Monday, January 20, 2025
Magazine
More
    HomeTechnical Textileপ্রযুক্তিগত টেক্সটাইল

    প্রযুক্তিগত টেক্সটাইল

    আমাদের মৌলিক চাহিদা  গুলোর মধ্যে অন্যতম হলো বস্ত্র।জন্ম লগ্ন থেকে শুরু করে মৃত্যু পযর্ন্ত পোশাকের বিকল্প নেই।

    শুরুতে আদিমযুগের মানুষেরা সভ্য দেখানোর উদ্দেশ্যে পোশাক পরিধান শুরু করলে ও বতর্মান শোভাবর্ধন ও রুচিবোধ এর চিন্তা মানুষ বরাবরই করে।

    কিন্তু বতর্মান ট্রেন্ডিং এ শুধু শোভার্বধন কিংবা রুচিবোধ নয়,তার চেয়ে ও বেশি প্রাধান্য পেতে থাকে পোশাকের কৌশলগত ও ক্রিয়াকরণ বিষয় সুবিধাবলি।

    কৌশলগত টেক্সটাইল বা প্রযুক্তিগত টেক্সটাইল সম্পর্কে যদি বলি তাহলে বলা হবে এটি এমন একটি টেক্সটাইল পন্য যা নন -নান্দনিক উদ্দেশ্যে তৈরি করা,যা সাধারণ টেক্সটাইল ও প্রযুক্তিগত টেক্সটাইল এর মাঝে তফাৎ সৃষ্টি করে।

    সাধারণ টেক্সটাইল বলতে মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যাবহারের ক্ষেত্রে ব্যাবহার হয় এমন  পোশাক কে বোঝায়।যেমন- শার্ট,প্যান্ট,জ্যাকেট,থ্রিপিস,ব্লেজার ইত্যাদি।আর প্রযুক্তিগত টেক্সটাইল এর মধ্যে রয়েছে মেডিকেল টেক্সটাইল (সার্জিক্যাল সুতা),জিওটেক্সটাইল,এগ্রোটেক্সটাইল এবং প্রতিরক্ষামূলক পোশাক (বুলেট প্রুফ,স্পেসসুট)ইত্যাদি।

    দিন দিন ক্রমবর্ধমান এই প্রযুক্তিগত টেক্সটাইল টি বতর্মান বাজারে ২১% শেয়ার ধরে রেখেছে।

    প্রযুক্তিগত এই টেক্সটাইল টি ব্যাবহারের উপর ভিত্তি করে ১২টি বিভাগে বিভক্ত হয়ে এসেছে।যেমন-

    এগ্রোটেক(Agrotex):

    এগ্রোটেক্সটাইল মালচ ম্যাট,হেল প্রোটেকশন নেট এবং ক্রপ কভার ইত্যাদি জড়িত। অর্থাৎ কৃষিকাজ,মৎসচাষ ও বনায়নের কাজে ব্যবহৃত টেক্সটাইল কাপড়।

    বিল্ডটেক(Buildtex):

     নির্মাণকাজে ব্যবহৃত পোশাক,যা সূর্যের বিরুদ্ধে সুরক্ষা ও ভবন নিরাপত্তা কাজে  ব্যবহৃত হয়।

    ক্লথটেক(Clothtex):

    ছাতার কাপড়,জুতা সেলাইয়ের সুতা,পাদুকাতে ব্যবহৃত সমস্ত টেক্সটাইল ইত্যাদিকে ক্লথটেক বলা হয়।

    জিওটেক(Geotex):

    রাস্তা নির্মাণ, নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদিতে এর ব্যবহার দেখা যায়।

    ইন্ডোটেক(Indutex):

    রাসায়নিক ও বৈদ‍্যুতিক প্রয়োগের জন্য ব্যবহৃত টেক্সটাইল।

    মেডিটেক(Meditex):

    সার্জিক্যাল সুতা থেকে শুরু করে ব্যাক্তিগত সুরক্ষামূলক জিনিসপত্র হিসেবে ব্যবহৃত পোশাকের অন্তর্ভুক্ত।

    মবিলটেক(Mobiltex):

    পরিবহনে ব্যবহৃত টেক্সটাইল যেমন- প্যারাসুট,এয়ারবেলুন, সিট কভার ইত্যাদি।

    ওকোটেক(Oekotex):

    পরিবেশগত সুরক্ষা টেক্সটাইল এর অন্তর্ভুক্ত।

    প্যাকটেক(Packtex):

    প্যাকেজিং টেক্সটাইল সহ সুতা কাপড়,ক্যানভাস কভার ইত্যাদি।

    স্পোর্টটেক(Sporttex):

    খেলার যাবতীয় জিনিস এর অন্তর্ভুক্ত।

    হোমটেক(Hometex):

    বাসাবাড়ির বিভিন্ন কাজে ব্যবহৃত পোশাক।যেমন:

    মশারি,পর্দা, কার্পেট ইত্যাদি।

    বতর্মানে আমাদের জিবনে এই প্রযুক্তিগত টেক্সটাইল এর ব্যবহার অপরিসীম।

    ফাউজিয়া তাবাসসুম দিপ্তী

    গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, বস্ত্র ও বয়নশিল্প বিভাগ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed