৭ই সেপ্টেম্বর, ২০২৪ইং রোজ শনিবার থেকে নিটারের শ্রেণি কার্যক্রম স্বাভাবিককরণের লক্ষ্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পরামর্শ অনুযায়ী যেসকল শিক্ষক-শিক্ষিকা অন্যায়ের সাথে জড়িত না তাদেরকে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেওয়ার আশ্বাস দিলেও শ্রেণী কার্যক্রমে ফিরে আসেনি অধিকাংশ শিক্ষক।
অপরদিকে, শ্রেণী কার্যক্রম বন্ধ না হওয়া সত্ত্বেও ক্লাস-ল্যাব গুলো ঘুরে দেখা যায় তালাবদ্ধ। এহেন অসহযোগিতার মনোভাব শিক্ষার্থীদের মনে তৈরি করেছে সংশয়।
শ্রেণী কার্যক্রম স্বাভাবিক চাই,
বাঁচার মতো বাঁচতে চাই।
যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘Patria o Muerte’ কর্মসূচি পালন করবে নিটার সাধারণ শিক্ষার্থী। কার্যক্রম; অস্তিত্ব রক্ষার প্রশ্নে চোখে কালো কাপড় বেঁধে ৮ সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৪ টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবে নিটার সাধারণ শিক্ষার্থী।