Thursday, November 21, 2024
Magazine
More
    HomeCampus Newsটাঙ্গাইলের 'বিটেক' এ হল-২ কর্তৃক বিদায় অনুষ্ঠান

    টাঙ্গাইলের ‘বিটেক’ এ হল-২ কর্তৃক বিদায় অনুষ্ঠান





    কাজী মুত্তাকিন হুসাইন, বিটেক প্রতিনিধি

    গত ২৭-০৬-১৯ তারিখে ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের দ্বারা ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।
    এ অনুষ্ঠান দুইটি পর্যায়ে বিভক্ত ছিল।
    প্রথম পর্যায়ঃ
    ১/ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গিতা পাঠ।
    ২/ বিদায়ী বক্তব্য।
    ৩/ ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান।
    ৪/ অতপর ডিনার।




    দ্বিতীয় পর্যায়ঃ(সাংস্কৃতিক)
    ১/ কবিতা আবৃতি।
    ২/ একক অভিনয়।
    ৩/ কৌতুক।
    ৪/ গান পরিবেশ
    ৫/ লটারী ড্র

    BTEC

    সর্বশেষ এবং বিশেষ আকর্ষণ ছিল প্রজেক্টরের মাধ্যমে স্লাইড সো।
    এ অনু্ষ্ঠান সকল বর্ষের সকল শিক্ষার্থী অংশ গ্রহন করেন এবং খুব অশান্তিপূর্ণ ও সুশৃংঙ্খলার সাথে অনুষ্ঠিত হয়।
    সেখানে উপস্থিত কতিপয় শিক্ষার্থীর মনোভাব তুলে ধরা হল।
    ৮ম ব্যাচ এর সাব্বির হোসেন বলেনঃ আজ যদিও কষ্টের দিন কিন্তু ছোট ভাইদের ভালবাসায় আজ আমি মুগ্ধ হয়ে সব ভুলে গিয়েছি। আজকের অনু্ষ্ঠান আমার খুব ভাল লেগেছে। পরবর্তীতে রি-ইউনিয়ন এর বিষয়ে উৎসাহিত করেছেন।




    ৮ম ব্যাচ এর নাসিমুল হাসান নাহিদ বলেছেনঃ আজকের এই প্রগ্রাম সারাজীবন স্বরণীয় হয়ে থাকবে। প্রগ্রামের সব কিছুই ভাল লেগেছে তবে মোটিভেট করার জন্য যদি এক্স-বিটেকিয়ান ইনভাইট করা হত তাহলে আরো বেশী ভাল হত বলে আমি মনে করি। তিনি আরও বলেছেন পরবর্তীতে অবশ্যই এই বিষয় টা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আমি আমার সর্বচ্চো চেষ্টা করব।




    ৯ম ব্যাচ এর শিমুল বিশ্বাস বলেছেনঃ আমাদের সকল পরিশ্রম স্বার্থক সব বড় ভাইকে পাশে পেয়ে। আশা করি সব সময় ছায়ার মত পাশে থাকবেন। আপনাদের স্থান আমাদের অন্তরে থাকবে সারাজীবন।
    সকলের উপস্থিতীতে খুব শান্তিপূর্ণভাবে ও মনোরম পরিবেশে সুসম্পন্ন হয়েছে।




    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed