কাস্টমারদের ক্রমবর্ধমান চাহিদা এবং “অল ওভার প্রিন্টেড” বিভিন্ন অ্যাপারেল আইটেম এর উপর আগ্রহের কারনে মাল্টি-বিলিয়নিয়ার লেভেলের রিটেইলার ব্র্যান্ড, H & M, M & S, Li & Fung, Mango এর মত কোম্পানি গুলোও বর্তমান সময়ে এই অল ওভার প্রিন্টেড অ্যাপারেল আইটেম গুলোকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এটি মূলত একটি বিশেষ ধরনের প্রিন্টিং যাতে একটি নির্দিষ্ট ডিজাইন বারবার ফেব্রিক এর সম্পূর্ণ অংশজুড়ে ফুটে ওঠে।
বিশেষ করে শিল্প বিপ্লবের এই সময়ে অল ওভার প্রিন্টিং আমাদের এই প্রিন্টিং জগতে এনেছে বিশাল পরিবর্তন সেই সাথে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার এবং অভাবনীয় সাফল্যের বিষয় চিন্তা করে আমাদের যোগ্য তরুণ প্রজন্ম অনেকেই ক্যারিয়ার হিসেবে এই সেক্টরের দিকে ঝুঁকে পড়ছে। AOP সেক্টর এর আদি এবং বর্তমান অবস্থা পর্যালোচনা করলে এটির নিত্যনতুন কলাকৌশল এবং বর্তমান সময়ে ইন্ডাস্ট্রি গুলোতে এটি কীভাবে পরিবর্তিত পরিবর্তিত হয়ে আসছে সেই সাথে এই সেক্টরের দুর্বলতা এবং চ্যালেঞ্জসমূহ সম্পর্কে বিস্তর ধারণা পাওয়া সম্ভব।
আর এ সকল বিষয়কে মাথায় রেখেই AOP সেক্টর এর চ্যালেঞ্জসমূহ নিয়ে কিভাবে কাজ করা সম্ভব এবং বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ভ্যালু এড করা সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই প্রাইমেশিয়া ইউনিভার্সিটি, টেক্সটাইল ডিপার্টমেন্ট গত পহেলা জুন হতে ১৪ই জুন পর্যন্ত আয়োজন করেছে; “Webinar On All Over Printing & Design Development” শীর্ষক সেমিনার।
অনুষ্ঠানের প্রথম দিনটি শুরু হয় লাইভ সেশনের মাধ্যমে। এইদিন, AOPTB (All Over Printing Technologist Of Bangladesh) এর মাননীয় অতিথিগন অল ওভার প্রিন্টিং নিয়ে তাদের ভিশন মিশন শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন। একই সাথে শিক্ষার্থীরাও এই সেক্টর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আমাদের গেস্টদেরকে করে। এই দিনটা শুধু আলোচনামূলক ছিল। এইদিন যারা অনুষ্ঠানে সেশন টিকে পূর্ণতা দিয়েছেন;
প্রধান অতিথি হিসেবে;
প্রোফেসর মোঃ আব্দুল খালেক,
ডিপার্টমেন্ট হেড,
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট,
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়
বিশেষ অতিথি হিসেবে ছিলেন;
ইঞ্জিনিয়ার এস. এম. আব্দুর রহমান
জেনারেল ম্যানেজার (অপারেশন)
ইউনিফিল টেক্স বিডি গ্রুপ
প্রেসিডেন্ট (অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্ট অব বাংলাদেশ)
অতিথি হিসেবে ছিলেন;
* ইঞ্জিনিয়ার মোঃ আবু সাইদ কিরন,
যুগ্ম সাধারণ সম্পাদক (অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্ট অব বাংলাদেশ)
ডেপুটি জেনারেল ম্যানেজার (লিথ গ্রুপ)
* আবুল বাশার ভাইস
প্রেসিডেন্ট (অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্ট অব বাংলাদেশ)
ডেপুটি জেনারেল ম্যানেজার,
প্রোডাকশন, মারকেটিং ডিপার্টমেন্ট (অল ওভার প্রিন্টিং)
সফটেক্স লিমিটেড
* ইঞ্জিনিয়ার সুজয় আচার্য
এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রিন্টিং)
পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রি
কি-নোট স্পিকার হিসেবে ছিলেন;
মোঃ শওকত হোসাইন সোহেল
চিফ ডিজাইনার
ইউনিফিল কম্পোজিট ডাইং মিলস লিমিটেড
সেশন সঞ্চালনায় ছিলেন,
টেকনিক্যাল হোস্ট;
এমদাদুল হক
লেকচারার, এসিস্ট্যান্ট প্রোক্টর
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়
হোস্ট;
সাকিব-উজ-জামান
লেকচারার ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং,
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়।
কো-হোস্ট;
* সাবিরা সুলতানা
ব্যাচ-২০১,
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়।
* বাঁধন সাহা
ব্যাচ-১৮১,
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট
প্র
াইমএশিয়া বিশ্ববিদ্যালয়।
এরপরের দিনগুলো থেকেই ট্রেইনিং সেশনের মাননীয় ট্রেইনারগন শিক্ষার্থীদেরকে অল ওভার প্রিন্টিং এর উপর প্রশিক্ষন প্রদান করেন। দীর্ঘ ১৪ দিনের এই ট্রেইনিং এ ট্রেইনার হিসেবে যারা ছিলেন;
* মোঃ শওকত হোসাইন সোহেল
চিফ ডিজাইনার
ইউনিফিল কম্পোজিট ডাইং মিলস লিমিটেড
* মোঃ ইব্রাহিম খলিল
সিনিয়র ম্যানেজার (অল ওভার প্রিন্টিং)
পলমল গ্রুপ
সাংগঠনিক সম্পাদক (অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্ট অব বাংলাদেশ)
* মোঃ রিফাতুর রহমান মিয়াজি
প্রচার এবং প্রকাশনা সম্পাদক (অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্ট অব বাংলাদেশ)
দীর্ঘ এই সেশনটি গত ২২ ই জুন, মঙ্গলবার, রাত ৯ টায়, মাননীয় অতিথিবৃন্দ দের সবাইকে ভার্চুয়ালি ক্রেস্ট প্রদান এবং অত্র ইউনিভার্সিটির সকল শিক্ষক শিক্ষিকা মহোদয়ের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেশনটির সমাপ্তি ঘোষিত হয়।