📝 ওভেন ফেব্রিক মেনুফ্যাকচারিং এ Warp Yarn Preparation এর ৩য় ধাপ হচ্ছে Sizing. Yarn বা সুতার উপর এক্সট্রা Sizing Chemical এর Coating দেয়াকেই Sizing বলে, এই প্রসেস সাধারণত Warp Yarn এ এপ্লাই করা হয়ে থাকে। Weaving প্রসেস এর সময় ওয়ার্প ইয়ার্ন এর ক্ষয়-ক্ষতি এড়াতেই মূলত Sizing সম্পন্ন করা হয়।
📝 সাইজিং এর প্রয়োজনীয়তা:-
১) ঘর্ষণ থেকে সুতা রক্ষা করতে।
২) সুতার ব্রেকিং স্ট্রেন্থ উন্নত করতে।
৩) সুতার মসৃণতা বাড়ানোর জন্য।
৪) সুতার স্থিতিস্থাপকতা বাড়াতে।
৫) লোমশতা বা Hairiness কমাতে।
৬) স্থির বিদ্যুতের উৎপাদন হ্রাস করতে।
৭) উইভিং মেশিনের এফিশিয়েন্সি বৃদ্ধি করতে।
📝 Sizing ingredients বা উপাদানমূহ:-
1. Adhesive agent
2. Wetting agent
3. Weighting agent
4. Softner or lubricants
5. Hygroscopic agent
6. Tinting agent
7. Anti-mildew or antiseptic agent
8. Anti-foaming agent
✳️✳️ কিছু Sizing Recipe:-
1. Construction: (30×10)/(140×58)×61″
Yarn: 100% Cotton
Weave: 3/1 Twill
Total Ends: 8,100
Beam Space: 65″
Pick up: 13%
Dry Temperature: 150°c
Moisture Content: 6.5%
Tropica Starch: 85 kg
Binder (Tetra starch): 16 kg
PVA: 14 kg
Uni-Soft: 6 kg
Water: 550 Litres
2. Construction: (20×16)/(116×54)×61″
Yarn: 100% Cotton
Weave: Canvas
Total Ends: 6750
Beam Space: 65″
Pick up: 10%
Dry Temperature: 150°c
Moisture Content: 6.5%
Tropica Starch: 70 kg
Binder (Tetra Starch): 8 kg
Uni-Soft: 5kg
Water: 550 Litres
3. Construction: (7×6)/(72×45)×61″
Yarn: 100% Cotton
Weave: Cotton Denim Cross Hatch 13 75 Oz
Total Ends: 4370
Beam Space: 65″
Pick up: 8%
Dry Temperature: 150°c
Moisture Content: 6.5%
Tropica Starch: 30 kg
Binder (Tetra Starch): 9 kg
Uni-Soft: 6 kg
CMC: 2 kg
Water: 50o Litres
Sizing প্রসেস সম্পন্ন করার জন্য এসব উপাদান সমূহ হলো কাঁচামাল। দেশে গার্মেন্টস শিল্প ১৯৯০ এর আগে মোটামুটি প্রতিষ্ঠিত হলেও, Sizing Ingredients সমূহ এর মেনুফ্যাকচারিং শুরু হয় ১৯৯৫ এর পরে, গত কয়েকবছরে কিছু গুরুত্বপূর্ণ দেশে Ingredients এর ম্যানুফেকচারিং উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে এখনো বেশির ভাগ Ingredients বিদেশ থেকে আমদানি করতে হয়, দেশে তৈরি Ingredients গুলো শুধু দেশের উইভিং মিল গুলোতেই বিক্রয় করা হয়, ম্যানুফেকচারিং এর কাচামাল বিদেশ থেকে আমদানি করা হয় বলে মেনুফ্যাকচারিং খরচ অনেকটা বেশি,তাই এখনো Sizing Ingredients রপ্তানি শুরু হয় নি।
দেশে বর্তমানে Sizing এর জন্য দরকারি Starch এর প্রায় ১০%, Softener/Slippery Agent এর ২০-৩০%, Binder এর ৫০% ম্যানুফেকচারিং হয়।
দেশের বর্তমান কিছু Sizing ingredients manufacturer:-
1. Unique enterprise,
2. Unique solution,
3. BSM…etc.
সব এক্সপোর্ট এর উইভিং মিল এ বর্তমানে ট্র্যাডিশনাল লুম এর বদলে আধুনিক উইভিং মেশিন ব্যবহার করা হয় যেমন; Air-jet, Projectile, Water-jet…যা টেক্সটাইল জগতে নতুন মাত্রা যোগ করেছে। এসব মেশিনের r.p.m এবং বেগ, শাটল লুম এর চেয়ে বেশি, ইয়ার্ন গুলোর মধ্যে ফ্রিকশন বা ঘর্ষণও বেশি হয় এবং অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য শাটল লুম এর চেয়ে আলাদা হওয়ায় এসব মেশিনের জন্য Sizing Composition ভিন্ন হয়। আধুনিক মেশিন গুলোতে ব্যবহৃত কিছু সাইজিং ইনগ্রিডিয়েন্টস; Tetra size (Wetting Agents), Uni Soft (Softener), Tapioca Starch,…..
📝 কোনো নির্দিষ্ট ইয়ার্ন বা সুতার জন্য নির্দিষ্ট Sizing Recipe নেই। এটা Weaving Procedure এর কন্ডিশন এর উপর নির্ভর করে। মূলত ফেব্রিকের Construction ই Sizing Recipe নির্ধারণ করে।
📝 প্রাচীন আমল থেকেই তাঁতশিল্পে সাইজিং প্রসেস এর ব্যবহার হচ্ছে, সময়ের সাথে সাথে এই প্রক্রিয়া উন্নততর হচ্ছে। সামনের অত্যাধুনিক প্রযুক্তির টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও সাইজিং প্রসেসে বৈচিত্র্যময়তা আসার সম্ভবনা রয়েছে।
🚹 Writer information:
Abdullah Mehedi Dipto
Primeasia University
Campus Ambassador (TES)