Sunday, December 22, 2024
Magazine
More
    HomeCampus Newsনিটারিয়ানদের অন্যরকম উল্লাস 'হল ফেস্ট'

    নিটারিয়ানদের অন্যরকম উল্লাস ‘হল ফেস্ট’

    মোঃতানভীর হোসেন সরকার,নিটার প্রতিনিধি।

    ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চে গত ১৯ এপ্রিল ২০১৯ ইং তারিখে ২য় বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল হল ফেস্ট ০২।উক্ত অনুষ্ঠান আয়োজন করে নিটারের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নিটারের প্রথম ব্যাচ থেকে শুরু করে নবম ব্যাচের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। আর সবার অংশ গ্রহণে যেন নবীন -প্রবীণ মিলন মেলয় পরিণত হয় নিটার প্রাঙ্গন।

    নিটারের কেন্দ্রীয় খেলার মাঠে তৈরি করা হয় অনুষ্ঠানের মূল মঞ্চ। অনুষ্ঠান শুরুর আগে সবাইকে দেওয়া হয় সাদা রংয়ের হল ফেস্টের টি শার্ট।যার পেছনে লিখা ছিল “Where Brotherhood connects soul”.
    ৫ টি পর্বে বিভক্ত ছিল অনুষ্ঠানটি। বিকেল থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে গভীর রাত পর্য়ন্ত।১ম ব্যাচ থেকে শুরু করে পঞ্চম ব্যাচের বড় ভাইয়ারা ক্যাম্পাসের চলমান বিভিন্ন সমস্যা, বর্তমান প্রেক্ষাপটে নিটার কি এবং কেমন তা বলেন এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন যা পরবর্তীতে নিটারিয়ানদের পথ চলার পাথেয় হয়ে থাকবে। রাতে ছিল সবার জন্য গ্রান্ড ডিনারের ব্যাবস্থা। তার পর শুরু হয় আরবোভাইরাস, ডাহুক ও অষ্টক ব্যান্ড এর গান পরিবেশনা। ছিল ডিজে পার্টিও। সুরে সুরে মাতিয়ে তোলেন সবাই কে। এসময় নেচে গেয়ে সবাই সবার উল্লাস প্রকাশ করেন।আর এ ভাবেই পর্দা নামল হল ফেস্ট ০২ এর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed