মোঃ রফিকুল ইসলাম :
গত ৫ই মার্চ জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়ে গেলো আত্ম উন্নয়নমূলক সংস্থা “মাস্তুল” এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। উল্লেখ্য ‘Reveal the inner you’মোট্যু নিয়ে এগিয়ে চলা ‘মাস্তুল’ একটি অলাভজনক আত্ম উন্নয়নমূলক সংস্থা। উক্ত সংস্থাটি ২০১৭ সালের ৫ই মার্চ নিজেদের আত্ম উন্নয়নের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অন্যান্য দক্ষতা যেমনঃ পাব্লিক স্পিকিং, লিডারশীপ স্কিল, প্রেজেন্টেশন স্কিল, ইংলিশ স্পিকিং সহ কম্পিউটার এর বিভিন্ন বিষয়ের উপর উন্নতি সাধনের জন্য গড়ে উঠে কয়েকজন তরুণ বস্ত্র প্রকৌশলীর হাত ধরে । এরই ধারাবাহিকতায় গত ৫ই মার্চ অনুষ্ঠিত হয়ে গেলো মাস্তুলের ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিটারের অধ্যক্ষ প্রফেসর ড. মোহম্মদ মিজানুর রহমান, ওয়েট প্রসেসিং বিভাগের প্রভাষক মোঃ রনি মিয়া, বোরহান উদ্দিন বান্না, বাংলাদেশ টেক্সটাইল টুডে এর উপ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, নিটার ২য় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এন.এম. সেলিম, নিটার ৪র্থ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রাহবার হোসেন আকাশ, ত্রিজল বড়ুয়া, মাসুদ রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় টেক্সটাইল টুডে এর উপ সম্পাদক বলেন,”মাস্তুলের কর্মকান্ড আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। পড়াশুনার পাশাপাশি ছেলেরা এতো ভালো একটা সংস্থা গড়ে তোলে নিজেদের সহ অন্যান্য বস্ত্র প্রকৌশলীদের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। তা খুবই প্রেরণাদায়ক।”
অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল দর্শকদের জন্য টেক্সটাইল টুডে এর পক্ষ থেকে টেক্সটাইল ম্যাগাজিন সহ, লাকি ড্র, কুইজ ইত্যাদি এর বিভিন্ন পুরষ্কারের ব্যবস্থা ছিলো। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানের নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিলেন ‘টেক্সটাইল টুডে’, লজিস্টিক পার্টনার হিসেবে ‘রোকেয়া স্টুডিও‘ এবং অনলাইন মিডিয়া পার্টনার ‘Bdmorning.com’ ও ‘TextileEngineers.org’।
4.5