আমাদের মৌলিক চাহিদা গুলোর মধ্যে অন্যতম হলো বস্ত্র।জন্ম লগ্ন থেকে শুরু করে মৃত্যু পযর্ন্ত পোশাকের বিকল্প নেই।
শুরুতে আদিমযুগের মানুষেরা সভ্য দেখানোর উদ্দেশ্যে পোশাক পরিধান শুরু করলে ও বতর্মান শোভাবর্ধন ও রুচিবোধ এর চিন্তা মানুষ বরাবরই করে।
কিন্তু বতর্মান ট্রেন্ডিং এ শুধু শোভার্বধন কিংবা রুচিবোধ নয়,তার চেয়ে ও বেশি প্রাধান্য পেতে থাকে পোশাকের কৌশলগত ও ক্রিয়াকরণ বিষয় সুবিধাবলি।
কৌশলগত টেক্সটাইল বা প্রযুক্তিগত টেক্সটাইল সম্পর্কে যদি বলি তাহলে বলা হবে এটি এমন একটি টেক্সটাইল পন্য যা নন -নান্দনিক উদ্দেশ্যে তৈরি করা,যা সাধারণ টেক্সটাইল ও প্রযুক্তিগত টেক্সটাইল এর মাঝে তফাৎ সৃষ্টি করে।
সাধারণ টেক্সটাইল বলতে মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যাবহারের ক্ষেত্রে ব্যাবহার হয় এমন পোশাক কে বোঝায়।যেমন- শার্ট,প্যান্ট,জ্যাকেট,থ্রিপিস,ব্লেজার ইত্যাদি।আর প্রযুক্তিগত টেক্সটাইল এর মধ্যে রয়েছে মেডিকেল টেক্সটাইল (সার্জিক্যাল সুতা),জিওটেক্সটাইল,এগ্রোটেক্সটাইল এবং প্রতিরক্ষামূলক পোশাক (বুলেট প্রুফ,স্পেসসুট)ইত্যাদি।
দিন দিন ক্রমবর্ধমান এই প্রযুক্তিগত টেক্সটাইল টি বতর্মান বাজারে ২১% শেয়ার ধরে রেখেছে।
প্রযুক্তিগত এই টেক্সটাইল টি ব্যাবহারের উপর ভিত্তি করে ১২টি বিভাগে বিভক্ত হয়ে এসেছে।যেমন-
◆ এগ্রোটেক(Agrotex):
এগ্রোটেক্সটাইল মালচ ম্যাট,হেল প্রোটেকশন নেট এবং ক্রপ কভার ইত্যাদি জড়িত। অর্থাৎ কৃষিকাজ,মৎসচাষ ও বনায়নের কাজে ব্যবহৃত টেক্সটাইল কাপড়।
◆বিল্ডটেক(Buildtex):
নির্মাণকাজে ব্যবহৃত পোশাক,যা সূর্যের বিরুদ্ধে সুরক্ষা ও ভবন নিরাপত্তা কাজে ব্যবহৃত হয়।
◆ক্লথটেক(Clothtex):
ছাতার কাপড়,জুতা সেলাইয়ের সুতা,পাদুকাতে ব্যবহৃত সমস্ত টেক্সটাইল ইত্যাদিকে ক্লথটেক বলা হয়।
◆জিওটেক(Geotex):
রাস্তা নির্মাণ, নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদিতে এর ব্যবহার দেখা যায়।
◆ইন্ডোটেক(Indutex):
রাসায়নিক ও বৈদ্যুতিক প্রয়োগের জন্য ব্যবহৃত টেক্সটাইল।
◆মেডিটেক(Meditex):
সার্জিক্যাল সুতা থেকে শুরু করে ব্যাক্তিগত সুরক্ষামূলক জিনিসপত্র হিসেবে ব্যবহৃত পোশাকের অন্তর্ভুক্ত।
◆মবিলটেক(Mobiltex):
পরিবহনে ব্যবহৃত টেক্সটাইল যেমন- প্যারাসুট,এয়ারবেলুন, সিট কভার ইত্যাদি।
◆ওকোটেক(Oekotex):
পরিবেশগত সুরক্ষা টেক্সটাইল এর অন্তর্ভুক্ত।
◆প্যাকটেক(Packtex):
প্যাকেজিং টেক্সটাইল সহ সুতা কাপড়,ক্যানভাস কভার ইত্যাদি।
◆স্পোর্টটেক(Sporttex):
খেলার যাবতীয় জিনিস এর অন্তর্ভুক্ত।
◆হোমটেক(Hometex):
বাসাবাড়ির বিভিন্ন কাজে ব্যবহৃত পোশাক।যেমন:
মশারি,পর্দা, কার্পেট ইত্যাদি।
বতর্মানে আমাদের জিবনে এই প্রযুক্তিগত টেক্সটাইল এর ব্যবহার অপরিসীম।
ফাউজিয়া তাবাসসুম দিপ্তী
গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, বস্ত্র ও বয়নশিল্প বিভাগ।