“দআমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে স্বার্থক শিল্পের নাম পোশাকশিল্প। আর এই শিল্পের কল্যাণেই দেশের লাখ লাখ মানুষ বেঁচে আছে। শুধু এই শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের জন্যই না, বরং একে ঘিরে গড়ে ওঠা অনেক ব্যবসার কল্যাণেও। এমনি একটি ব্যবসার নাম গার্মেন্টস লট বা স্টক এর ব্যবসা। আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হোন এবং ব্যবসাতে রিস্ক এড়ানোর চিন্তাভাবনা থাকে, তবে আমার মনে হয় গার্মেন্টস লট এর ব্যবসা আপনার জন্যই। তবে চলুন সংক্ষেপে জেনে নেই গার্মেন্টস লট বা স্টক এর ব্যবসা সম্পর্কে।
🚩গার্মেন্টস লট বা স্টক এর ব্যবসা কিঃ কোন কারণে পোশাক ক্রেতার নিকট না পৌঁছলে তা গার্মেন্টসে স্টক হয়ে যায়। অনেক সময় বায়ার অর্ডার শিপমেন্ট ক্যান্সেল করে, পোশাকে ত্রুটির পরিমাণ বেশি থাকলে তা রিজেক্ট হয়, এছাড়াও বিভিন্ন কারণে গার্মেন্টসে লং কোয়ান্টিটি বা সর্ট কোয়ান্টিটি গার্মেন্টস স্টক হয়ে যায়। এই পোশাকগুলিই কোন শুভাকাঙ্ক্ষী অথবা মধ্যম ব্যাক্তির মাধ্যমে অল্প দামে ক্রয় করে তুলনামূলক বেশি দামে বিক্রি করে অর্থ উপার্জনের নামই গার্মেন্টস লট বা স্টক এর ব্যবসা।
ধরুন, ৫০ টাকা প্রতি পিচ টি-শার্ট কিনে ৮০ টাকায় বিক্রি করলেন। এক্ষেত্রে আপনি ৩০০০ পিচ টি-শার্টে লাভ করতে পারবেন ৩০০০*৩০=৯০০০০ টাকা।
কোথায় বিক্রি করবেনঃ আপনার জেলা শহরে যদি আপনার দোকান থাকে, সেক্ষেত্রে আপনার জন্য অনেক সহজ হবে ব্যবসাটা। অথবা, আপনি আপনার জেলা শহরের দোকানগুলোতে, শোরুমে অথবা হকারশ্রেণীর মানুষদের কাছে বিক্রি করে দিতে পারেন। পরিচিত শুভাকাঙ্ক্ষীদের ভেতরও বিক্রি করতে পারবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, কোন ক্রেতা শ্রেণীর মানুষকে আমন্ত্রণ জানালে অবশ্যই একটা স্থায়ী ঠিকানা দিবেন। এতে গ্রহণযোগ্যতা বাড়ে।
সুবিধাসমূহঃ
* কম দামে অনেক মাল কেনা যায়।
* পোশাক মানুষের নিত্যদিনের সঙ্গী। সখ বা প্রয়োজনে মানুষ পোশাক কিনবেই।
* যেকোন শ্রেণী, পেশার মানুষই টার্গেট কাস্টমার হতে পারে
* তুলনামূলকভাবে ঝুঁকি কম।
* বিভিন্ন ডিজাইনের কাপড় পাওয়া যায়।
অসুবিধাসমূহঃ
* অনেক সময়ই কাপড়ে কিছুটা ত্রুটি থাকে, যা ব্রান্ডিং এর বড় অন্তরায়।
* কাস্টমারের পছন্দমতন কাপড় পরের চালানে নাও থাকতে পারে।
* অনেক সময় কাপড় ধুলে পোশাক ডিসকালার হয়ে যায়।
* কাপড়ের নিম্ন মান।
* অনেক মাল কিনতে হয় একসাথে। এক্ষেত্রে গুদাম জরুরি।
* সাইজ ট্যাগে ভুল থাকতে পারে।
তথ্যসূত্রঃ dearbangla24.blogspot.com
Writer: Mehedi Hasan Shojol
1st batch, Wet Process Engineering.
Sheikh Kamal Textile Engineering College, Jhenaidah.