Thursday, November 21, 2024
Magazine
More
    HomeWeavingট্যাপেট লুম ও এর কার্যপ্রণালী

    ট্যাপেট লুম ও এর কার্যপ্রণালী

    সভ্যতা উন্নতির সাথে সাথে উন্নত হচ্ছে সব কিছু। সেই পরিবর্তনের ছোয়ায় আদিম হ্যান্ড লুম থেকেই পরিবর্তীত হয়ে আজকের এই মর্ডান লুম আমাদের সামনে। সময়ের সাথে পাল্লা দিয়ে সব কিছু চেঞ্জ হলেও আতীত কখনো হারিয়ে যায় না, তা স্মৃতি হয়ে থাকে বর্তমানে।

    উইভিং মেশিনারিজ নিয়ে আমার সিরিজ পর্বের আজকে কথা,বলবো ট্যাপেট লুম নিয়ে।
    ট্যাপেড লুম হলো পাওয়ার লুম। এই লুমে ওয়েফ্ট ইয়ার্ন বা পাড়েন সুতা সাটল এর মাধ্যমে ইনসার্ট করা হয় তাই একে আমরা সাটল লুম ও বলতে পারি।
    মূলত ট্যাপেট লুমে যে ক্যাম (cam) ব্যবহার তাকে ট্যাপেট বলা হয়। ট্যাপেট হলো মূলত এক ধরনের ক্যাম, যায় মাধ্যমে লিভার এবং রড এর মাধ্যমে ঘূর্ণনয়মান গতি উৎপন্ন হয়।

    একটি ট্যাপেট লুমে নিম্নলিখিত পার্টস গুলো থাকেঃ-
    ১..উইভার্স বিম
    ২.ওয়ার্প থ্রেড
    ৩.বেক রেস্ট
    ৪. লিস রড
    ৫. সেড
    ৬.হিল্ডস
    ৭.রিড
    ৮.ফিল অব ক্লথ
    ৯. সাটেল
    ১০. ব্রেক রেস্ট
    ১১. ক্লথ টেক আপ রোলার
    ১২. টাগ বার
    ১৩. ক্লথ রোলার
    ১৪. টেপেট
    ১৫.টেডেল ফালক্রাম
    ১৬.রোলার টপ
    ১৭. স্লে সোর্ড
    ১৮.টপ সেফট
    ১৯.বটম সেফট

    ট্যাপেট লুমে সর্বউচ্চ ১৪ টি হিল্ড শেফট থাকতে পারে।

    ট্যাপেড গঠনের বিবেচ্য বিষয়ঃ-

    ১.কাপড় কোন ধরনের প্যার্টানে হবে তার উপর

    ২.টেপেট লিফটের উপর

    ৩. বটম শেফট এর কেন্দ্র হতে ট্রেডেল বাউলের নিকটতম স্পর্শের দূরত্ব।

    ৪.স্থিতিকাল

    ৫. ট্রেডেল বাউল এর ব্যাস।

    সাধারন ১/১ প্যার্টানের গ্রে ফেব্রিক তৈরিতে ট্যাপেট লুম বেশি ব্যবহৃত হয়।

    ★২ ধরনের ম্যাকানিজম কাজ করে ট্যাপেট লুমে।

    ১।নেগেটিভ ট্যাপেট শেডিং ম্যাকানিজমঃ
    হিল্ড শেফট এর রেইজিং অথবা লোয়ারিং যে কোন একটি একশন মেকানিজম এর মাধ্যমে হয়ে থাকে এবং অপর আরেকটি একশন আলাদা ডিভাইসের মাধ্যমে হয়ে থাকে।
    ট্যাপেটের ম্যাক্সিমাম পয়েন্ট যখন বোল এর কন্টাকে আসে তখন হিল্ড শেফট এর ডাউন হয় এবং ট্যাপেটের মিনিমাম পয়েন্ট যখন ট্যাডেল বোল এর কন্টাকে আসে তখন হিল্ড শেফট এর আপ হয়।

    ২।পজিটিভ ট্যাপেট শেডিং ম্যাকানিজমঃ-
    হিল্ড ফ্রেমের রাইজিং এবং লোয়ারিং উভয়টি ট্যাপেটের মাধ্যমে সম্পন্ন হয়,।হিল্ড ফ্রেমের সাথে অনেকগুলো লিংক এটাস্ট থাকে। আবার লিংক এর সাথে ট্যাপেট লিভার লাগানো থাকে। ট্যাপেড লিভারের সাথে একটা বাউল এটাস্ট রয়েছে এবং এর সাথে রয়েছে ক্যাম। ট্যাপেডের ঘূর্ণনয়ন হলে বোল ও ঘুরে যায়,মাধ্যমে ট্যাপেট লিভার মোশন বা গতি পায়। যায় পরিপ্রেক্ষিতে হিল্ড ফ্রেমের রেইজিং অথবা লোয়ারিং হয়।

    উল্লেখ্য লুমে যে কোন একটি ম্যাকানিজম কাজ কারবে। একসাথে ২ টি ম্যাকানিজম কাজ করবে না।

    ডবি এবং জ্যাকার্ডের তুলনায় এতে কাপড়ের ত্রুটি কম হয় বিধায় এটি অধিক ব্যবহৃত হয়।

    পরবর্তী ব্লগ এর জন্য সাথেই থাকুন।।। ধন্যবাদ।

    লেখকঃ
    মোঃ তানভীর হোসেন সরকার
    ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং(নিটার)
    e-mail: [email protected]

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed