Tuesday, January 21, 2025
Magazine
More
    HomeCampus Newsনিটারে আয়োজিত হচ্ছে "ইসলামিক কনফারেন্স"

    নিটারে আয়োজিত হচ্ছে “ইসলামিক কনফারেন্স”

    নাঈমুর রশিদ, নিজস্ব প্রতিবেদক (নিটার)
    ঢাকার অদূরে সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইন্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এ আয়োজিত হতে যাচ্ছে “ইসলামিক কনফারেন্স ও পুরস্কার বিতরণী” অনুষ্ঠান। আগামী ২০ আগস্ট নিটারের সেন্ট্রাল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
    ইসলামি ইতিহাস ও ঐতিহ্যের প্রসার এবং ইসলামি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও এ অনুষ্ঠানের আয়োজন করছে ‘নিটার ইসলামিক সোসাইটি”। এ বছর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট পাঁচটি ইভেন্টে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার স্থান অলঙ্কৃত করবেন সনামধন্য ইসলামী বক্তা “আস-সুন্নাহ ফাউন্ডেশন” এর চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিটার গভর্নিং বডি এর চেয়ারম্যান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ আলী খোকন। উক্ত আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এ উপস্থিত থাকবেন দেশবরেণ্য শিল্পী আবু উবায়দা এবং মাহমুদ হুজাইফা। এছাড়াও উপস্থিত থাকবেন দেশবরেণ্য ক্বারী আব্দুল্লাহ বিন নাসির। বেলা দুইটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে রাত আটটা পর্যন্ত।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed