প্রফেসর ইঞ্জিনিয়ার মাসউদ আহমেদ স্যার এর বুটেক্সের ৪৫ তম ব্যাচের উদ্দেশ্যে বক্তব্য –
” তোমরা হয়তো অনেকেই টাকার কথা শুইনা টেক্সটাইল নিয়ে পড়তে আসছো কিন্তু এই মুহূর্ত থেকেই প্রতিজ্ঞা করো টাকা না এই টেক্সটাইল কে ভালো কইরা শিখবা , ভালোবাসবা , মন দিয়ে পড়বা ,জানার চেষ্টা করবা !
একদম মন থেকে টেক্সটাইলকে শিখা শুরু কইরা দাও তোমরা , আমি নিশ্চয়তা দিচ্ছি ঠকবা না কেউ তোমরা !–
Automobile এ টেক্সটাইলের ব্যবহার হচ্ছে , NASA তে টেক্সটাইলের আলাদা এক্সপার্ট আছে , হাতিরঝিলে থেকে শূরু করে এই পদ্মা সেতুর পুরা নদী শাসনে ব্যবহার করা হচ্ছে জিও টেক্সটাইল , তোমাদের পায়ের যে জুতা এইটাও পুরা টেক্সটাইল , শেষ কথা হচ্ছে তোমরা নিজেরাই চিন্তা করলে দেখবা , যে এমন কোনো সেক্টর ই বাদ নাই যাতে টেক্সটাইলের ব্যবহার নাই !
আর এইটা ভাব্বা না যে আমি ফেব্রিকে ভর্তি হইছি সুতরাং খালি ফেব্রিক জানলেই হবে ! সবসময় মনে রাখতে হবে যে যিনি ফেব্রিক বানাবেন তার ইয়ারন সম্পর্কে ধারনা না থাকলে Raw Materials ই অর্ডার দিতে পারবে না , আর এপারেল নিয়ে না জানলে অই ফেব্রিক দিয়ে গায়ে দেওয়ার জামাই হবে না ! সুতরাং আমাদের এইখানে এমন ভাবেই কোর্স ডিজাইন করা যাতে সবাই কমন টেক্সটাইলের সব শিখবে !
আর প্রথম বছরে যে ফিজিক্স, কেমিস্ট্রি পড়ানো হয় তা অনেকেই গুরুত্ব দেয় না ! একটা কথা মনে রাখতে হবে যে বেসিক সাইন্স এ যদি কেউ দুর্বল হয় তার দ্বারা পরবর্তীতে গবেষণা করা অসম্ভব ! সুতরাং যে ম্যাথ ১+২ , ফিজিক্স ১+২, রসায়ন ১+২, Computer Programming, Statistics আছে সব সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে ! তুমি বড়ো ইঞ্জিনিয়ার হয়ে এই Basic Science এর পিরামিডের চুড়ায় থাকবা ! মাটির নিচের ভিত যা দেখা যায় না এইটাই এই Basic, Physics, Chemistry ,Statistics !
আরেকটা কথা মনে রাখবা প্রতিজ্ঞা করো যে একটা বিষয়ে তুমি একদম এক্সপার্ট হইয়া যাবা ! দেখবা যে ছুরি মাংস কাটে তা দিয়ে তুমি বাকি সব ই কাটতে পারবা ! মানে একটা বিষয়ে এক্সপার্ট হয়ে গেলে বাকি সব গুলো খালি দেখলেই সমাধান দেওয়া যায় !
আমাদের এখান কার অনেক Graduate আছে যারা বিভিন্ন গ্রুপের টেক্সটাইল মিল দাড় করিয়ে এখন তাদের অন্য ব্যবসাগুলো যেমন সিমেন্ট ,আটা, ময়দা, এমনকি রিসোর্ট ও বানাচ্ছে সফলতার সাথে !
একটা কথা অন্তরে গাইথা নাও তোমরা-
Make your self so valuable that people will run after you but if not than you have to run other many people !
আর সব ক্লাস গুলো করার চেষ্টা করবা , প্রতিটা ক্লাস হচ্ছে তোমার এক একটা ইটের মতো একটা না থাকলে যেমন অন্যগুলো এর উপর রাখা যায় না ঠিক তেমন !
প্রতি টা ক্লাসে স্যার রা দেখবা কোনো না কোনো প্রবলেম সল্ভ করা হয় আলোচনার মধ্য দিয়ে ! What are the problems ? how to solve the problem ? প্রতিদিন ই যখন এই ভাবে ক্লাস করবা তখন তোমরা Problem Solver হয়ে যাবা , আরা Analytical Power বেড়ে যায় ! পাস করার পর যদজদ Foreign Ministry তেও দেওয়া হয় দেখবা তার Analytical Ability দিয়ে সব Problem Solve করতে পারতেছে !
You are at the right place ! ভালোমতো পড়ো ! কখনো Frustrate হয়ে জাইয়ো না !
আর দুইটা জিনিসে একদম এক্সপার্ট হয়ে যাও –
প্রথম হচ্ছে ভাষা ! ভাষা কখনো পুরোনো হয় না , ভাষা চির যৌবনা !
দ্বিতীয় হচ্ছে IT skill ! একদম ভালো মতো শিখা ফেলাও !
If you want, you can be anything! Mechanical course, EEE course সব ই আমাদের এইখানে পড়ানো হয়!
আর তোমরা Industry Oriented হবা ! এই জায়গাটা তে এতো অবদান রাখার জায়গা আছে আমাদের কল্পনার বাইর ! Actual Work all are happening in Industries of Bangladesh ! For every Product development , every machine development , so much business are happening there! Human resource management, the administration so many things are actually happening in production field ! তোমরা Industry তে গেলেই দেখব া! এতো কনসেপ্ট আছে Production field এ !
All the best To the students of 45th BUTEX !