Thursday, December 19, 2024
Magazine
More
    HomeCampus Newsনিটারকে পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবি শিক্ষার্থীদের

    নিটারকে পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবি শিক্ষার্থীদের

    স্টাফ রিপোর্টার:

    বেলা প্রায় দুপুর ১১টা, মন্ত্রী প্রবেশ করলেন নিটার ক্যাম্পাসে। শিক্ষার্থীরা মন্ত্রীকে কাছে পেয়ে স্লোগানে স্লোগানে তাদের দাবি জানাতে শুরু করে। মোদের দাবি একটাই, নিটারকে বিশ্ববিদ্যালয় চাই; আর নয় PPP এবার চাই পাবলিক; টেক্সটাইল মার্কেট করতে জয়, নিটারকে চাই বিশ্ববিদ্যালয়; মন্ত্রী মহোদয় হল ধরুন, নিটারকে বিশ্ববিদ্যালয় করুন– এসব স্লোগানে মুখরিত ছিল নিটার ক্যাম্পাস।

    রোববার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি।

    নিটারকে বিশ্ববিদ্যালয় করার দাবির সাথে একাত্মতা পোষন করেছেন গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন,  ‘বস্ত্রখাতে বাংলাদেশ বহু বিদেশি প্রকৌশলী কাজ করছে।  বিদেশিদের ওপর নিভর্রতা কমাতে হবে। দেশেই দক্ষ জনবল তৈরি করতে হবে। আমাদেরকে এগিয়ে যেতে হলে নিজেদের আরও স্বনির্ভর হতে হবে। বহুমুখি শিক্ষার জন্য সরকার কাজ করছে। বাংলাদেশের ফ্যাশন ডিজাইনাররা নতুন নতুন পোশাকের নকশা করছে। তাই ডিজাইনারদের উচিত নতুন নতুন ডিজাইন করা। তাহলে দেশের পনে্যর যেমন মান বাড়ে তেমনিভাবে কদরও বাড়ে।’

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটারের অধ্যক্ষ ড.মিজানুর রহমানসহ অন্যরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed