Monday, January 20, 2025
Magazine
More
    HomeDyeingটেক্সটাইল রং এর প্রাথমিক ধারণা

    টেক্সটাইল রং এর প্রাথমিক ধারণা

    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ রং সম্পর্কে জানা অতীব জরুরী কেননা আমরা যেসব আকর্ষণীয় রঙের বস্ত্র দেখি বা ব্যবহার করি তার মূলে রয়েছে রং এর ব্যবহার। আমরা যারা ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ পড়ছি এবং ডাইং সেক্টর এ কাজ করতে হলে আমাদের রং সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে।

    প্রথমেই আমাদের জানতে হবে রং কি?

    রং হল রঞ্জক পদার্থ। আমাদের চোখের সামনে যা কিছু দেখি সব কিছুই এক একটি রঙ।

    রং প্রধানত দুই প্রকার। যথা :

    (ক) মৌলিক রং : যে রং ছাড়া কোন রং তৈরি করা যায় না তাকে মৌলিক রং বা প্রাথমিক রং বলে।

    মৌলিক রং তিনটি-নীল, লাল, হলুদ।

    (খ) যৌগিক রং : এক বা একাধিক রং মিলে যে নতুন রং তৈরি করে তাকে যৌগিক রং বলে । যেমন :

    লাল + হলুদ = কমলা,
    নীল + সাদা = আকাশি

    টেক্সটাইল কালার / রং কি ?

    সুতা, কাপড়, পোশাক তৈরিতে যে সমস্ত রং ব্যবহার করা হয় তাকে টেক্সটাইল কালার বা রং বলে।
    অর্থাৎ বস্ত্র শিল্পে যে রং ব্যবহার করা হয় তাকে টেক্সটাইল রং বলে।

    উৎসের উপর ভিত্তি করে রং দুই প্রকার :

    * প্রাকৃতিক রং: আদিকাল থেকে বস্ত্রশিল্পে রঙের ব্যবহার হয়ে আসছে । কৃত্রিম রঙ যখন আবিষ্কার হয়নি তখন উদ্ভিদ, প্রাণী ও ধাতব পদার্থ থেকে যেসব রং ব্যবহার করা হতো তাকে প্রাকৃতিক রং বলে।

    * কৃত্রিম রং: কৃত্রিম উপায়ে ল্যাবে যে রং তৈরি করা হয় সেগুলো কে কৃত্রিম রং বলে।

    কৃত্রিম রং কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে :

    ১. অম্ল বা এসিড ডাই: সুতা বা বস্ত্র রং করার জন্য বিভিন্ন রকম এসিড ব্যবহার করা হয় বলে তাকে এসিড ডাই বলে।

    ২. ক্ষার জাতীয় রং বা বেসিক ডাই : ক্ষার জাতীয় রং সুতি, লিনেন, রেশম ও পশম বস্ত্র রং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

    ৩. ডিরেক্ট রং বা প্রত্যক্ষ ডাই : সুতি বা লিনেন তন্তুুতে সরাসরি রং প্রয়োগ করা হয়।

    ৪. ন্যাপথল বা এজোডাই : সুতি বস্ত্রের পাকা রং করতে ব্যবহার করা হয়।

    ৫. ভ্যাট ডাই বা ভ্যাট রং: সুতি, লিনেন বস্ত্রে প্রয়োগ করা হয়।

    টেক্সটাইল রং এর ক্ষতিকারক প্রভাব:

    অনেক সময় বাজারের অসাধু ব্যবসায়ীরা টেক্সটাইল রং কে খাবারের রঙ হিসেবে ব্যবহার করে । যা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক হুমকিস্বরূপ । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফুড কালার হিসেবে কিছু রং অনুমোদন দিয়েছে। সেগুলো ব্যতীত টেক্সটাইল রং খাদ্যে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং সকলকে সচেতন করতে হবে এ ব্যাপারে।

    Information Collected From :

    Facebook, textile-aid, pintrest, wikipidea, just-style

    ✅Writer:
    Md. Robiul Alom
    Department of Wet Process Engineering,
    3rd Batch,
    Sheikh Kamal Textile Engineering College.

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed