✅ডাইং বলতে মূলত রঙ অথবা পিগমেন্টকে বোঝায় যখন তা টেক্সটাইল সামগ্রী তে ব্যাবহার করা হয় । রঙ অথবা পিগমেন্ট এর অবশ্যই পানিতে দ্রবীভূত হওয়ার সক্ষমতা থাকতে হয় । সব ধরণের টেক্সটাইল সামগ্রী তে একই ধরণের ডাই কিংবা একই ধরনের মেশিন ব্যবহার করা যায় না । টেক্সটাইল সামগ্রীর ভিন্নতা অনুসারে ডাই এর প্রকৃতি কিংবা মেশিন এর ভিন্নতা দেখা যায় ।
আজকে মূলত কি কি প্রক্রিয়ায় ডাই করা সম্ভব এবং কি কি মেশিন ব্যাবহৃত হয় তাদের নাম জানবোঃ
✅ডাইং এর প্রক্রিয়াসমূহঃ
১) Direct dyeing
২) Stock dyeing
৩) Top dyeing
৪) Yarn dyeing
৫) Piece dyeing
৬) Garment dyeing
৭) Dope dyeing etc.
✅ডাইং এ ব্যাবহৃত মেশিনসমূহঃ
১) Beem Dyeing Machine
২) Jet Dyeing Machine
৩) Fabric Dyeing Machine
৪) Indigo Dyeing Machine
৫) Dyeing Color Kitchen
৬) Jigger Dyeing Machine
৭) Padding Mangle
৮) Yarn Dyeing Machine
৯) Air Jet Flow
১০) Dyeing Machine Controller
Tanjidur Rahman Sakib
Department of Apparel Engineering
Sheikh kamal Textile Engineering College
Email: [email protected]
hi