বস্ত্র শিল্পের ডাইং এর গুরুত্ব অপরিসীম। ডাইং করা সম্ভব না হলে আমরা আকর্ষণীয় রঙের পোশাক দেখতে পারতাম না। ফেব্রিক ও সুতাকে সুন্দর আকর্ষণীয় রঙ করতে ডাইং এর উদ্ভব হয়েছে। সুন্দরভাবে ডাইং করার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়।
ডাইং কেমিক্যাল কী?
যে সকল রাসায়নিক পদার্থ ডাইং এর সময় ব্যবহার করা হয় এবং ফেব্রিক কে সুন্দর ও আকর্ষনীয় করে গড়ে তোলে তাকে ডাইং কেমিক্যাল বলে।
এখানে কিছু গুরুত্বপূর্ণ ডাইং কেমিক্যাল এর নাম এবং তাদের কাজ আলোচনা করা হলোঃ
🌕 পার-অক্সাইড:
👉 কাপড় বা ফেব্রিক এর মধ্যে থাকা ন্যাচারাল গ্রে কালার রিমুভ করে হোয়াইটনেস প্রদান করে।
👉 ফাইবারের পলিমারের কনজুগেট ডাবল বন্ডকে ভেঙ্গে সিঙ্গেল বন্ড তৈরি করে ক্রোমোফোরকে ধ্বংস করে।
🌕 পার অক্সাইড স্টেবিলাইজার :
👉 পার অক্সাইড এর বিক্রিয়া কে শক্তিশালী করতে ব্যবহার করা হয়।
👉 অক্সিডেশন বিক্রিয়ায় বাধা প্রদান করে অ্যালডিহাইড ও এসিড তৈরি হতে দেয় না।
কয়েকটি পারঅক্সাইড স্ট্যাবিলাইজারের নাম: Lavatex, Prestozen PL, Stabilol PL, Tinoclarito G-100, Stabilizer PSLT, kappazon H53, STAB, Tinoclarite CBB.
🌕 সোডা :
👉 রং বা ডাইস যাতে ফেব্রিকের গায়ে ভালোমতো ফিক্সড হয় সেজন্য ফিক্সিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়।
🌕 ডিটারজেন্ট:
👉 ফাইবারের গায়ে লেগে থাকা তেল, মোম, গ্রিজ ইত্যাদি দূর করার জন্য ডিটারজেন্ট ব্যবহার করা হয়।
🌕 ওয়েটিং এজেন্ট:
👉 ফেব্রিকের সারফেস টেনশন দূর করে।
👉 ফেব্রিকের ওয়েট কার্যক্ষমতা বাড়ায়।
কয়েকটি ওয়েটিং এজেন্ট এর নাম:Mercerol QWLF, Leophen MC
🌕 এন্টিক্রিজিং এজেন্ট:
👉 এটি লুব্রিকেশন টাইপ এর কেমিক্যাল ফেব্রিক টু মেশিন , ফেব্রিক টু ফেব্রিক ফ্রিকশন দূর করে। যার ফলে ফেব্রিকে ক্রিজ বা ভাজ পড়ে না।
কয়েকটি এন্টিক্রিজিং এজেন্টের এর নাম: Ciba fluid P, Ciba fluid C, Primasol Winch.
🌕 সিকুস্টারিং বা ক্যালেটিং এজেন্ট:
👉 পানির হার্ডনেশ দূর করে,
👉 পানিকে সফট করে।
👉 পানির মধ্যে থাকা মেটাল আয়ন রিমুভ করে
কয়েকটি সিকুস্টারিং বা ক্যালেটিং এজেন্ট এজেন্টের নাম: Ladiqueast 1097, Dekol SM, Sirrix AKLiq, Resotext 600S, Heptol-EMG, Heptol-DBL.
🌕 এন্টিফোমিং এজেন্ট:
👉 ডাই বাথে ফোম তৈরি হতে বাধা প্রদান করে।
কয়েকটি এন্টিফোমিং এজেন্ট এর নাম :Jintex TPA, AV-NO, VO, Cibaflow-JET.
🌕 সোপিং এজেন্ট বা রিডাকশন এজেন্ট:
👉 ফেব্রিকের গায়ে লেগে থাকা অতিরিক্ত রং দূর করার জন্য সোপিং এজেন্ট ব্যবহার করা হয়। কয়েকটি সোপিং এজেন্ট হল:Ciabpo RLiq, Sandopour RSK
🌕 হাইড্রোজ বা রিডিউসিং এজেন্ট :
👉 স্ট্রিপিং এর সময় ফেব্রিকের গা থেকে রং তুলতে ব্যবহার করা হয়।
🌕 সফটনার:
👉 ফেব্রিকের লাসচার বা উজ্জ্বলতা বাড়াতে এবং ফেব্রিক সফট করতে ব্যাবহার করা হয়। কয়েকটি সফটনার হলো: Cetasaft CS, Resomine Supper, Acelon, Resosoft –XCL, Silicon (For Finishing).
🌕 লেভেলিং এজেন্ট বা ডাই রিটেন্ডারিং এজেন্ট:
👉 ডাইস কেমিক্যালগুলো ফেব্রিকের মধ্যে সমানভাবে যেন ডিস্ট্রিবিউশন হয় অর্থাৎ মসৃণ হয় তার জন্য ব্যবহার করা হয়। লেভেলিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়: Baso Winch PEL, Osimol ROL, Uniperol EL, Prote-Gel DP505, Levelex-P, Jinleve leve-RSPL, Serabid- MIP, Dyapol XLF, Lubovin-RG-BD.
🌕 এনজাইম :
👉 ফেব্রিকের হেয়ারিনেস বা লোমশ ভাব দূর করতে ও সফট করতে ব্যবহার করা হয়।
কয়েকটি এনজাইম হলো:Tinozyme 44L, Rzyme 1000, Avozyme CL PLUS, Enzyme-B50.
🌕 লবন বা গ্লুবার সল্টঃ
👉 ইলেকট্রোলাইট অর্থাৎ সেলুলোজিক ফাইবারের সারফেসে নেগেটিভ চার্জ় নিউট্রাল করে যার ফলে রং ফাইবার সারফেসে এট্রাক্ট হয়।
🌕বাফারিং এজেন্ট:
☀ এসিটিক এসিড: এসিডিক মিডিয়াম সৃষ্টি করতে এসিটিক এসিড ব্যবহার হয় ৷ কারণ এনজাইম সাধারণত এসিডিক মিডায়ামে কাজ করে।
👉 ক্ষারকীয় অবস্থা দূর করে, pH নিয়ন্ত্রণ করে ফেব্রিককে নিউট্রাল করে।
☀ সোডিয়াম এসিটেট: পলিস্টার ডাইং এর সময় PH যেন স্থির অথবা কন্ট্রোল থাকে তার জন্য ব্যবহার করা হয়।
🌕 হাইড্রোজ রিমুভার :
👉 ডাইং এ ব্যবহৃত হাইড্রোজের কর্মক্ষমতা দুর্বল ও দূর করতে ব্যবহার করা হয়।
🌕 অয়েল রিমুভার:
👉 ফেব্রিকের গায়ে লেগে থাকা তৈলাক্ত ভাব দুর করার জন্য ব্যবহার করা হয়।
🌕 ফিক্সিং এজেন্ট: কালার ফিক্স করার জন্য ব্যবহার করা হয়। কয়েকটি ফিক্সিং এজেন্টের নাম:Sandofix EC, Tinofix-ECO, Protefix-DPE-568, Jinfix –SR, Optifix-EC.
🌕 O.B.A: অপটিক্যাল ব্রাইটেনার ফেব্রিকের উজ্জ্বলতা বাড়ায়। অপটিক্যাল ব্রাইটেনার গুলা হল:Uvitex BBT, Uvitex CI
DN, Uvitex BHV,
🌕 এপ্রিটন:
👉 কাপড় কে হার্ড করতে ব্যবহার করা হয়। এটি ক্যালসিয়াম অক্সাইড জাতীয় কেমিক্যাল।
🌕 PVA গাম:
👉 পলি ভিইনাইল এলকোহল ফেব্রিক কে হার্ড করে।
🌕 এলজিনেট গাম :
👉 এটি ন্যাচারাল গাম, যা লিকার সলিউশন এর ভিসকোসিটি বাড়াতে সাহায্য করে।
🌕 ডিস্পারসিং এজেন্ট:
👉 পলিস্টার ফেব্রিক লেভেলিং করার জন্য অর্থাৎ ডাইস গুলা যাতে সমানভাবে প্রবেশ করে সেজন্য ব্যবহার করা হয়।
🌕 লুব্রিকেন্ট:
👉 লুব্রিকেন্ট টেক্সটাইল ম্যাটেরিয়াল এর ভেতরের স্ট্যাটিক ইলেক্ট্রিসিটি দূর করে।
🌕 প্রোটনিক ক্যামিকেল :
👉 ফেব্রিকের লাইন মার্ক দূর করে।
🌕 বায়ো-স্কাওরিং ক্যামিকেল :
👉 স্কাওরিং, ব্লিচিং, এনজাইম একসাথে ট্রিটমেন্ট এর জন্য ব্যবহার করা হয়।
স্কাওয়ারিং কেমিক্যালের নাম হল:Jintex-GD, Felosan RGN, Jintex-GS
Information Source : google
Writer:
MD. ROBIUL ALOM
Wet Process Engineering, 3rd batch
Sheikh Kamal Textile Engineering College, Jhenaidah