Saturday, November 23, 2024
Magazine
More
    HomeCareerটেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির ওয়েবসাইট এর আর্টিকেল সমূহ পর্যালোচনা ভিত্তিক প্রশ্ন উত্তর...

    টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির ওয়েবসাইট এর আর্টিকেল সমূহ পর্যালোচনা ভিত্তিক প্রশ্ন উত্তর পর্ব। ★পর্ব- ৩


     # অ্যাসিটেট ফাইবার

    ১/অ্যাসিটেট ফাইবার সম্পর্কে জানতে হলে শুরুতেই কোনটি সম্পর্কে জানতে হবে?
    উ :সিন্থেটিক ফাইবার
    ২/অসংখ্য মনোমার থেকে পলিমার চেইন গঠনের মাধ্যমে কোন ফাইবার প্রস্তুত করা হয়?
    উ:সিন্থেটিক ফাইবার
    ৩/অ্যাসিটেট ফাইবার গঠনের প্রধান পদার্থ কোনটি?
    উ:সেলুলোজ অ্যাসিটেট
    ৪/অ্যাসিটেট ফাইবার গঠনের জন্য সেলুলোজ অ্যাসিটেট এ কী পরিমাণ হাইড্রোক্সেল গ্রুপ অ্যাসিটাইলেট যুক্ত হয়ে থাকে?
    উ:৯১%
    ৫/অ্যসিটেট ফাইবারের আরেক নাম কি?
    উ:ট্রাইসেটেট বা ট্রাইসেটেট সেলুলোজ
    ৬/সেকেন্ডারি অ্যাসিটেটে কত শতাংশ এসিটাইলেটেড সেলুলোজ গ্রুপ রয়েছে?
    উ:প্রায় ৭৬ শতাংশ
    ৭/ডায়াসেটেট ফাইবারকে আনুষ্ঠানিকভাবে কি বলা হয়?
    উ: অ্যাসিটেট
    ৮/অ্যাসিড কে নির্দিষ্ট এনজাইমের উপস্থিতিতে কিসের সাথে বিক্রিয়া করানো হলে  সেকেন্ডারি অ্যাসিটেট ট্রায়াসেটেট এ রূপান্তরিত হয়?
    উ:অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে
    ৯/অ্যাসিটেট ফাইবার অ্যাসিটেট সিল্ক ফাইবারের জৈব দ্রাবকে কোন দ্রবণ থেকে উদ্ভূত হয়?
    উ:সেলুলোজ অ্যাসিটেটের দ্রবণ থেকে
    ১০/অ্যাসিটেট ফাইবার গুলির আর্দ্রতা কত শতাংশ?
     উ:৪৫ শতাংশ
    ১১/ট্রাইসেটেট ফাইবার গুলির আর্দ্রতা কত শতাংশ?
    উ:২০ শতাংশ
    ১২/অ্যাসিটেট ফাইবার গুলির তাপধারণ ক্ষমতা কেমন?
    উ:তুলনামূলকভাবে কম
    ১৩/অ্যাসিটেট ফাইবারের মাধ্যমে প্রস্তুতকৃত পোশাকের অসুবিধা কী?
    উ:এটিতে বিদ্যুৎ প্রবাহের প্রবণতা রয়েছে
    ১৪/অ্যাসিটেট ফাইবার দিয়ে প্রস্তুতকৃত পোষাক কীভাবে আয়রন করতে হয়?
    উ:কিছুটা স্যাঁতসেঁতে মাধ্যমে রেখে
    ১৫/বিভিন্ন ধরনের নিটওয়্যার তৈরিতে উলের আংশিক বিকল্প হিসেবে কোন ফাইবার ব্যবহৃত হয়?
    উ:স্ট্যাপল অ্যাসিটেট ফাইবার

               #সৌর ফেব্রিক

    ১/অটোডিভাইস চার্জের জন্য সূর্যের রশ্মি থেকে কিসের মাধ্যমে ফেব্রিক এসে পড়ে?
    উ:ফটোভোল্টিক পেনেলের মাধ্যমে
    ২/সৌর ফেব্রিক দ্বারা প্রস্তুত পোশাক কেমন হয়ে থাকে?
    উ:ওয়াটারপ্রুফ,নমনীয়,আরামদায়ক ও আকর্ষণীয়
    ৩/সোলার ফেব্রিকের মাধ্যমে বৈদ্যুতিক ডিভাইস চার্জ হতে কেমন সময় লাগে?
    উ:দ্রুত চার্জ হয়
    ৪/সোলার ফেব্রিক প্রথম কোথায় আবিষ্কৃত হয়?
    উ:ডেনমার্কে
    ৫/ডেনমার্কের আলবার্গ বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষার্থী সোলার ফেব্রিক আবিষ্কার করেন?
    উ:চারজন
    ৬/গাড়ি চলার সময় ডিভাইস গুলো চার্জ দেয়ার জন্য গাড়ির সীটে রেখে দিলে কীসের মাধ্যমে চার্জ হয়?
    উ:পেনেলের মাধ্যমে

               #  দুধ থেকে পোশাক

    ১/ কিউ-মিল্ক কোম্পানীর সিইও কে ?
     =>আঙ্কে ডোমাস্কে।
    ২/ আঙ্কে ডোমাস্কে কোন ধরনের প্রোটিন থেকে ফাইবার তৈরির পদ্ধতি
         উদ্ভাবন করেছেন ?
    => দুধের প্রোটিন বা ল্যাক্টো প্রোটিন।
    ৩/ সর্বপ্রথম এই ফাইবারটি কোথায় আবিষ্কৃত করা হয় ?
    => যুক্তরাষ্ট্র ও ইটালি তে।
    ৪/ আঙ্কে ডোমাস্কের মতে, দুধের প্রোটিন ফাইবার থেকে তৈরী পোশাকে
         কি দুধের কোনো গন্ধ পাওয়া যাবে ?
    => না। উৎপন্ন পোশাকে কোনোরকম দুধের গন্ধ পাওয়া যাবে না।
    ৫/ আঙ্কে ডোমাস্কে কোন ধরনের দুধ থেকে টেক্সটাইল ফাইবার তৈরির
         পদ্ধতি আবিস্কার করেন ?
    => মানুষের ব্যাবহারের অনুপযোগী দুধ থেকে।
    ৬/ আঙ্কে ডোমাস্কে কোন বিষয়ে পড়াশোনা করেছেন ?
    => মাইক্রোবায়োলজি।
    ৭/ কতদিনের পরীক্ষানিরীক্ষার পর আঙ্কে ডোমাস্কে ও তার দল ফাইবারটির
         ফর্মুলা বের করেন ?
    => ১টি কিচেনে ৯মাস পরীক্ষানিরীক্ষা করার পর।
    ৮/ তাদের উদ্ভাবিত ফর্মুলাটা পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয় ?
    => অদ্রবণীয়।
    ৯/ দুধ টক হয়ে গেলে কি ঘটে ?
    => নিচে ছানার পানি জমে এবং উপরে জমা হয় দুধের প্রোটিন বা ল্যাক্টো-
         প্রোটিন।
    ১০/ দুধ থেকে উৎপাদিত ফাইবারের র’মেটেরিয়াল বা কাঁচামাল ধরা
          হয়েছে কোনটিকে
    => ল্যাক্টো প্রোটিন থেকে তৈরি প্রোটিন ফাইবার।
    ১১/ সেই প্রোটিন থেকে কিভাবে সুক্ষ্ম ফাইবার তৈরি করা হয় ?
    => প্রোটিনকে তালে পরিণত করে, সেই তালকে একটি নজেলের মধ্যে
         দিয়ে চেপে বের করা হয়। ফলে সুক্ষ্ম ফাইবার বেরিয়ে আসে।
    ১২/ ফাইবারের গঠন উপাদান কি ?
    => দুধ এর কেসিন প্রোটিন এর মিশ্রন।
    ১৩/ উৎপাদিত ফাইবারটির আদ্রতা শোষনের ক্ষমতা কেমন ?
    => উচ্চ আদ্রতা শোষনকারী।
    ১৪/ উৎপাদিত ফাইবারটির তাপধারণ ক্ষমতা কেমন ?
    => মধ্যম মানের।
    ১৫/ উৎপাদিত ফাইবারের প্রসারণ ক্ষমতা কেমন ?
    => মধ্যম ধরণের।
    ১৬/ ফাইবার ধুয়ার জন্য উপযোগী তাপমাত্রা কোনটি ?
    => গরম।
    ১৭/ এই ফাইবার কোন কোন ক্ষেত্রে ব্যাবহার উপযোগী ?
    => মোজা ও সকল ধরণের ব্যাক্তিগত পোশাক এর জন্য।

              #  মেলামাইন ফাইবার

    ১/ মেলামাইন ফাইবার কি ধরনের পলিমার ?
    => সিন্থেটিক পলিমার।
    ২/ কি কি কারণে মেলামাইন ফাইবার উচ্চ স্থায়িত্ব লাভ করে ?
    => ক্রস লিংকযুক্ত কাঠামো ও মেলামাইন রেজিনের কম তাপ পরিবাহিতা।
    ৩/ মেলামাইন ফাইবারের প্রসার্য শক্তি কেমন ?
    => উচ্চ প্রসার্য শক্তি বিশিষ্ট।
    ৪/ মেলামাইন ফাইবারের ওজন কেমন ?
    => হালকা।
    ৫/ মেলামাইন ফাইবারের শিখা প্রতিরোধী ক্ষমতা আছে নাকি নেই ?
    => আছে।
    ৬/ থার্মোপ্লাস্টিক পলিমার তৈরি হয় কিভাবে ?
    => মিথিলিন ও ডাইমিথিলিন ইথার এর সাথে মেলামাইন ইউনিট গুলোর
         ক্রস লিংক এর মাধ্যমে।
    ৭/ কোন প্রক্রিয়ায় মেলামাইনের মিথাইনল ডেরিভেটিভ গুলো একে
        অপরের সাথে বিক্রিয়া করে ?
    => পলিমারাইজেশন।
    ৮/ পলিমারাইজেশন প্রক্রিয়ায় মেলামাইনের মিথাইনল ডেরিভেটিভ গুলো
        একে অপরের সাথে বিক্রিয়া করে কি ধরনের কাঠামো গঠন করে ?
    => ত্রিমাত্রিক।
    ৯/ এই কাঠামোর মাধ্যমে উক্ত ফাইবারকি কি ক্ষমতা লাভ করে ?
    => তাপ স্থায়িত্ব, শিখা ও দ্রাবক প্রতিরোধ।
    ১০/ মেলামাইন ফাইবারের তাপ পরিবাহি ক্ষমতা কেমন ?
    => নিম্ন তাপ পরিবাহী।
    ১১/ মেলামাইন ফাইবারের স্থায়িত্ব কেমন ?
    => দীর্ঘস্থায়ী ক্ষমতাসম্পন্ন।
    ১২/ মেলামাইন ফাইবারের টেনাসিটি কত ?
    => ২গ্রাম/ডেনিয়ার।
    ১৩/ মেলামাইন ফাইবারের আপেক্ষিক গুরুত্ব কত ?
    => ১.৪।
    ১৪/ মেলামাইন ফাইবারের সর্বোচ্চ অপারেটিং তাপমাত্রা কত ?
    => ২০০° সেলসিয়াস।
    ১৫/ মেলামাইন ফাইবারের গড় ব্যাস কত ?
    => ১৫ মাইক্রোমিটার।
    ১৬/ মেলামাইন ফাইবারের টক্সিসিটি কেমন ?
    => টক্সিসিটি নেই।
    ১৭/ মেলামাইন ফাইবারের তাপমাত্রিক স্থায়িত্ব কেমন ?
    => উচ্চ তাপমাত্রিক স্থায়িত্ব বিশিষ্ট।
    ১৮/ মেলামাইন ফাইবারে কি কি ক্ষেত্রে ব্যাবহ্রত হয় ?
    => অগ্নিনির্বাপক পোশাক, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং উপকরণ, ফায়ার ব্লকিং
         ফেব্রিক্স, প্রতিরোধীমূলক পোশাক, শিখারোধী কাগজপত্র, গৃহসজ্জা
         উপকরণ তৈরি ইত্যাদি।

              # মিনারেল ফাইবার

    ১/ মিনারেল ফাইবার কি ?
    উঃ ফাব্ব্রেটিং হিট ইন্সুলেশনে ব্যাবহার উপযোগী একটি ফাইবার।
    ২/মিনারেল ফাইবারের ৩ টি উদাহারণ?
    উঃ অ্যাসবেসটস ,গ্রাফাইট, গ্লাস।
    ৩/ মিনারেল ফাইবারের আরেক নাম কি ?
    উঃ স্লাগ উল বা রক উল।
    ৪/ খনিজ উলের অন্তরণ  কয় ধরনের ও কি কি ?
    উঃ ২ ধরনের ,ক> কাচের উলের অন্তরণ
                          খ> পাথর উলের অন্তরণ
    ৫/ কাচ উল কি ?
    উঃ বালু বা পূর্ণ ব্যাবহার যোগ্য  গ্লাস, চুনাপাথর থেকে তৈরি উল।
    ৬/ কাচ উলে শতকরা কতভাগ অজৈব উপাদান থাকে ?
    উঃ ৯৫-৯৬%
    ৭/ পাথর উল কি ?
    উঃ ১৬০০” c তাপমাত্রায় গলিত একটি চুল্লি পণ্য যার মাধ্যমে বায়ু  প্রবাহে পরিনত হয়।
    ৮/ পাথর উলের প্রধান উপাদান কি ?
    উঃ অজৈব রক বা স্লাগ
    ৯/ পাথর উলের ব্যাস কত ?
    উঃ ২-৬ মাইক্রোমিটার
    ১০/ খনিজ উলের ছাঁচ কিসের বিরুদ্ধে কাজ করে ?
    উঃ ছত্রাক
    ১১/ খনিজ তন্তুর আরেক নাম কি ?
    উঃ ভারমিম প্রুফ
    ১২/ থারমা ফাইবার গুলো কত ইঞ্চি থেকে শুরু হয় ?
    উঃ ৩.৭-৪.২  ইঞ্চি
    ১৩/ খনিজ উলের ৩ টি বৈশিষ্ট  ?
    উঃ  বায়ু চলাচলে বাঁধা , শব্দ দূষণ প্রতিরোধ , আগুনের ঝুঁকি হ্রাস ।
    ১৪/ ২ টি খনিজ তন্তুর ব্যাবহার ?
    উঃ ক>ব্রেক  প্যাড , খ> প্লাস্টিক গুলোতে
    ১৫/ বাইন্ড আর ছাড়া যে ফাইবার উতপাদিত হয় তা কি হিসেবে ব্যাবহার হয় ?
    উঃ কাচা মাল

               #পাইনেপল ফাইবার

    ১/ আনারস এর বৈজ্ঞানিক নাম কি ?
    উঃ এনান্যাস  সেটাইভ্যাস
    ২/ এনান্যাস কোন ভাষা থেকে আগত ?
    উঃ পর্তুগীজ
    ৩/ এনান্যাস শব্দের অর্থ কি ?
    উঃ চমৎকার ফল
    ৪/ আনারস থেকে প্রাপ্ত ফাইবারের নাম কি ?
    উঃ  পিনা ফাইবার
    ৫/ পিনা ফাইবারের গাঠনিক পদার্থ গুলো কি কি ?
    উঃ আলফা সেলুলসিক, হেমি সেলুলসিক ও লিগ্নিন
    ৬/ সর্ব প্রথম কত সালে আনারস চাষ শুরু হয় ?
    উঃ ১৫৪৮ সালে ভারতের কেরালায়
    ৭/ বাংলাদেশে প্রথম আনারস চাষ শুরু হয় কত সালে ?
    উঃ ১৯৪২ সালে
    ৮/ বাংলাদেশের ৩ টি আনারস চাষাবাদ এলাকা কোনগুলো ?
    উঃ মধুপুর , মুক্তাগাছা , ফুলবাড়িয়া
    ৯/  পিনা ফাইবার উৎপাদনের প্রধান উৎস কি ?
    উঃ আনারসের পাতা
    ১০/ পিনা ফাইবার কে কয় ভাবে নিষ্কাশন করা হয় ? ও কি কি ?
    উঃ ২ ভাবে ।ক> ম্যানুয়ালি নিষ্কাশন
                       খ>  মেকানিক্যালই  নিষ্কাশন
    ১১/ ম্যানুয়ালি নিষ্কাশন পক্রিয়া কি ?
    উঃ আনারসের পাতা শুকিয়ে ,আঁচড়িয়ে সুতার গুটি তৈরি করা।
    ১২/ পিনা ফাইবারের ২ টি বৈশিষ্ট্য ?
    উঃ ক> অত্যন্ত নরম
         খ>  ধোওয়া র  প্রয়োজন ছাড়া  একটি পরিবেশ বান্ধব ফাইবার ।
    ১৩/ ফিলিপাইনে পিনা ফাইবার ব্যাবহার করে … কোন পোশাক বেশ জনপ্রিয় ?
    উঃ barong tagalog
    ১৪/ পিনা ফাইবার থেকে তৈরি কিছু উৎপাদ ন সামগ্রী ?
    উঃ হাতব্যাগ , কলম দানি , টিস্যু বক্স , বেনি টি ব্যাগ , ওয়াল মেট ইত্যাদি ।
    ১৫/ পিনা ফাইবার পরিবেশ বান্ধব হওয়ায় একে কি বলে ?
    উঃ সাসটেইনেবল ফাইবার

              #Sport Tech

    ১/শরীরকে সুস্থ রাখার জন্য কীসের গুরুত্ব অপরিসীম?
    উ:খেলাধূলা
    ২/আগামী প্রজন্মকে সুস্থ রাখতে কোনটির চর্চা অব্যাহত রাখতে হব?
    উ:খেলাধুলার চর্চা
    ৩/আন্তর্জাতিক ভাবে খেলাধুলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
    উ:২ ভাগে।যথাঃ
       ক)ইনডোর গেমস
       খ)আউটডোর গেমস
    ৪/চার দেয়ালবন্দী খেলাধুলাকে কী বলে?
    উ:ইনডোর গেমস
    ৫/ক্রীড়া শিল্পের বৃদ্ধির ফলে বিভিন্ন মেলায় কি ব্যবহার করা হয়েছে?
    উ:প্রযুক্তিগত টেক্সটাইল
    ৬/ক্রীড়া শিল্পে ব্যবহৃত বিল্পবী নতুন টেক্সটাইল গুলি কী নামে পরিচিত?
    উ:স্পোর্টটেক
    ৭/ স্পোর্টটেকের ওজন কেমন হয়ে থাকে?
    উ:হালকা
    ৮/ প্রযুক্তিগত টেক্সটাইলের অন্যতম শাখা কোনটি?
    উ:স্পোর্টস টেক্সটাইল
    ৯/কয়েকটি স্পোর্টসওয়্যার এর বাণিজ্যিক নাম উল্লেখ করো।
    উ:ক)Comax খ)Lumiace গ)Dryarn ঘ)Killat N ঙ)Dri-release চ)Field sensor ছ)Water magic জ)Triactor ঝ)sportwool
    ঞ)Entrant চ)Sypmpatex
    ছ) Gore-tex
    জ) Naiva ঝ)Hygra
    ১০/বাংলাদেশের কয়েকটি স্পোর্টসওয়্যার উৎপন্ন ও রপ্তানিকারক কোম্পানির নাম উল্লেখ করো।
    উ:ক)Orbital fashion wear খ)Vission Buying House Dhaka Ltd
    গ)Styles Adam and Eve ঘ)Progressive Appearel Ltd
    ঙ)Styles Adam and Eve
    চ) Progressive Apparels Ltd. ছ)Aborony Textile
    জ)Anu Apparel Fashion
    ঝ)TBH Fashion Tex
    ১১/স্পোর্টস টেক্সটাইলের ফেব্রিক গুলির একটি বিশেষ ক্ষমতা লিখ।
    উ:উচ্চ বৈদ্যুতিক পরিবাহিতা থাকে
    ১২/স্পোর্টস টেক্সটাইল  গুলি কেমন হওয়া উচিত?
    উ:যতটা সম্ভব হালকা হওয়া উচিত
    ১৩/স্পোর্টস টেক্সটাইলের কাপড় থেকে তৈরি পোশাকগুলি শরীরের স্বাচ্ছন্দ্যের জন্য কী বজায় রাখে?
    উ:স্বাভাবিক স্থিতীশীলতা
    ১৪/স্পোর্টস টেক্সটাইলগুলি কীভাবে ত্বককে সাহায্য করে?
    উ:ব্যাকটেরিয়ার স্বাভাবিক স্তর প্রদান করে
    ১৫/স্পোর্টস জুতাগুলির তৈরির জন্য কাপড়ের সাথে কি ব্যবহার করা হয়?
    উ:পলিয়েস্টার
    ১৬/স্পোর্টস নেটগুলি কী দিয়ে তৈরি করা হয়?
    উ:HDPE,PP,Nylon  সুতা দিয়ে

                    # সয়া ফাইবার

    ১/ মানব সভ্যতা কে সভ্য ভবে উপস্থাপন করার মৌলিক নিয়ামক গুলোর মধ্যে অন্যতম কোনটি?
    -পোশাক
    ২/ আদি মানবেরা কি পরিধান করতো?
    -গাছের বাকল
    ৩/ আধুনিক বিশ্বের মানবরা কিভাবে দৃষ্টিনন্দন পরিধেয় বস্তু বুনে?
    -গাছের বাকল থেকে তন্তু পৃথক করে
    ৪/ বস্ত্র শিল্পে বর্তমান গবেষনার যুগান্তকারী আবিষ্কার কোনটি?
    -সয়া ফাইবার
    ৫/ সয়া ফাইবার এর অপর নাম কি?
    -সয়াবিন ফাইবার
    ৬/ সয়াবিন এর উদ্ভব হয়েছিলো কোন দেশে?
    -চীনে
    ৭/ সয়াবিন কত বছর আগে উদ্ভব হয়েছিলো?
    -প্রায় পাঁচ হাজার বছর আগে
    ৮/ সর্বপ্রথম কত সালে সয়া বীজ থেকে তন্তু উৎপাদন শুরু হয়েছিলো?
    -১৯৩৯
    ৯/ প্রতি ১০০ কেজি সয়াবিন থেকে কত কেজি সয়া ফাইবার প্রস্তুত করা যায়?
    -৪০ কেজী
    ১০/ সয়া ফাইবার কোন পদ্ধতি দ্বারা প্রস্তুত করা হয়?
    -ওয়েট স্পিনিং পদ্ধতি
    ১১/ স্পিনিং প্রক্রিয়াটি কোন যন্ত্রের সাহায্যে স্পিনিং দ্রবনকে দ্রবীভূত করে?
    -স্পিনিয়ারেট
    ১২/ স্পিনেরেট গর্ত থেকে উদ্ভুত দ্রবনে সালফিউরিক এসিডের সাথে কত পার্সেন্ট সোডিয়াম সালফেট যুক্ত থাকে?
    -১৫%
    ১৩/ স্পিনেরেট গর্ত থেকে উদ্ভুত দ্রবনে সালফিউরিক এসিডের সাথে সোডিয়াম সালফেট যুক্ত করা হয় কেনো?
    -ডিহাইড্রেশনের জন্য
    ১৪/ ফিলামেন্ট গুলোকে শক্তিশালী করার জন্য কী করা হয়?
    -ডিহাইড্রেশন
    ১৫/ কোন ফাইবার খুব ভালো আদ্রতা শোষণ করতে পারে?
    -সয়া ফাইবার
    ১৬/ সয়া ফাইবার কোন ধরেনের হয়ে থাকে?
    -খুবই সুক্ষ
    ১৭/ সয়া ফাইবারের সাথে কী ব্যবহার করা হয়ে থাকে এবং কেনো ব্যবহার করা হয়?
    -সয়া ফাইবারের সাথে রেশম ব্যবহার করা হয়।
    কারণ, সয়া ফাইবার অনেকটা রেশমের মতো।
    তাই,পোশাকের গুন মান বাড়াতে সয়া ফাইবারের সাথে রেশম ব্যবহার করা হয়।
    ১৮/ তুলা থেকে আরামদায়ক কোন ফাইবার?
    -সয়া ফাইবার
    ১৯/ সয়াবিন এর সাথে কাশ্মীরা উল মিশ্রিত করে কী প্রস্তুত করা হয়?
    -ঐতিহ্যবাহী কাশ্মীরি সোয়েটার,শাল ইত্যাদি
    ২০/ সয়া ফাইবারের সাথে সিল্ক মিশ্রিত করে কী প্রস্তুত করা হয়?
    -ছেলেদের শার্ট,মেয়েদের শাড়ী,স্লিপওয়্যাল
    ২১/ সয়া ফাইবারের সাথে সিন্থেটিক ফাইবার মিশ্রিত করে কী প্রস্তুত করা হয়?
    -গ্রীষ্মের জন্য পোষাক, ছেলেদের শার্ট, র্স্পোটওয়্যাল ইত্যাদি প্রস্তুত করা হয়
    ২২/ সয়া ফাইবারের সাথে কি মিশ্রিত করলে ফেব্রিকস আরো স্থিতিস্থাপক হবে?
    -স্প্যানডেক্স  

    Nanjib Nawar Khan Nid,Department Of Textile Engineering,BUFTAbida Ferdousi,Department Of Textile Engineering,BUFTRiyad Haque Akash,Department Of Textile Engineering,BUFTSandeep Saha,Department Of Textile Engineering,BUFT

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed