Saturday, December 21, 2024
Magazine
More
    HomeGarments & Apparelট্রাউজার এর কঞ্জাম্পশন যেভাবে বের করবেন !!

    ট্রাউজার এর কঞ্জাম্পশন যেভাবে বের করবেন !!

    গার্মেন্টস ফ্যাক্টরিতে বহুলভাবে ট্রাউজারের কঞ্জাম্পশন ক্যালকুলেশন করা হয়। ট্রাউজার কঞ্জাম্পশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্যতম। এটির উপরই গ্যার্মেন্টস ফ্যাক্টরির লাভ বা ক্ষতি নির্ভর করবে।

    টেক্সটাইল সেক্টরে ফ্যাব্রিক কঞ্জাম্পশন ক্যালকুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু কম দামে, ট্রাউজার প্রোডিউসিং এর ক্ষেত্রে ফ্যাব্রিক কঞ্জাম্পশন; ফ্যাব্রিক ওয়েস্টেজ কমিয়ে ফ্যাব্রিকের দাম অর্থাৎ কঞ্জাম্পশন যর্থাথ নির্ভুলে ভূমিকা পালন করে। তাই অবশ্যই ফ্যাব্রিক কঞ্জাম্পশন সর্ম্পকে আমাদের জ্ঞান থাকা আবশ্যক।

    ফ্যাব্রিক কঞ্জাম্পশনের ক্ষেত্রে নিন্মোক্ত সূত্রটি ব্যবহৃত হয় – ধরি,

    * আউটসিম (ট্রাউজারের বাইরের দিকে ওয়েস্ট ব্যান্ড বা কোমর হতে একদম পায়ের শেষ বা হেম পর্যন্ত দৈর্ঘ্য), A = ৪২ ইঞ্চি

    * ইনসিম (ট্রাউজারের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড জিপারের যে পয়েন্টে মিলিত হয় বা ক্রচ পয়েন্ট হতে একদম পায়ের শেষ বা হেম পর্যন্ত দৈর্ঘ্য), B = ৩২ ইঞ্চি

    * ওয়েস্ট বা কোমর, C = ৩৬ ইঞ্চি

    * নিতম্ব (Hip), D = ৪০ ইঞ্চি

    * পায়ের তলা বা হেম এর লেন্থ, E = ২০ ইঞ্চি

    * ফ্যাব্রিকের প্রস্থ, F = ৫৭ ইঞ্চি

    এবার গাণিতিক সূত্রের সাহায্যে, একটি ট্রাউজারের কঞ্জাম্পশন গজে বের করি:

    সূত্র = [(A+২”+২”) X (D ÷৪+৩”) × ৪ ÷ C] ÷ F

    = [(৪২”+২”+২”) × (D÷৪+৩”) × ৪ ÷ ৩৬”] ÷ ৫৭”

    = [৪৬” × (৪০”÷৪+৩”) ×৪÷৩৬”] ÷৫৭”

    = [৪৬” ×১৩” ×৪÷৩৬”] ×৫৭”

    = ১.১৬৫ গজ

    = ১.১৬৫ গজ

    এখন ট্রাউজারের জিপার ফ্লাই পিস, পকেট ফেসিং, বেল্ট লুপের জন্য সাধারনত ০.০৫৮ গজ ফেব্রিক দরকার হলে;

    = ১.১৬৫ + ০.০৫৮

    = ১.২১

    = ১.২১ + ৫% (এক্সট্রা এলাউয়েন্স ৫%)

    = ১.২১ + ০.০৬০

    = ১.২৭০ গজ

    অর্থাৎ প্রতিটা ট্রাউজারের জন্য এইখানে ১.২৭০ গজ ফেব্রিকের দরকার পড়বে।

    গার্মেন্টস ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ট্রাউজার অন্যতম। নিটেড ফ্যাব্রিক সাধারণত ফ্লিস ফ্যাব্রিক বা সিংগেল জার্সি (বেশি জি.এস.এম এর ফেব্রিকের) এর মাধ্যমে তৈরি হয়। উভয় ফ্যাব্রিক এ কঞ্জাম্পশন ক্যালকুলেশন একই।

    Writer Information:

    Name: Murshada Prodhan
    Institute: Primeasia University
    Batch: 192
    Department: Textile Engineering

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed