাকড়ের দংশনে ।
    প্রতিকার : পোকামাকড় দমন করতে হবে।

    Writer :
    Md. Robiul Alom
    3rd batch, WPE department
    Sheikh Kamal Textile Engineering College, Jhenaidah

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed