Thursday, December 26, 2024
Magazine
More
    HomeCampus Newsনিটারের প্রশাসনের নিষ্পেষণ এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

    নিটারের প্রশাসনের নিষ্পেষণ এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

    অনেকটা সময় ধরেই এডমিন কর্তৃক নিটারকে নানাভাবে শোষণ করা হচ্ছে। এক্ষেত্রে অনেক অপ্রয়োজনীয় ও অবৈধ পোস্ট তৈরী করে নিটারের মূল্যায়ন কমিয়ে দেওয়া হচ্ছে।আমাদের পূর্ববর্তী প্রিন্সিপাল-“এডভাইসর” নামক এক অবৈধ পোস্ট তৈরি করেন যা ক্যাম্পাসের জন্য অপ্রয়োজনীয় ও ভিত্তিহীন। এই ধরনের পোস্ট নিটারের উন্নয়নের জন্য প্রধান অন্তরায়।যা কখনোই কাম্য নয়।

    তেমনিভাবে নিটারের এডমিন কর্তৃক নিটারের শিক্ষকদের সাথে আচরণও ভালো নয়।এখানে অনেক শিক্ষককে লাঞ্চনা করে কথা বলা হয়।অনেক কটু কথাও বলা হয়।আমাদের রেজিস্ট্রার হিসেবে কর্মরত কর্মচারীগণ আমাদের শিক্ষক মহোদোয়দের কে মানসিকভাবে ও শারীরিকভাবে হেনস্ত করেছে।যা কখনও কাম্য নয়।তাদের এইরুপ ব্যবহারে নিটার ক্যাম্পাসের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় এবং আন্দোলনে অংশ নেয়।নিটারের ১ম-১০ম ব্যাচ পর্যন্ত সকল শিক্ষার্থীরা আন্দোলনে স্বতঃস্ফুর্ত ভাবে অংশ নেয় এবং আন্দোলন কে সফলতা দেয়।অনেকের সঙ্গে কথা বলার মাধ্যমে জানা গিয়েছে যে, সকলের দাবি একটাই, তা হলো “এডভাইসর” নামক ভিত্তিহীন পোস্ট কে নিটার থেকে বাদ দিয়ে দেওয়া।

    নিটার কে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্যই শিক্ষার্থীরা এইরুপ পদক্ষেপ নিচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed