Thursday, December 26, 2024
Magazine
More
    HomeCampus Newsনিটারে অ্যাপারেল ইন্ডাস্ট্রির অগ্রগতি ও ক্যারিয়ার অপারচুনিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    নিটারে অ্যাপারেল ইন্ডাস্ট্রির অগ্রগতি ও ক্যারিয়ার অপারচুনিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    মোঃ তানভীর হোসেন সরকার।নিটার প্রতিবেদক।।

    নিটার ক্যারিয়ার ক্লাব(এনসিআরসি’র) উদ্যোগে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সাহা, এক্সিকিউটিভ ডিরেক্টর এস বি স্টাইল কম্পোজিট লিমিটেড।প্রধান অতিথি হিসেবে ছিলেন ইঞ্জি. একেএম ফরিদুল আজাদ হেড অব টেক্সটাইল ডিপার্টমেন্ট, নিটার। উপস্থিত ছিলেন নিটার ক্যারিয়ার ক্লাবের মডারেটর মাহমুদুল হাসান, লেকচার আইপিই ডিপার্টমেন্ট নিটার। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিআরসি’র কনভেনার রিফাতুর রহমান মিয়াজি সহ আরো অনেকে।

    আলোচনায় বিভিন্ন দিক ফুটে উঠেছে। ২০২০-২০২১ অর্থ বছরে বা মুজিব বর্ষে রপ্তানী আয় ধরা হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে রপ্তানী আয়ের প্রায় ৮৪% আসে অ্যাপারেল সেক্টর থেকে। এ দিকে চিন -যুক্তরাষ্ট্র বাণিজ্য দন্ধের কারনে সরাসরি লাভবান হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ হলো লিস্ট ডেভোলাপমেন্ট কান্ট্রি, আমাদের দেশ দিন দিন উন্নতি করছে সর্ব ক্ষেত্রে বিশেষ করে টেক্সটাইল সেক্টরে সুতরাং এটা সহজেই অনুমেয় টেক্সটাইল সেক্টর কত টুকু গুরুত্বপূর্ণ আমাদের দেশজ অর্থনীতিতে।

    জব অপারচুনিটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেন প্রধান আলোচক যা ফ্রেশারদের জন্য পরবর্তী জীবন পথের পাথেয় হয়ে থাকবে। সেমিনার শুরু হয় বিকাল ২টা ৩০ থেকে। শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বসহকারে বক্তব্য শোনেন এবং বিকাল ৫টা ৪৫ মিনিটে এনসিআরসি’র মডারেটর এর সমাপনি বক্তব্যরের মধ্য দিয়ে সেমিনার সমাপ্তি ঘটে।  মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল TextileEngineers.Org

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed