নাঈমুর রশিদ,নিজস্ব প্রতিবেদক(নিটার)
সম্প্রতি ঢাকার অদূরে সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইন্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) কর্তৃক একটি রূপরেখা প্রকাশ করা হয়। ইন্সটিটিউটের আনুষ্ঠানিক বার্তা হতে জানা যায় যে, ” ইনস্টিটিউটের সৌন্দর্য বৃদ্ধি এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান (ছবি সংযুক্ত) প্রস্তুত করা হয়েছে, যা গত ১১ মে ২০২৩ ইং তারিখ নিটার গভর্নিং বডির ৬৪তম সভায় সকলের সর্বসম্মতিক্রম অনুমোদিত হয়েছে।”
উক্ত রূপরেখা প্রকাশের পর থেকে ইন্সটিটিউটের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ করা গেছে। এ বিষয়টির প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ ইমাম জানান, “অবকাঠামোগত উন্নয়নের লক্ষে এরকম মাস্টারপ্ল্যান অবশ্যই প্রশংসনীয়। খুব দ্রুতই এর বাস্তবায়ন করা উচিত। ” উল্লেখ্য যে সাভারে অবস্থিত নিটার প্রায় ১৭.৭ একরের এলাকা নিয়ে বিস্তৃত যা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট অধিভুক্ত সকল প্রতিষ্ঠান থেকে আয়তনে বড়।