BCS এ চান্স পাওয়া আর হাতে সোনার হরিণ পাওয়া যেন এক কথাই মনে করেন এক শ্রেণির মানুষ।
বাস্তবে এটা অনেকটা ঠিক ও বটে। বিভিন্ন ক্যাটাগরিতে BCS ক্যাডার থাকলেও নেই টেক্সটাইল এ কোন স্বতন্ত্র ক্যাডার।।
যেখানে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে আমাদের দেশের টেক্সটাইল সেক্টর।।
GDP,GNP, রেমিট্যান্স সহ সব বৈশ্বিক সূচকে উদ্ধগামী হবার পিছনেও টেক্সটাইল সেক্টর এর অবদানই সিংহভাগ।।
সব দিক বিবেচনায়, টেক্সটাইল এ BCS এখন সময়ে দাবী।।আশা করি যথাযথ কর্তৃপক্ষ খুব দ্রুত এই বিষয়ে যুগোপযোগী এবং কার্যকরী সিদ্ধান্ত নিবেন।।।
নিচে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলোঃ-
১.কোন দেশে ব্লু জিন্স নিষিদ্ধ?
উঃ- উওর কোরিয়াতে। এছাড়াও ক্ষমতায় আসার ৬ দিনের মাথায় হোয়াইট হাউসে জিন্স নিষিদ্ধ করেছিলেন জর্জ ডাব্লিউ বুশ।
২.পাট উৎপাদন এ শীর্ষ দেশ কোনটি
উঃ-ভারত
৩.পাট উৎপাদন এ শীর্ষ জেলা কোনটি?
উঃ-ফরিদপুর।
৪.IWTO means -?
Ans:-INTERNATIONAL WOOL TEXTILE ORGANISATION
৫.BGMEA কত সালে প্রতিষ্ঠীত হয়?
উঃ-১৯৮৩ সালে
৬.২০২১ সালে পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষমাত্রা কত নির্ধারন করা হয়েছে?
উঃ- ৫০ বিলিয়ন মার্কিন ডলার।
৭.প্রস্তাবিত গার্মেন্টস শিল্পপার্ক কোথায় স্থাপিত হবে?
উঃ-বাউশিয়া(মুন্সিগঞ্জ)
৮.সরকার করোনা কালীন সময়ে কত হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তৈরি পোশাক শিল্পের জন্য?
উঃ-৫০০০ কোটি টাকা
৯.বর্তমানে কতটি গ্রিণ ফ্যাক্টরি রয়েছে বাংলাদেশে?
উঃ-৮২ টি। ২২ টি প্লাটিনাম ক্যাটাগরির (উওর পরিবর্তনশীল)
১০.প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত কোন এলাকা?
উঃ- নরসিংদির মাধদী।
১১.ঢাকাই মসলিনের শেষ প্রদর্শনী কোথায় কত সালে অনুষ্ঠিত হয়?
উঃ- ১৮৫০ সালে, লন্ডন এ
১২. পাট, চিংড়ি, কাকড়া থেকে PPE উদ্ভাবন করেন কোন বিজ্ঞানী?
উঃ-ড.মোবারক হোসেন
১৩.সর্বশেষ কোন মেশিনটি যুক্ত হয়েছে টেক্সটাইল মেশিনারিজ সিরিজে?
উঃ- Tower Clean G2
company- Baldwin ( উওর পরিবর্তনশীল)
১৪. xEMU স্যুট পরিধান করে কত সালে প্রথম নভোচারী চাঁদে গমন করবেন?
উঃ- ২০২৪ সালে।
১৫.মাস্ক তৈরিতে কোন ধরনের ফেব্রিক ইউজ করা হয়?
উঃ- নন ওভেন, ব্রেডেড, ওভেন ফ্রেব্রিক।
Writer:
Md. Tanvir Hossain Sarker
Department of Textile Engineering
NITER
E-mail:-
[email protected]