মোঃ তানভীর হোসেন সরকার।নিটার প্রতিবেদক।।
আগামী ১৮ই সেপ্টেম্বর ২০১৯ ইং, রোজ বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ক্যারিয়ার ক্লাব কর্তৃক সেমিনারটি অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন নিটারের প্রিন্সিপাল প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে থাকবেন মি.বিশ্বজিৎ সাহা, এক্সিকিউটিভ ডিরেক্টর, এস.বি স্টাইল কম্পোজিট লিমিটেড। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
ক্যারিয়ার ক্লাবের আহবায়ক মো. রিফাতুর রহমান মিয়াজী জানান, এ সেমিনার থেকে শিক্ষার্থীরা টেক্সটাইল সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবে।বর্তমান বিশ্ব বাজার প্রেক্ষাপট টেক্সটাইল সেক্টর কতটা সম্ভাবনাময় বা এর জব অপারচুনিটি কতটুকু এবং এ সেক্টরের চাকুরির ধরন অন্য সেক্টর থেকে আলাদা কেন এবং সেই সাথে এ সেক্টরে যারা আছে তাদের ভবিষৎতে করণীয় কি ইত্যাদি বিষয়ে বিশদ ভাবে জানতে পারবে।
উল্লেখ্য যে, নিটারের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন। সেমিনার অনুষ্ঠিত হবে নিটার কনফারেন্স রুম এ বিকাল ২.৩০ থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল TextileEngineers.Org