Saturday, January 18, 2025
Magazine
More
    HomeIndustrial Calculationনির্দিষ্ট ফ্যাব্রিক জিএসএমের জন্য যেভাবে ইয়ার্ন কাউন্ট নির্বাচন করবেন

    নির্দিষ্ট ফ্যাব্রিক জিএসএমের জন্য যেভাবে ইয়ার্ন কাউন্ট নির্বাচন করবেন

    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে পরিচিত শব্দ গুলির মধ্যে দুটি হচ্ছে ‘ইয়ার্ন কাউন্ট’ এবং ‘ফ্যাব্রিক জিএসএম’।

    ইয়ার্ন কাউন্ট: কাউন্ট হলো ইয়ার্নের একক ভরের দৈর্ঘ্য বা একক দৈর্ঘ্যের ভরকে বুঝায়। সহজ ভাষায় ইয়ার্ন কাউন্ট দ্বারা ইয়ার্ন কতটুকু মোটা বা চিকন সেটা নির্ণয় করা যায়।
    ফ্যাব্রিক জিএসএম: জিএসএম (G.S.M.) মানে হলো গ্রাম/স্কয়ার মিটার। সহজ করে বললে-এক স্কয়ার মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই তার জিএসএম। আর স্কয়ার মিটার হলো এক মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রস্থ বিশিষ্ট কোন বর্গ।

    নির্দিষ্ট ফ্যাব্রিক জিএসএমের জন্য ইয়ার্ন কাউন্ট নির্বাচন করা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য খুব সাধারণ এবং টেকনিক্যাল কাজ। পৃথক পৃথক ফ্যাব্রিকের জন্য নিম্নলিখিত সূত্র ব্যবহার করে সহজেই নিটিং এর জন্য প্রকৃত ইয়ার্ন কাউন্ট নির্বাচন করা যায়।

    সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক:

    প্রয়োজনীয় জিএসএম ১৬০ হলে, ইয়ার্ন কাউন্ট

    = (-০.১৪১) × (জিএসএম) + ৫০.২২
    = (-০.১৪১) × (১৬০) + ৫০.২২
    = -২২.৫৮ + ৫০.২২
    = ২৭.৬৫

    সুতরাং, ১৬০ জিএসএম সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক নিটের জন্য আমাদের ২৭.৬৬/s ইয়ার্ন কাউন্ট প্রয়োজন।

    ইন্টারলক ফ্যাব্রিক:

    প্রয়োজনীয় জিএসএম ২২০ হলে, ইয়ার্ন কাউন্ট

    = (-০.২০৬) × (জিএসএম) + ৮০.৫৬
    = (-০.২০৬) ×(২২০) + ৮০.৫৬
    = ৩৫.২৪

    সুতরাং, ২২০ জিএসএম ইন্টারলক ফ্যাব্রিক নিটের জন্য আমাদের সুতা ২৬ /s ইয়ার্ন কাউন্ট প্রয়োজন

    পিকে ফ্যাব্রিক:

    প্রয়োজনীয় জিএসএম ২২০ হলে, ইয়ার্ন কাউন্ট

    = (-০.১৪৬) × (জিএসএম) + ৫৭.১৬
    = (-০.১৪৬) × (২২০) + ৫৭.১৬
    = ২৫.০৪

    সুতরাং, ২২০ জিএসএম পিকে ফ্যাব্রিক নিটে আমাদের ২৫ / s ইয়ার্ন কাউন্ট প্রয়োজন।

    1×1 রিব ফ্যাব্রিক:

    প্রয়োজনীয় জিএসএম ২২০ হলে, ইয়ার্ন কাউন্ট

    = (-০.১২৩) × (জিএসএম) + ৫৪.৫৭
    = (-০.১২৩) × (২২০) + ৫৪.৫৭
    = ২৭.৫১

    সুতরাং, ২২০ জিএসএম 1×1 রিব ফ্যাব্রিক নিটে আমাদের ২৮/ s ইয়ার্ন কাউন্ট প্রয়োজন।

    ডাবল ল্যাকোস্টে ফ্যাব্রিক:

    প্রয়োজনীয় জিএসএম ২২০ হলে, ইয়ার্ন কাউন্ট

    = (-০.১৬৭) × (জিএসএম) + ৬৪.৩৬
    = (-০.১৬৭) × (২২০) + ৬৪.৩৬
    = ২৭.৬২

    সুতরাং, ২২০ জিএসএম ডাবল লাকোস্টে ফ্যাব্রিক নিটে আমাদের ২৮/s ইয়ার্ন কাউন্ট প্রয়োজন

    লাইক্রা 1×1 রিব ফ্যাব্রিক:

    প্রয়োজনীয় ফ্যাব্রিক জিএসএম ১৮০ হলে, ইয়ার্ন কাউন্ট

    = (-০.১১৯) ×(জিএসএম)+ ৫৯.১২
    = (-০.১১৯) ×(১৮০)+ ৫৯.১২
    = ৩৭.৭

    সুতরাং, ১৮০ জিএসএম এর লাইক্রা 1×1 রিব ফ্যাব্রিক নিটে আমাদের ৩৮/s ইয়ার্ন কাউন্ট প্রয়োজন।

    লাইক্রা 2×2 রিব ফ্যাব্রিক:

    প্রয়োজনীয় জিএসএম ২২০ হলে, ইয়ার্ন কাউন্ট

    = (-০.১০৮) × (জিএসএম) + ৫৬.৬২
    = (-০.১০৮) × (২২০) + ৫৬.৬২
    = ৩২.৮৬

    সুতরাং, ২২০ জিএসএম লাইক্রা 2×2 রিব ফ্যাব্রিক নিটে আমাদের ৩২/ s ইয়ার্ন কাউন্ট প্রয়োজন।

    Writer information:

    Name: Abdullah Mehedi Dipto
    Institute: Primeasia University
    Batch: 181
    Campus Ambassador (TES)

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed