Thursday, November 21, 2024
Magazine
More
    HomeCampus News"নিটারে নতুন অধ্যক্ষ অধ্যাপক ডঃ মোঃ আব্দুল মুত্তালিব"

    “নিটারে নতুন অধ্যক্ষ অধ্যাপক ডঃ মোঃ আব্দুল মুত্তালিব”

    নিজস্ব প্রতিবেদক, মোঃ শাহরিয়ার সাকিব

    ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার এন্ড রিসার্চ তথা নিটারের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষক অধ্যাপক ডঃ মোঃ আব্দুল মুত্তালিব। এতদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোঃ মাহবুব হাসান।

    ডঃ মোঃ আব্দুল মুত্তালিব জাহানগীরনগরর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন এর উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে যৌথভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জার্মানির বাইরিউথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

    তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে অধ্যাপনা করছেন এবং পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ তথা নিটারে যোগদান করেছেন। বর্তমানে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

    উল্লেখ্য ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার এন্ড রিসার্চ তথা নিটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অন্তর্ভুক্ত একটি উপাদানগল্প প্রতিষ্ঠান। বর্তমানে এখানে ছয়টি বিএসসি কোর্স ও দুইটি এমএসসি কোর্স চলমান। টেক্সটাইল শিল্পের প্রসারে বর্তমানে নিটার একটি অনন্য প্রতিষ্ঠান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed